Line of Control কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা? | |
ভুল | ভারত ও চীন |
সঠিক | ভারত ও পাকিস্তান |
জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তান ও ভারতের মধ্যকার কৃত্রিম সীমান্তরেখাটিই Line of Control (LoC) বা ‘নিয়ন্ত্রণ রেখা’ নামে পরিচিত। এই রেখা বস্তুত দেশ দুটির সামরিকভাবে নিয়ন্ত্রিত এলাকা নির্দেশ করছে মাত্র; এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনাে বৈধ সীমান্তরেখা নয়।
পূর্বে এই ‘লাইন’-এর অপর নাম ছিল যুদ্ধবিরতি রেখা। এ রেখার দুই পাশেই রয়েছে পুরােনাে মূল জম্মু ও কাশ্মীর রাজ্য। ২ জুলাই ১৯৭২ ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘সিমলা চুক্তি’র মধ্য দিয়ে এই যুদ্ধবিরতি রেখাই নিয়ন্ত্রণ রেখা হিসেবে স্বীকৃত হয় এবং সংবাদ মাধ্যমে প্রচার শুরু হয়।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ব্রিটিশ রানি বর্তমানে কতটি দেশের রাষ্ট্রপ্রধান?
- ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কি?
- বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত বা হাইকমিশনার কে?
- সমকাল পত্রিকা প্রকাশিত হয় কবে?
- বর্তমানে দেশে সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা কতটি?
- সর্বশেষ কোন দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়?
- বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি?
- বাংলাদেশের বর্তমান স্থলবন্দর কতটি?
- নােবেল বিজয়ী মুসলিম কতজন?
LoC’র দুই দিকে উত্তেজনাকর পরিস্থিতির কারণে আন্তর্জাতিকভাবে একে এশিয়ার সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে উল্লেখ করা হয়। ভারত এ নিয়ন্ত্রণ রেখার প্রায় ৭৫০ কিলােমিটার এলাকায় কাটাতারের বেড়া দিয়ে রেখেছে। সামরিক পরিভাষায় যাকে বলা হয় Anti-Infiltration Obstacle System (AIOS)।
২০০৪ সালের ডিসেম্বরে এই কাটাতার বসানাের কাজ সমাপ্ত হয়। উল্লেখ্য, LOC’র বাইরেও ভারত-পাকিস্তানের মাঝে বিবদমান সীমান্ত রয়েছে। অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা Line of Actual Control (LAC) যা চীন নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চল থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চলকে পৃথক করে।