বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে যেকোনো চাকুরী পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

Preparation BD
By -
0

বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল। যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আসা করছি তাদের সকলের উপকারে আসবে।তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক-

১।সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু ও কানুকে সাঁওতালরা কি হিসেবে ভক্তি করে?

উত্তর-বীর হিসেবে 

২। পাঙ্গন নৃগােষ্ঠী কোন ধর্মের অনুসারি?

উত্তর-ইসলাম ধর্মের। 

৩। মারমারা তাদের গ্রামকে কি বলে?

উত্তর- ‘রােয়া’।

৪। গ্রামের প্রধানকে কি বলে?

উত্তর- ‘রােয়াজা’ বলে। 

৫। মারমারা কোন উৎসব পালন করে?

উত্তর-সাংগ্রাই উৎসব পালন করে। এসময়ে তারা পানিখেলা বা ‘জলােৎসব’ এ মেতে ওঠে। 

৬। রাখাইনরা কোথায় বাস করে?

উত্তর-কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায় বসবাস করে। 

৭। ‘রাখাইন’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর- ‘রাক্ষাইন’ থেকে। যার অর্থ হচ্ছে রক্ষণশীল। 

৮। রাখাইনদের আদিবাস কথায়?

উত্তর– বর্তমান মিয়ানমার। 

৯। রাখাইন পরিবার কেমন ?

উত্তর – পিতৃতান্ত্রিক। 

১০। বাংলাদেশের রাখাইনরা কোন ধরমাবলম্বি?

উত্তর- বৌদ্ধ 

১১। রাখাইনরা চৈত্র সংক্রান্তিতে কোন উৎসব পালন করে?

উত্তর- সাংগ্রাই উৎসব।

১২। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কবে?

উত্তর – ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে।

১৩।“তমদুন মজলিস” নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় কখন?

উত্তর–২ সেপ্টেম্বর ১৯৪৭ সাল। 

১৪। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি উর্দু ও ইংরেজির পাশাপাশি কে বাংলা ভাষার দাবি করেন? উত্তর-ধীরেন্দ্রনাথ দত্ত 

১৫। বাংলা ভাষা দাবি দিবস কবে?

উত্তর – ১১ মার্চ। 

১৬। “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” এই ঘােষণা দেন কে?

উত্তর—মােহাম্মদ আলী জিন্নাহ। 

১৭। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি থেকে কত তারিখ পর্যন্ত  ১৪৪ ধারা জারি করা হয়?

উত্তর—২০ শে ফেব্রুয়ারি ১৯৫২। 

১৮ মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিলাে কত দিনের জন্য?

উত্তর –১ মাসের জন্য। 

১৯ কত সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস” হিসেবে পালন হয়ে আসছে?

উত্তর- ১৯৫৩ সাল থেকে। 

২০। ইউনেস্ক কত সালে বাংলা ভাষাকে “আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়?

উত্তর—১৯৯৯ সালের ১৭ নভেম্বর। 

২১। আওয়ামী মুসলীম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর- ১৯৪৯ সালের ২৩ জুন। 

২২। ১৯৫৪ সালে কত টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?

উত্তর-৪ টি দল নিয়ে। 

২৩। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিলাে?

উত্তর– নৌকা। 

২৪। ২১ দফাকে বলা কি হয়?

উত্তর– বাঙ্গালীর স্বার্থ রক্ষার সনদ। 

২৫। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট কত আসনে বিজয়ী হয়?

উত্তর- ২৩৭ টি আসনের মধ্যে২২৩ টিতে বিজয়ী হয়। 

২৬ কে মৌলিক গণতন্ত্র নামে একটি শাসন ব্যবস্থা চালু করেন 

উত্তর– সামরিক শাসক আইয়ুব খান। 

২৭। ৬ দফা তুলে ধরা হয় কখন?

উত্তর – ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহােরে। 

২৮। আইয়ুব সরকার ৬ দফাকে কিভাবে উল্লেখ্য করেন 

উত্তর– ‘বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি’ হিসেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !