সাধারণ জ্ঞান শিখুন কৌশলে : আন্তর্জাতিক বিষয়াবলী

Preparation BD
By -
0

বিভিন্ন সংস্থার অফিসিয়াল/ওয়ার্কিং ভাষা

ইউরােপীয় ইউনিয়ন (EU) এর ভাষা- ২৪ টি

ডাচ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, ডেনিশ, ইংরেজি, গ্রিক, পর্তুগিজ, স্প্যানিশ, ফিনিশ, সুইডিশ, চেক, এস্তোনিয়ান, হাঙ্গেরিয়ান, লাটভিয়ান, লিথুয়ানিয়ান, মাল্টিজ, পােলিশ, স্লোভাক, স্লোভেনিয়ান, বুলগেরিয়ান, আইরিশ, রােমানিয়ান ও ক্রোয়েশিয়ান।

বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO) এর ভাষা- ১০ টি

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানিজ, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ ও কোরিয়ান।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ভাষা – ৭ টি

ইংরেজি, ফরাসি, আরবি, চীনা, জার্মান, রুশ ও স্প্যানিশ।

জাতিসংঘ (UN) এর ভাষা – ৬ টি

চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি।

ইউরােপীয় নিরাপত্তা ও সহযােগিতা বিষয়ক সংস্থা (OSCE)

ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, রুশ ও স্প্যানিশ।

আফ্রিকান ইউনিয়ন (AU)

আরবি, ফরাসি, ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ ও সােয়াহিলি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ।

ল্যাটিন ইউনিয়ন

কাতালান, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান ও রােমানিয়ান।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ।

বিশ্ব শুল্ক সংস্থা (WCO)

ইংরেজি, ফরাসি, আরবি, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ।

আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়ন (ITU)

রুশ, চীনা, আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

পর্তুগিজ, আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

জি৭

ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান ও জাপানি।

নর্ডিক কাউন্সিল (NC)

ডেনিশ, ফিনিশ, নরওয়েজিয়ান, আইসল্যান্ডিক ও সুইডিশ।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসােসিয়েশন ফুটবল (FIFA)

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও জার্মান।

অ্যান্টার্কটিক চুক্তি সচিবালয় (ATS)

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও রুশ।

ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS)

ইংরেজি, ফরাসি, জার্মান ও স্প্যানিশ।

আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (Interpol)

আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

ক্যারিবিয়ান কমিউনিটি (CARICOM)

ইংরেজি, ফরাসি, ডাচ ও স্প্যানিশ।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS)

স্প্যানিশ, ইংরেজি, পর্তুগিজ ও ফরাসি ।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (IFJ)

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

আন্তর্জাতিক মান সংস্থা (ISO)

ইংরেজি, ফরাসি ও রুশ।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইউনিয়ন (IUCN)

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

ইসলামী সহযােগিতা সংস্থা (OIC)

আরবি, ইংরেজি ও ফরাসি।

কমেসা (COMESA)

ইংরেজি, ফরাসি ও আরবি।

ইস্ট আফ্রিকান কমিউনিটি (EAC)

ইংরেজি, ফরাসি ও সােয়াহিলি।

একই বিষয়ের দিবস ও বর্ষ

দিবস সময়বর্ষ সাল
বিশ্ব জনসংখ্যা দিবস।১১ জুলাইবিশ্ব জনসংখ্যা বর্ষ১৯৭৪
আন্তর্জাতিক আদিবাসী দিবস৯ আগস্টআন্তর্জাতিক আদিবাসী বর্ষ১৯৯৩
আন্তর্জাতিক যুব দিবস১২ আগস্টআন্তর্জাতিক যুব বর্ষ : অংশগ্রহণ, উন্নয়ন, শান্তি১৯৮৫
আন্তর্জাতিক যুব বর্ষ২০১০
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস৮ সেপ্টেম্বরআন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ১৯৯০
আন্তর্জাতিক শান্তি দিবস২১ সেপ্টেম্বরআন্তর্জাতিক শান্তি বর্ষ১৯৮৬
বিশ্ব পর্যটন দিবস২৭ সেপ্টেম্বরবিশ্ব পর্যটন বর্ষ১৯৬৭
আন্তর্জাতিক প্রবীণ দিবস১ অক্টোবরআন্তর্জাতিক প্রবীণ বর্ষ১৯৯৯
জাতিসংঘ দিবস২৪ অক্টোবরজাতিসংঘ বর্ষ১৯৮৫
সর্বজনীন শিশু দিবস২০ নভেম্বরআন্তর্জাতিক শিশু বর্ষ১৯৭৯
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস৩ ডিসেম্বরআন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ১৯৮১
বিশ্ব মৃত্তিকা দিবস৫ ডিসেম্বরআন্তর্জাতিক মাটি বা মৃত্তিকা বর্ষ২০১৫
মানবাধিকার দিবস১০ ডিসেম্বরআন্তর্জাতিক মানবাধিকার বর্ষ১৯৬৮
বিশ্ব পর্বত দিবস১১ ডিসেম্বরআন্তর্জাতিক পর্বত বর্ষ২০০২

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !