জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রথম পত্র : উদ্ভিদবিজ্ঞান

প্রশ্ন : অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমােসােম অ্যানাফেজ দশায় যে অক্ষরের মতাে দেখায়-
উত্তর : J।

প্রশ্ন : Diplontic জীবনচক্র ঘটে—
উত্তর : Fucus Sargassum এ।

প্রশ্ন : যে উদ্ভিদকে পামফার্ম বলে—
উত্তর : Cycas

প্রশ্ন : C3 চক্রের ফিকসিং এনজাইগ—
উত্তর : রুবিস্কো।

প্রশ্ন : NADH-Q রিডাক্টেজ–
উত্তর : ETC এর বাহক।

প্রশ্ন : পরাগরেণুর প্রাচীরকে বলা হয়—
উত্তর : স্পােরােডার্ম।

প্রশ্ন : বৃত্তাকার (চক্রাকার) দ্বিসূত্ৰক DNA অণু-
উত্তর : প্লাজমিড।

প্রশ্ন : মরুভূমিতে অভিযােজিত উদ্ভিদকে বলে–
উত্তর : জেরােফাইট।

প্রশ্ন : নিষেকের পর উদ্ভিদের ডিম্বাণু প্রথমে পরিণত হয়—
উত্তর : ভ্রুণে।

প্রশ্ন : উভধর্মী ফসফোলিপিড
উত্তর : লেসিথিন।

প্রশ্ন : বিজারক চিনি—
উত্তর : জাইলােজ।

দ্বিতীয় পত্র : প্রাণিবিজ্ঞান

প্রশ্ন : Chordata পর্বের প্রাণীতে ক্লিভেজের ধরণ হলাে—
উত্তর : দ্বিপার্শ্বীয় ক্লিভেজ।

প্রশ্ন : নেমাটোসিস্টের সূত্রক ও ক্যাপসুল যে ঢাকনা দিয়ে আবৃত—
উত্তর : অপারকুলাম।

প্রশ্ন : আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়—
উত্তর : গামা গ্লোবিউলিন।

প্রশ্ন : রক্তপাত মন্থর ও বন্ধ করা হয় যে উপায়ে—
উত্তর : হিমােস্টেসিস।

প্রশ্ন : মস্তিষ্কের পর্দা মেনিনজেসের প্রদাহ
উত্তর : মেনিনজাইটিস।

প্রশ্ন : রেনিন তৈরি হয়—
উত্তর : বৃক্কে ।

প্রশ্ন : নিউরােপ্লাজম, নিউরােফাইব্রিল ও নিসল দানা থাকে-
উত্তর : ডেনড্রনে।

প্রশ্ন : ওভারিয়ান ফলিকলের বৃদ্ধিতে ভূমিকা রাখে——
উত্তর : FSH।

প্রশ্ন : মাথার চুল আংশিক সাদা হওয়া—
উত্তর : হােয়াইট ফোরলক।

প্রশ্ন : মাকড়সার জাল তৈরিতে সিল্ক গ্রন্থি। থেকে যে প্রােটিন ক্ষরিত হয়—
উত্তর : স্কোরােপ্রােটিন।

প্রশ্ন : মাথার খুলির অস্থির নাম—
উত্তর : প্যারাইটাল।

প্রশ্ন : খাদ্যের সাথে আগত বিভিন্ন অণুজীব ধ্বংস করে-
উত্তর : প্রােটি ও লাইটিক এনজাইম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !