প্রাইমারি সহকারী শিক্ষক ভাইভা প্রস্তুতির জন্য দশটি নমুনা ভাইভা

Preparation BD
By -
0

প্রাইমারি সহকারী শিক্ষক ভাইভা প্রস্তুতির জন্য ১০টি নমুনা ভাইভা নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি

মৌখিক পরীক্ষার জন্য মনােনীত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলােডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্র, জাতীয় পরিচয় পত্র এবং শিক্ষাগত যােগ্যতার সনদসহ পােষ্য সনদ (প্রযােজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ২৩ মে, ২০২২ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়ােজনীয় কাগজপত্রের ফটোকপি (সত্যায়িত) জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূলকপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ ২৩ মে, ২০২২ তারিখের মধ্যে উপরে উল্লিখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানাে হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এ প্রকাশ করা হবে।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০১

প্রার্থীআসসালামু আলাইকুম; স্যার, আসতে পারি?
১ম পরীক্ষকওয়ালাইকুমুস সালাম । আসুন, (একটু থেমে) আপনি কোন বিষয়ে পড়াশুনা করছেন?
প্রার্থীআমি বরিশাল বি. এল. কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি।
২য় পরীক্ষক‘আমি বরিশাল বি. এল. কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি’ বাক্যটি ইংরেজিতে বলুন।
প্রার্থীI have graduated in Management from Barishal B. L. College.
১ম পরীক্ষকআচ্ছা বলুনতাে ১ কেজি পেয়াজের দাম ৮০ টাকা কেজি হলে ৩০০ গ্রামের দাম কত?
প্রার্থী২৪ টাকা।
১ম পরীক্ষকবাংলার প্রথম স্বাধীন নৃপতি কে ছিলেন?
প্রার্থীরাজা শশাঙ্ক।
৩য় পরীক্ষকআচ্ছা বলুনতাে বাংলায় বংশানুক্রমিক শাসন পরিচলনা করে কারা?
প্রার্থীপালরা।
৩য় পরীক্ষকবেগম রােকেয়া কে ছিলেন? তার ১টি উপন্যাস ও ১টি প্রবন্ধের নাম বলুন।
প্রার্থীবেগম রােকেয়া ছিলেন নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত। তার বিখ্যাত উপন্যাস – পদ্মরাগ ও উল্লেখযােগ্য প্রবন্ধ মতিচূর।
১ম পরীক্ষকএকনেক (ECNEC) কী?
প্রার্থীএকনেক হলাে বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমােদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম।
৩য় পরীক্ষকবলুন তাে, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল?
প্রার্থী৩৪ জন।
২য় পরীক্ষকবাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং সংস্থাটির কততম সদস্য?
প্রার্থী১৯৭৪ সালে, ১৩৬তম সদস্য।
১ম পরীক্ষকহ্যামলেট কার লেখা?
প্রার্থীউইলিয়াম শেক্সপিয়রের।
২য় পরীক্ষকবাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে।
প্রার্থীদুঃখিত, স্যার এ প্রশ্নের উত্তর জানা নেই। (সঠিক উত্তর চারটি)
২য় পরীক্ষকআগরতলা ষড়যন্ত্রমামলার আসামী কতজন ছিলাে?
প্রার্থী৩৫ জন, স্যার।
১ম পরীক্ষকআপনি কি রবীন্দ্র সঙ্গীত জানেন? জানলে গেয়ে শুনান।
প্রার্থী“আজি বাংলাদেশের হৃদয় হতে —“
১ম পরীক্ষকপ্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োেগ পেতে আপনি কতখানি আন্তরিক
প্রার্থীস্যার, আমি পুরােপুরি আন্তরিক।
১ম পরীক্ষকঠিক আছে, আপনি আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০২

