কোনাে আমদানি বা রপ্তানিজাত দ্রব্যের আমদানি-রপ্তানি শুল্কই হচ্ছে ট্যারিফ। অর্থাৎ ট্যারিফ হলাে আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা, যাতে সরকার কর্তৃক আমদানিরপ্তানির ওপর আরােপিত কর নির্দিষ্ট করা থাকে।
ট্যাক্স হলাে সরকারি রাজস্বের উৎস যেটি, বাধ্যতামূলকভাবে সরকারকে প্রদেয় অর্থ। অর্থাৎ যার বিনিময়ে ট্যাক্স দাতা সরকারের কাছ থেকে প্রত্যক্ষ কোনাে সুযােগ-সুবিধা পায় না। ট্যারিফ ও ট্যাক্সের মধ্যে নিম্নোক্ত পার্থক্যগুলাে পরিলক্ষিত হয়
১. ট্যারিফ সাধারণত আমদানি-রপ্তানি পণ্যদ্রব্যের ওপর আরােপ করা হয়। কিন্তু ট্যাক্স-কোনাে ব্যক্তির আয় বা সম্পদের ওপর আরােপ করা হয়।
২. ট্যারিফ বাধ্যতামূলক নয়। প্রয়ােজনবােধে ট্যারিফ প্রদান করতে অস্বীকার করা যায়। কিন্তু ট্যাক্স বাধ্যতামূলক অর্থাৎ ট্যাক্স অস্বীকার করা যায় না।
৩. ট্যারিফের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকে। কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধা থাকে না।
৪. ট্যারিফের পরিধি ট্যাক্সের পরিধি অপেক্ষা কম। পক্ষান্তরে, ট্যাক্সের পরিধি ট্যারিফের পরিধি অপেক্ষা বেশি।
৫. ট্যাক্স ও ট্যারিফ উভয়টি সরকারি রাজস্ব আয়ের উৎস। তবে ট্যাক্স আরােপ করা হয়। দেশের অভ্যন্তরীণ বাণিজ্য, সম্পদ ও নাগরিকের আয়ের উপর। অন্যদিকে ট্যারিফ আরােপ হয় আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের উপর।