জেনেভা কনভেনশন কি এবং এর মূল উদ্দেশ্য কি?

Preparation BD
By -
0

জেনেভা কনভেনশন একটি মানবাধিকার চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ১২ আগস্ট জেনেভায় পৃথিবীর ৫৮টি দেশের মধ্যে যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণবিধির ওপর ৪টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চারটি চুক্তিই ‘জেনেভা কনভেনশন’ নামে পরিচিত।

জেনেভা কনভেনশনের মূল উদ্দেশ্য :

জেনেভা কনভেনশনের মূল উদ্দেশ্য হলাে যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের স্বার্থ সংরক্ষণ করা। এ চুক্তিতে বলা হয় যে, যুদ্ধবন্দিদের প্রতি মানবিক আচরণ করতে হবে, কোনাে তথ্য উদঘাটনের জন্য তাদের ওপর কোনাে প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন চাপিয়ে দেয়া যাবে না, বন্দি হওয়ার পরপরই তাদের বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিতে হবে ইত্যাদি মানবাধিকার শর্ত এ চুক্তিতে অন্তর্নিহিত ছিল। এতে আরাে সিদ্ধান্ত নেয়া হয় যে, আলােচনার মাধ্যমে পারস্পরিক বন্দি প্রত্যর্পণ নির্ধারিত হলে কিংবা কোনাে নিরপেক্ষ রাষ্ট্র বন্দিদের আশ্রয় দিতে সম্মত হলে বন্দিদের বন্দিদশা থেকে অব্যাহতি দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !