Balance of Power বলতে কি বুঝায়?

Preparation BD
By -
0

শক্তিসাম্য বা Balance of Power হলাে ক্ষমতা ও শক্তির পরিমাপের সমতা বজায় রাখা। শক্তি সাম্যের সংজ্ঞা ও প্রকৃতি বর্ণনা করতে গিয়ে মর্গেনথু ব্যাপক আলােচনা করেছেন। তার মতে, শক্তিসাম্য কথাটা পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থশাস্ত্র, সমাজবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহৃত হয়।

প্রেক্ষাপট আলাদা হলেও অর্থ প্রায় একই রকম। মর্গেনথু সাম্য (Balance) ও ভারসাম্যকে (Equilibrium) সমার্থক হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, স্বয়ংসম্পূর্ণ শক্তিসমূহকে (Forces) নিয়ে যে ব্যবস্থা গড়ে ওঠে তাদের মধ্যে স্থিতিশীলতার নাম হলাে Balance of Power বা শক্তিসাম্য। তিনি শক্তিসাম্যকে চারটি ভিন্ন অর্থে ব্যবহারের পক্ষপাতী। যথা :

  • কোনাে বিশেষ অবস্থা অর্জনের জন্য গৃহীত নীতি,
  • কোনাে বাস্তব অবস্থা,
  • মােটামুটিভাবে শক্তির সমবণ্টন এবং
  • শক্তির যে কোনাে ধরনের বন্টন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !