Current Affairs March 2022 PDF কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এবং এর পিডিএফ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণ করছেন লেখাটি তাদের জন্য খুবই উপকারী হবে। তো চলুন কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২২ বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেয়া যাক।
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথমবারের মতাে আইন অনুযায়ী, নির্বাচন কমিশন গঠিত হয় কবে?
উত্তর : ২০২২ সালে।
প্রশ্ন : জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়ােগ বিল, ২০২২’ পাস হয় কবে?
উত্তর : ২৭ জানুয়ারি ২০২২।
প্রশ্ন : আন্তর্জাতিক নৌ-প্রটোকলভুক্ত রুট বাগেরহাটের মােংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল’-এর বর্তমান নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু মােংলা-ঘষিয়াখালী ক্যানেল।
প্রশ্ন : বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির নাম কী?
উত্তর: সেলিনা হােসেন।
প্রশ্ন : বিশেষায়িত জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর : আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
প্রশ্ন : বর্তমানে এনজিওবিষয়ক ব্যুরাের অধীনে নিবন্ধিত এনজিও কতটি?
উত্তর : ২,৫২৬টি। বিদেশি এনজিও ২৬০টি, আর দেশি এনজিও ২,২৬৬টি। [তথ্যসূত্র, জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব, ২৭ জানুয়ারি ২০২২।
প্রশ্ন : দেশে সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা কতটি?
উত্তর : ৭১টি।
প্রশ্ন : বাংলাদেশে তৈরি প্রথম রকেটের নাম কী?
উত্তর : ধূমকেতু।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেছে কোন কলেজের শিক্ষার্থীরা?
উত্তর : ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ।
প্রশ্ন : জনপ্রশাসন পদকের বর্তমান নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক।
GDP’র চূড়ান্ত হিসাব ২০২০-২১ অনুযায়ী
প্রশ্ন : GDP’র চূড়ান্ত হিসাব ২০২০-২১ অনুযায়ী বর্তমানে জনসংখ্যা কত?
উত্তর : ১৬৯.১১ মিলিয়ন।
প্রশ্ন : GDP’র চূড়ান্ত হিসাব ২০২০-২১ অনুযায়ী GDP কত?
উত্তর : ৫,৩০১,৮৪৮ মিলিয়ন টাকা।
প্রশ্ন : GDP’র চূড়ান্ত হিসাব ২০২০-২১ অনুযায়ী GNI কত?
উত্তর : ৩৭,১৫৯,৯৬৬ মিলিয়ন টাকা।
জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মানচিত্র
প্রশ্ন : ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি?
উত্তর : ৩টি—কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী।
প্রশ্ন : আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি?
উত্তর : ৬টি— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশােরগঞ্জ।
প্রশ্ন : খরাপ্রবণ জেলা কতটি?
উত্তর: ১৩টি– পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : মডার্নার প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে প্রথমবারের মতাে mRNA কোভিড টিকা তৈরি করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : দক্ষিণ আফ্রিকার আফ্রিজেন বায়ােলজিকস।
প্রশ্ন : ‘নিওকোভ’ শব্দটি দ্বারা কী বােঝায়?
উত্তর : করােনাভাইরাসের নতুন ধরন।
প্রশ্ন : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)’র সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা কী?
উত্তর : ক্ষুধা হলাে একটি অস্বস্তিকর বা বেদনাদায়ক শারীরিক অনুভূতি, যা খাদ্যশক্তির অপর্যাপ্ততা থেকে সৃষ্টি হয়।
প্রশ্ন : VAR’র পূর্ণরূপ কী?
উত্তর : Video Assistant Referee.
প্রশ্ন : বিশ্বে রকেটের ‘কবরস্থান’ নামে পরিচিত কোন স্থান?
উত্তর : প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমাে।
প্রশ্ন : লন্ডন সিটির প্রথম নারী পুলিশ প্রধানের নাম কী?
উত্তর: ক্রেসিডা ডিক।
প্রশ্ন : ব্রিটিশ সিংহাসনে যে রাজা থাকেন, তার স্ত্রীকে কী বলা হয়?
উত্তর: Queen Consort.
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও পরিশােধনকারী কোম্পানির নাম কী?
উত্তর: কোল ইন্ডিয়া লিমিটেড।
রিপাের্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০২১ সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সুইডেন।
প্রশ্ন : ২০২১ সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: মাদাগাস্কার।
প্রশ্ন : ২০২১ সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৪৪তম।
প্রশ্ন : বৈশ্বিক জাহাজভাঙায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।
প্রশ্ন : ২০২২ সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী, বায়ু দূষণে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : গাজীপুর।
প্রশ্ন : ২০২২ সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী, কোন জেলায় বায়ু দূষণ কম?
উত্তর : মাদারীপুর।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর : অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া)।
প্রশ্ন : ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর: রাফায়েল নাদাল (স্পেন)।
প্রশ্ন : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) ষষ্ঠ হ্যাটট্রিক করেন কে?
উত্তর : মৃত্যুঞ্জয় চৌধুরী (তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে এ হ্যাটট্রিক করেন)।
প্রশ্ন : ২০২২ সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) প্রথম সেঞ্চুরি করেন কে?
উত্তর : লেন্ডল সিমন্স।
প্রশ্ন : ১৯তম এশিয়ান গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১০-২৫ সেপ্টেম্বর ২০২২; হ্যাংঝু, চীন।
প্রশ্ন : ৩০ জানুয়ারি ২০২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৭তম হ্যাটট্রিক করেন কোন বােলার?
উত্তর : জেসন হােল্ডার (উইন্ডিজ)।
প্রশ্ন : ১৮তম ‘ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী কোন ক্লাব?
উত্তর : চেলসি (ইংল্যান্ড)।