হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখ: ০৪ মার্চ ২০২২
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ১০০
বাংলা অংশের সমাধান
১। সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে – এর মূল অর্থ কোনটি?
উত্তরঃ সহমর্মিতা
ব্যাখ্যাঃ উদ্ধৃতাংশটি কামিনী রায় রচিত ‘পরার্থে’ কবিতার একটি অংশ। লাইনটি দ্বারা প্রকাশ পেয়েছে পারস্পরিক সহযােগিতা ও সহমর্মিতাই মানব জাতির সমাজ বন্ধনের ভিত্তি।
২। ___ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব।
উত্তরঃ বিদ্যুৎ
ব্যাখ্যাঃ বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনযাপনে ব্যবহৃত প্রায় সকল জিনিস অচল।
৩৷ সে যে কোথায় তা আমার জানা নাই’- কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল
ব্যাখ্যাঃ যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমনঃ যেহেতু তুমি প্রথম হয়েছ, সেহেতু পুরস্কার তুমিই পাবে।
৪। কুসংস্কারঃ শিক্ষা হলে ব্যাধিঃ —-
উত্তরঃ চিকিৎসা
৫। “শীকর” শব্দের অর্থ কি?
উত্তরঃ জলকণা
ব্যাখ্যাঃ “শীকর” শব্দের অর্থ জলকণা; জলবিন্দু।
৬। শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ ত্রিভুজ
ব্যাখ্যাঃ ভুল বানানের সঠিক উত্তর হবে শূণ্য- শূন্য , পূণ্য-পুণ্য , ভূবন -ভুবন ।
৭। সঠিক নয় কোনটি?
নােটঃ ধরনি এর সঠিক বানান ধরণী যার অর্থ ধরিত্রী, ধরা, পৃথিবী। প্রানী বানানটিও ভুল আছে সঠিক হবে প্রাণী।
৮। চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ প্রিয়জন সমাগম।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
৯। “কর্মে যাহার ক্লান্তি নাই” এই বাক্যাংশের সংক্ষিপ্তরূপ কি?
উত্তরঃ অক্লান্ত কর্মী।
১০। নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি
১১। রাবনের চিতা –
উত্তরঃ চির অশান্তি
১২। মধ্যপদলােপী কর্মধারয় সমাস কোনটি?
উত্তরঃ সিংহ চিহ্নিত আসন
ব্যাখ্যাঃ কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে মধ্যপদ লােপ পেলে তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। এই সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ সমস্ত পদে থাকবে না। এতে পরপদের অর্থ প্রাধান্য পাবে। সিংহ চিহ্নিত আসন বাক্যটি থেকে মাঝখানের ” চিহ্নিত ” শব্দটি লােপ। পেলে হয় ” সিংহাসন ” যেহেতু মধ্যপদলােপ পেয়েছে , অতএব এটি মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
১৩। ‘চাঁদমুখ’ এর ব্যাস বাক্য হলাে –
উত্তরঃ চাঁদ রূপ মুখ [রূপক কর্মধারয়]
১৪। বুদ্ধি খাটিয়ে কাজ কর – কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ করণে শূন্য
১৫৷ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ জীবন ও রাজনৈতিক বাস্তবতা
ব্যাখ্যাঃ জীবন ও রাজনৈতিক বাস্তবতা বাঙালি লেখক শহীদুল জহির। রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত জহিরের অভিষেক উপন্যাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস।
১৬। জলােচ্ছ্বাস’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ সেলিনা হােসেন
ব্যাখ্যাঃ জলােচ্ছাস (১৯৭৩) সেলিনা হােসেনের ১ম উপন্যাস ।
১৭। বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
উত্তরঃ তুর্কি
১৮। একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে?
উত্তরঃ আলতাফ মাহমুদ
ব্যাখ্যাঃ’ আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।” এ গানের গীতিকার -আব্দুল গাফফার চৌধুরী। এ গানের ১ম সুরকার- আব্দুল লতিফ। গানটির বর্তমান সুরকার – আলতাফ মাহমুদ।
১৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
উত্তরঃ মীর মশাররফ হােসেন
২০। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯০৭
ইংরেজি অংশের সমাধান
সাধারণ জ্ঞান অংশের সমাধান
৬১। গ্রেট ডিপ্রেশন’ বলতে কি বুঝায়?
নােটঃ ‘গ্রেট ডিপ্রেশন’ বলতে কি বুঝায় বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা।
৬২। সামরিক ভাষায় WMD অর্থ কি ?
