নােবেল বিজয়ী মুসলিম কতজন?

Preparation BD
By -
0
নােবেল বিজয়ী মুসলিম কতজন?
ভুল১২ জনসঠিক১৩ জন

নােবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি পুরস্কার। নােবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নােবেল ।

বিশ্বমানব কল্যাণে সফল ও অসাধারণ উদ্ভাবন-আবিষ্কারের মতাে মৌলিক অবদানের জন্য ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নােবেল পুরস্কার দেওয়া হয় এবং ১৯৬৯ সালে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত হয়।

প্রথম মুসলিম নােবেলজয়ীর দেখা পাওয়া যায় ১৯৭৮ সালে। মিসর আর ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এই বিভাগ থেকে আরো পড়ুন

সেই চুক্তির জন্য মিসরের প্রেসিডেন্ট আনােয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন নােবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ফলে প্রথম মুসলিম নােবেলজয়ী হন আনােয়ার সাদাত।

সেই থেকে এখন পর্যন্ত ১৩ জন মুসলিম নােবেল পুরস্কার লাভ করেন। ২০২১ সালে ১৩তম মুসলিম ব্যক্তি হিসেবে নােবেল লাভ করেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুনাহ।

নােবেলজয়ী মুসলিম ব্যক্তিত্ব
নংনামদেশ ক্ষেত্র সাল
০১আনােয়ার সাদাতমিসরশান্তি১৯৭৮
০২আবদুস সালামপাকিস্তানপদার্থ১৯৭৯
০৩নাগিব মাহফুজমিসরসাহিত্য১৯৮৮
০৪ইয়াসির আরাফাতফিলিস্তিনশান্তি১৯৯৪
০৫আহমেদ জেবাইলমিসররসায়ন১৯৯৯
০৬শিরিন এবাদিইরানশান্তি২০০৩
০৭মােহাম্মদ আল বারাদিমিসরশান্তি২০০৫
০৮ড. মুহাম্মদ ইউনূসবাংলাদেশশান্তি২০০৬
০৯ওরহান পামুকতুরস্কসাহিত্য২০০৬
১০তাওয়াক্কুল কারমানইয়েমেনশান্তি২০১১
১১মালালা ইউসুফজাঈপাকিস্তানশান্তি২০১৪
১২আজিজ স্যানকারতুরস্করসায়ন২০১৫
১৩আবদুলরাজাক গুনাহতানজানিয়াসাহিত্য২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !