২৯ মার্চ ২০২২ শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ সেপ্টেম্বর ২০১৩ ‘ফোর্সেস গােল ২০৩০’-এর আলােকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ৯৯ কম্পােজিট ব্রিগেড প্রতিষ্ঠা করা হয় ।
মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পােজিট ব্রিগেড হিসেবে গড়ে তােলা হয় এ সেনানিবাস।
পদ্মার তীরের ২৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে। সেনাবাহিনীর সদস্যদের জন্য সকল প্রকার প্রশিক্ষণ এবং প্রশাসনিক সুবিধা তৈরি করা হয়েছে শেখ রাসেল সেনানিবাসে।
এ সেনানিবাস নিয়ে বঙ্গবন্ধুর পরিবারের তিনজনের নামে তিনটি সেনানিবাস নামকরণ করা হলাে। অন্য দুটি–
- শেখ হাসিনা সেনানিবাস, লেবুখালী, পটুয়াখালী (৮ ফেব্রুয়ারি ২০১৮) এবং
- বঙ্গবন্ধু সেনানিবাস, ভূঞাপুর, টাঙ্গাইল (২৯ জানুয়ারি ২০১৫)।