উত্তরঃ Weapon of mass destruction
ব্যাখ্যাঃ সামরিক ভাষায় WMD অর্থ এক ধরনের পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রকে Weapon of Mass Destruction বলে। প্রথম ১৯৩৭ সালে Cosmo Gordon Lang এই WMD পরিভাষাটি ব্যবহার করেন।
৬৩৷ ‘সিটিবিটি’ কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
ব্যাখ্যাঃ সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সংক্ষেপে সিটিবিটি) সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
৬৪৷ ‘পিপিলিকা’ একটি –
উত্তরঃ একটি search engine
ব্যাখ্যাঃ পিপীলিকা বাংলাদেশ থেকে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ইঞ্জিন। এটি বাংলাদেশের প্রথম অনুসন্ধান ইঞ্জিন, যেখানে বাংলা এবং ইংরেজি – উভয় ভাষায় তথ্য পাওয়ার সুবিধা রয়েছে।
৬৫৷ IUCN এর কাজ হলাে
উত্তরঃ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
ব্যাখ্যাঃ IUCN হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে।
৬৬। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত
উত্তরঃ নাউরু
৬৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
ব্যাখ্যাঃ পানামা খালজাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
৬৮৷ ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে –
উত্তরঃ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
ব্যাখ্যাঃ ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রটোকল । ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কলবিম্বয়ার কার্টাগােনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
৬৯। কোনটি নিরস্ত্রীকরনের সাথে সম্পৃক্ত।
উত্তরঃ CTBT
ব্যাখ্যাঃ সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সংক্ষেপে সিটিবিটি) সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
৭০। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয়-
উত্তরঃ OR
৭১। প্রােগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তরঃ clipboard
৭২। বাংলাদেশের সংবিধানের অভিভাবক
উত্তরঃ সুপ্রিম কোর্ট
৭৩৷ দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম কি-
উত্তরঃ উত্তরা ইপিজেড
৭৪৷ ‘জয় বাংলা’ শ্লোগান বাধ্যতামূলক –
উত্তরঃ উপরের সবগুলি
৭৫৷ BRICS এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
৭৬। “হােয়াইট হল” কোনটি ?
উত্তরঃ লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়
৭৭৷ “দিয়াগাে গর্সিয়া” –
উত্তরঃ ভারত মহাসাগরের একটি দ্বীপ
৭৮। শরৎচন্দ্র চট্টপাধ্যায় এর ছদ্মনাম কোনটি?
উত্তরঃ অনিলা দেবী
৭৯। স্যাটেলাইট স্টেট’ – কোনটি?
উত্তরঃ ভুটান
ব্যাখ্যাঃ স্যাটেলাইট স্টেট বলতে এমন সব রাষ্ট্রকে বােঝানাে হয়, যে রাষ্ট্রগুলাে কাগজে-কলমে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করলেও বাস্তবে কোনাে শক্তিশালী দেশের প্রভাব বলয়ে থাকার কারণে স্বকীয়তা হারিয়ে ফেলে। এখানে ভারত এর কাছে ভুটান স্যাটেলাইট স্টেট।
৮০৷ ‘গুলট্রাম কোন দেশের মুদ্রা
উত্তরঃ ভুটান
৮১। টীকা লিখুনঃ ‘বাঙ্গালী জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির পিতা। তিনি গােপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ লুৎফুর রহমান ও সাহেরা খাতুনের ঘর আলােকিত করে ১৯২০ সালের ১৭ মার্চ (বাংলা ২০ চৈত্র ১৩৫৯) শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই শেখ মুজিবুর রহমান ছিলেন একজন রাজনীতি সচেতন মানুষ। রাজনীতি যেন তাঁর রক্তে মিশে আছে। তিনি উপলব্ধি করতেন যে, রাজনৈতিক সংস্কারের মাধ্যমেই বৃহৎ কল্যাণ সম্ভব। তাইতাে এ দেশের সকল রাজনৈতিক আন্দোলনে তিনি সবসময় অগ্রভাগে ছিলেন। গােপালগঞ্জ মিশন হাই স্কুলে অষ্টম শ্রেণিতে থাকাকালীন ব্রিটিশ বিরােধী আন্দোলনের জন্য সাত দিন কারাভােগ করেন। শেখ মুজিবুর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি যেমন নিঃস্বার্থভাবে জনকল্যাণের রাজনীতি করতেন তেমন জনগণের ভালােবাসাও পেয়েছেন। তার মুক্তির দাবিতে রাজপথে বিশাল মিছিল, ছাত্র-জনতা বিক্ষোভ-অনশন তারই প্রমাণ। তিনি ছিলেন জনগণের বন্ধু। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতির কল্যাণে চিন্তামগ্ন থাকতেন। ৫ ডিসেম্বর ১৯৬৯ শহিদ সােহরাওয়ার্দীর মৃত্যুদিবসে তিনি তৎকালীন পূর্বপাকিস্তানের নামকরণ করেন “বাংলাদেশ” নামে। যা তাকে পিতার ভূমিকায় নিয়ে যায়। তাই পরবর্তীতে ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ঢাকসু’র ভিপি আসম আব্দুর রব বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি দেন। ৭ই মার্চ, বাঙালি জাতির নতুন দিগন্তের সূচনার এক ঐতিহাসিক ভাষণ দেন তিনি। ৭ই মার্চের ভাষণ থেকেই আঁচ করা যায় যে তিনি আগাম যুদ্ধ প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। তিনিই প্রথম ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন। তিনি ১৯৭২ সালে বিশ্বশান্তি পরিষদের দেওয়া সর্বোচ্চ সম্মাননা ‘জুলিও কুরী’ পুরস্কার লাভ করেন। বাংলার ইতিহাসে জঘন্যতম দিন ১৫ আগস্ট ১৯৭৫৷ যার অঙ্গুলী হিলনে কোটি মানুষ প্রাণ বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই মহামানবকে কতিপয় নরপিশাচ স্বপরিবারে হত্যা করে বাংলার মাটিকে কলংকিত করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতা তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছেন“আমি হিমালয় দেখিনি, আমি দেখেছি শেখ মুজিবকে।” উপসংহারের উপকূলে দাঁড়িয়ে তাই বলতে হয়- “যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরি, যমুনা বহমান ততদিন রবে কীর্তি তােমার শেখ মুজিবুর রহমান।”