প্রার্থীআসসালামু আলাইকুম।
প্রশ্নকর্তাওয়াআলাইকুম আসসালাম। কেমন আছেন?
প্রার্থীভালাে আছি স্যার।
প্রশ্নকর্তাআপনার নাম নজরুল ইসলাম। তাে বলুনতাে আপনার নামে মুজিবনগর সরকারের একজন বলিষ্ঠ নেতা ছিলেন। তিনি কে?
প্রার্থীসৈয়দ নজরুল ইসলাম। তিনি ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি।
প্রশ্নকর্তাআপনি কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন?
প্রার্থীEconomics.
প্রশ্নকর্তাEconomics এর জনক কে?
প্রার্থীঅ্যাডাম স্মিথ।
প্রশ্নকর্তাবলুনতাে বাংলাদেশের স্বাধীনতা ঘােষণাপত্র কবে জারি হয়?
প্রার্থী১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্নকর্তাসিমের (SIM) পূর্ণরূপ কি?
প্রার্থীSubscriber identity module.
প্রশ্নকর্তা২টা English newspaper নাম বলেন?
প্রার্থীThe Daily Star, The Daily Sun
প্রশ্নকর্তাবলুনতাে কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তন করেন কে?
প্রার্থীফ্রেডরিক ফ্রোয়েবল।
প্রশ্নকর্তাআপনি কেন প্রাইমারি শিক্ষকতায় আসতে চান?
প্রার্থীশিক্ষকতা পেশা আমাকে তীব্রভাবে আকর্ষণ করে। আমি একজন আর্দশ শিক্ষক হওয়ার জন্য নিজেকে তৈরি করেছি। তাই আমি প্রাইমারি শিক্ষক হবার জন্য আবেদন করেছি।
প্রশ্নকর্তাVery Good, আপনি আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ স্যার।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০৩

প্রার্থীআসসালামুআলাইকুম, ভিতরে আসতে পারি স্যার?
প্রশ্নকর্তাওয়ালাইকুমুস সালাম, আসুন।
প্রার্থীস্যার, বসতে পারি?
প্রশ্নকর্তাঅবশ্যই, বসুন।
প্রশ্নকর্তাআপনার নাম কী? সার্টিফিকেটগুলাে দিন।
প্রশ্নকর্তাআপনি কোথায় থেকে স্নাতক সম্পন্ন করেছেন?
প্রার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়।
প্রশ্নকর্তাআপনি কোন বিষয়ে পড়েছেন?
প্রার্থীউদ্ভিদ বিজ্ঞান।
প্রশ্নকর্তাউদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
প্রার্থীথিওফ্রাস্টাস
প্রশ্নকর্তাউদ্ভিদের যে প্রাণ আছে তা কে আবিষ্কার করেন?
প্রার্থীস্যার জগদীশ চন্দ্র বসু।
প্রশ্নকর্তাসালােকসংশ্লেষণ কাকে বলে?
প্রার্থীযে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালােকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডে (CO2) ও মূল দ্বারা শােষিত পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন-ডাই-অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালােকসংশ্লেষণ বলে।
প্রশ্নকর্তাবাংলায় মােট কতটি বর্ণমালা আছে?
প্রার্থীমােট ৫০টি।
প্রশ্নকর্তাফ্যানগুলাে ঘুরিতেছে এর ইংরেজি বলুন।
প্রার্থীThe fans are moving.
প্রশ্নকর্তাছােট বেলায় পড়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি কবিতার নাম বলুন?
প্রার্থীতালগাছ
প্রশ্নকর্তা(a + b)2 এর সূত্র বলুন।
প্রার্থী(a + b)2 = a2 + 2ab + b2
প্রশ্নকর্তাধন্যবাদ আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ, আসসালামুআলাইকুম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০৪

প্রার্থীআসসালামুআলাইকুম। ভিতরে আসতে পারি স্যার?
প্রশ্নকর্তাওয়ালাইকুমুস সালাম। আসুন, বসুন। আপনার নাম কী?
প্রার্থীরাবেয়া খাতুন।
প্রশ্নকর্তাআপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?
প্রার্থীআমি ইতিহাসে অনার্স ডিগ্রি অর্জন করেছি।
প্রশ্নকর্তাবলুন তাে, সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
প্রার্থীসিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে অবস্থিত হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীকে কেন্দ্র করে।
প্রশ্নকর্তাবঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন?
প্রার্থী১৯২০ সালের ১৭ই মার্চ।
প্রশ্নকর্তা১৭ই মার্চ বাংলাদেশে কোন দিবস হিসেবে পালিত হয়?
প্রার্থীজাতীয় শিশু দিবস।
প্রশ্নকর্তাNAPE এর পূর্ণরূপ বলুন।
প্রার্থীSorry (National Academy for Primary Education.)
প্রশ্নকর্তাভানুসিংহ কার ছদ্মনাম?
প্রার্থীরবীন্দ্রনাথ ঠাকুরের।
প্রশ্নকর্তাবাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
প্রার্থীমােট আটটি (ক, খ, গ, ণ, ধ, প, শ, থ)।
প্রশ্নকর্তাআচ্ছা বলুন তাে, বর্তমান বিশ্বের স্বাধীন রাষ্ট্র কতটি?
প্রার্থী১৯৫টি
প্রশ্নকর্তাটেবিলের উপর ২টি বােতল আছে-ইংরেজিতে বলুন।
প্রার্থীThere are two bottles on the table.
প্রশ্নকর্তাআপনাকে ধন্যবাদ, আপনি আসুন।
প্রার্থীআপনাদের সকলকে ধন্যবাদ স্যার, আসসালামুআলাইকুম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০৫

প্রার্থীস্যার আসতে পারি?
প্রশ্নকর্তাআসুন, আপনার নাম কী?
প্রার্থীমাে. কামরুল হাসান।
প্রশ্নকর্তাআপনার পিতার নাম কী?
প্রার্থীজনাব মাে. কবিরুল ইসলাম।
প্রশ্নকর্তাআপনার বাড়ি কোন উপজেলায়?
প্রার্থীকাহালু উপজেলা (বগুড়া)।
প্রশ্নকর্তাআপনি কোথায় থেকে স্নাতক সম্পন্ন করেছেন?
প্রার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রশ্নকর্তাআপনার বিষয় কী ছিল?
প্রার্থীবাংলা
প্রশ্নকর্তাআচ্ছা আপনি বলুন তাে কাজী নজরুল ইসলামের একটি নিষিদ্ধ কবিতার নাম।
প্রার্থীআনন্দময়ীর আগমনে।
প্রশ্নকর্তাপৌরসভা কোন সমাস?
প্রার্থীSorry. (ষষ্ঠী তৎপুরুষ)।
প্রশ্নকর্তাছােট ছেলে মেয়েদের motive করা যায় এমন একটি ছড়ার নাম বলুন।
প্রার্থীআমরা সবাই রাজা এই রাজার রাজত্বে।
প্রশ্নকর্তাa = 3 এবং b =2 হয়, তবে (a + b)2 মান কত?
প্রার্থী25
প্রশ্নকর্তাVery good. আপনি আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ স্যার, আসসালামুআলাইকুম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০৬

প্রার্থীভিতরে আসতে পারি, স্যার? আসসালামুআলাইকুম।
প্রশ্নকর্তাআসুন। ওয়ালাইকুমুস সালাম।
প্রশ্নকর্তাআপনার নাম কী?
প্রার্থীমাে. রবিউল ইসলাম।
প্রশ্নকর্তাআপনার পিতার নাম কী?
প্রার্থীজনাব আমিনুল ইসলাম।
প্রশ্নকর্তাআপনি কোথায় থেকে স্নাতক সম্পন্ন করেছেন?
প্রার্থীজাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।
প্রশ্নকর্তাআপনি কোন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন?
প্রার্থীহিসাববিজ্ঞান।
প্রশ্নকর্তা১০০ টাকায় ২ বছরে ৫% চক্রবৃদ্ধিতে মুনাফা কত হবে বলুন?
প্রার্থীSorry (সঠিক উত্তর : ১০.২৫ টাকা)
প্রশ্নকর্তাPPP এর পূর্ণরূপ বলুন।
প্রার্থীPublic-Private Partnership
প্রশ্নকর্তাএই রুমে অনেক লােক আছে-ইংরেজিতে অনুবাদ করুন।
প্রার্থীThere are many people in this room.
প্রশ্নকর্তাপদ কাকে বলে? এক কথায় বলুন।
প্রার্থীবাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে। (যখন কোনাে শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে বসার উপযুক্ত হয় তখন তাকে পদ বলে।)।
প্রশ্নকর্তাসর্বনামের কয়েকটি উদাহরণ বলুন।
প্রার্থীস্বয়ং, নিজ, খােদ ইত্যাদি।
প্রশ্নকর্তাVery good; আপনি আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ, আসসালামুআলাইকুম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০৭

প্রশ্নকর্তাবসুন; আপনার নাম কী?
প্রার্থীমাে. আব্দুল মজিদ।
প্রশ্নকর্তাআপনার পিতার নাম কী?
প্রার্থীমৃত আহম্মদ আলী আকন্দ।
প্রশ্নকর্তামাস্টার্স কোথায় করেছেন?
প্রার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রশ্নকর্তাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
প্রার্থী১৯৬১ সালে।
প্রশ্নকর্তাবর্তমানে মােট কতটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে?
প্রার্থীমােট ৫টি।
প্রশ্নকর্তামহাস্থানগড় কোথায় অবস্থিত?
প্রার্থীবগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
প্রশ্নকর্তাবলুনতাে, সুবর্ণ জয়ন্তী কত বছর পর পালন করা হয়?
প্রার্থী৫০ বছর।
প্রশ্নকর্তাSAARC এর পূর্ণরূপ কী?
প্রার্থীSouth Asian Association for Regional Co-operation.
প্রশ্নকর্তামেয়েটি দেখতে তার মায়ের মতাে- ইংরেজিতে বলুন।
প্রার্থীThe girl takes after her mother.
প্রশ্নকর্তাবাংলা স্বরবর্ণ কতটি?
প্রার্থী১১টি।
প্রশ্নকর্তাআপনি এখন কী করেন?
প্রার্থীবর্তমানে আমি চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছি।
প্রশ্নকর্তাআপনার পরিবারে সদস্য সংখ্যা কতজন?
প্রার্থীমােট ৫ জন।
প্রশ্নকর্তাআপনি কী পরিবারের বড় সন্তান?
প্রার্থীজ্বী স্যার, আমি পরিবারের বড় সন্তান।
প্রশ্নকর্তাধন্যবাদ, আপনি আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ; আসসালামুআলাইকুম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০৮

প্রশ্নকর্তাআপনার নাম কী?
প্রার্থীমােছা, শারমিন আখতার।
প্রশ্নকর্তাআপনি কোন বিষয়ে অনার্স করেছেন?
প্রার্থীআমি অনার্স করেছি প্রাণিবিদ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
প্রশ্নকর্তামাছ উৎপাদনে বাংলাদেশ কততম?
প্রার্থীমাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম, তবে সাধু পানির মাছ উৎপাদনে ৩য়।
প্রশ্নকর্তাবাংলাদেশ ইলিশ মাছ উৎপাদনে কত তম?
প্রার্থীপ্রথম
প্রশ্নকর্তাবাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে?
প্রার্থী১৯৭১ সালের ২৬ মার্চ।
প্রশ্নকর্তাবঙ্গবন্ধু না থাকলে কি স্বাধীনতা সম্ভব ছিল?
প্রার্থীআমি বললাম অসম্ভব। এরপর বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত বললাম। লক্ষ করলাম ভাইবা বাের্ড আমার উত্তরে সন্তুষ্ট।
প্রশ্নকর্তাসমাজে আলালের ঘরে দুলালের অভাব নাই— ইংরেজি অনুবাদ করুন।
প্রার্থীSorry স্যার। (There is no scarcity of the spoil child of a rich parent in the society.)
প্রশ্নকর্তাদুদক এর চেয়ারম্যানের নাম কী?
প্রার্থীইকবাল মাহমুদ (তৎকালীন)।
প্রশ্নকর্তাধন্যবাদ, আপনি আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ, সালাম দিয়ে ভাইবা বাের্ড থেকে বের হয়ে আসলাম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ০৯

প্রশ্নকর্তাবসুন, আপনার নাম কী?
প্রার্থীলাভলু হাসান ফারুক
প্রশ্নকর্তাআপনি কোথায় থেকে মাস্টার্স করেছেন?
প্রার্থীজাতীয় বিশ্ববিদ্যালয়।
প্রশ্নকর্তাশাপলা ফুলের ইংরেজি নাম বলুন।
প্রার্থীWater lily
প্রশ্নকর্তাস্বরবর্ণ কতটি?
প্রার্থীস্বরবর্ণ মােট ১১টি।
প্রশ্নকর্তামাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?
প্রার্থীSorry (১০টি)।
প্রশ্নকর্তাজ্যামিতি কাহাকে বলে?
প্রার্থীগণিত শাস্ত্রের যে শাখায় ভূমি বা স্থানের পরিমাণ সম্পর্কে আলােচনা করা হয় তাকে জ্যামিতি বলে।
প্রশ্নকর্তাবিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা বলুন।
প্রার্থীযে ত্রিভুজের বাহুগুলাে পরস্পর সমান থাকে তাকে বিষমবাহু ত্রিভূজ বলে।
প্রশ্নকর্তামুষলধারে বৃষ্টি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন।
প্রার্থীIt is raining cats and dogs.
প্রশ্নকর্তাThank you, আপনি আসতে পারেন।
প্রার্থীধন্যবাদ, সালাম দিয়ে ভাইবা বাের্ড হতে বের হয়ে আসলাম।

প্রাইমারি সহকারী শিক্ষক নমুনা ভাইভা – ১০

প্রার্থীআসসালামুআলাইকুম। আসতে পারি স্যার?
প্রশ্নকর্তাআসুন, বসুন। আপনার নাম কী?
প্রার্থীতহুরা আকতার জাহান।
প্রশ্নকর্তাবলুন তাে বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
প্রার্থী১৯৯২ সালের ১ জানুয়ারি।
প্রশ্নকর্তাবাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
প্রার্থীজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নকর্তাকোন দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দান করেন?
প্রার্থী১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করেন।
প্রশ্নকর্তাবাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
প্রার্থীSorry স্যার (কচুবাড়ি-কৃষ্ঠপুর, ঠাকুরগাঁও জেলার সালান্দ ইউনিয়নের একটি গ্রাম।)
প্রশ্নকর্তাবাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
প্রার্থী৩-৫ বছর।
প্রশ্নকর্তারম্বসের ক্ষেত্রফলের সূত্র বলুন।
প্রার্থীরম্বসের ক্ষেত্রফল =1/2 x কর্ণদ্বয়ের গুণফল
প্রশ্নকর্তাUNESCO এর সদর দপ্তর কোথায়?
প্রার্থীফ্রান্সের প্যারিসে।
প্রশ্নকর্তাএখন দশটা বাজতে ৬ মিনিট বাকি – ইংরেজিতে অনুবাদ করুন।
প্রার্থীIt is six to ten.
প্রশ্নকর্তাধন্যবাদ, আপনি এখন আসুন।
প্রার্থীধন্যবাদ, স্যার। আসসালামুআলাইকুম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !