প্রাইমারি ভাইভা প্রস্তুতি ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। ৩ জুন ২০২২ তৃতীয় ধাপের পরীক্ষার মাধ্যমে শেষ হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ােগ লিখিত পরীক্ষা। পরবর্তী ধাপ ভাইভাতে ভালাে করতে আমাদের আজকের বিশেষ আয়ােজন প্রাথমিক মডেল ভাইভা। [ভাইভা মার্ক : ২০]
প্রাইমারি ভাইভা প্রস্তুতি ২০২২ ও প্রাথমিক মডেল ভাইভা
প্রার্থী | আসসালামু আলাইকুম। আসতে পারি, স্যার? |
পরীক্ষক | ওয়ালাইকুম আসসালাম, আসুন। |
প্রার্থী | ধন্যবাদ, স্যার। |
পরীক্ষক | বসুন, আপনার নাম কী? |
প্রার্থী | মাে: জয়নুল আবেদিন। |
পরীক্ষক | এ নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন এবং তিনি কবে ও কোথায় জন্মগ্রহণ করেন? |
প্রার্থী | শিল্পাচার্য জয়নুল আবেদিন, তিনি ২৯ ডিসেম্বর ১৯১৪ কিশােরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। |
পরীক্ষক | আচ্ছা বলুনতাে শিক্ষা কী? |
প্রার্থী | সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। |
পরীক্ষক | প্রান্তিক যােগ্যতা কী? |
প্রার্থী | প্রাথমিক স্তরে শিক্ষালাভ শেষে একটি শিশুর যতটুকু আচরণিক পরিবর্তন হবে, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবােধের বিকাশ ঘটবে, তাই হচ্ছে ঐ স্তরে অর্জন উপযােগী যােগ্যতা বা প্রান্তিক যােগ্যতা। |
পরীক্ষক | DIT’র পূর্ণরূপ কী? |
প্রার্থী | DIT’র পূর্ণরূপ Dhaka Improvement Trust. |
পরীক্ষক | সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? |
প্রার্থী | ১৭নং অনুচ্ছেদে। |
পরীক্ষক | কবে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগকে পৃথক মন্ত্রণালয়ে রূপান্তরিত করা হয়? |
প্রার্থী | ২ জানুয়ারি ২০০৩। |
পরীক্ষক | প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে কোন সংস্থা? |
প্রার্থী | জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE)। |
পরীক্ষক | প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের বর্তমান নাম কী? |
প্রার্থী | ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (DPEd)। |
পরীক্ষক | কৃষ্ণ সাগরের তীরবর্তী ৫টি দেশের নাম বলুন। |
প্রার্থী | তুরস্ক, বুলগেরিয়া, রাশিয়া, জর্জিয়া ও ইউক্রেন। |
পরীক্ষক | রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এবং এটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? |
প্রার্থী | রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘কবি কাহিনী। এটি ১৮৭৮ সালে ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। |
পরীক্ষক | উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রকল্প কবে চালু হয়? |
প্রার্থী | ১ আগস্ট ২০০২। |
পরীক্ষক | মুদ্রাস্ফীতি কী? |
প্রার্থী | অর্থের মূল্য যখন ক্রমাগত কমে আসে এবং সার্বিক দ্রব্যের মূল্য ক্রমাগত বেড়ে যায় তখন এটিকে মুদ্রাস্ফীতি বলে। |
পরীক্ষক | কে, কবে এবং কোথায় ছয় দফা দাবি পেশ করেন? |
প্রার্থী | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহােরে বিরােধী দলগুলাের কনভেনশনের নির্বাচনী কমিটিতে ছয় দফা দাবি পেশ করেন। |
পরীক্ষক | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কবে, কতটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন? |
প্রার্থী | ১৯৭৩ সালে; ৩৬,১৬৫টি। |
পরীক্ষক | কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে? |
প্রার্থী | ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে। |
পরীক্ষক | মুক্তিযুদ্ধে একমাত্র নৌ সেক্টর ছিল কোনটি? |
প্রার্থী | ১০নং সেক্টর। |
পরীক্ষক | Nomencalture শব্দটির বাংলা অর্থ কী? |
প্রার্থী | পরিভাষা বা নামকরণ পদ্ধতি। |
পরীক্ষক | বাংলাদেশের কোন অঞ্চল বরেন্দ্রভূমি নামে পরিচিত? |
প্রার্থী | বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল (রাজশাহী বিভাগ) বরেন্দ্রভূমি নামে পরিচিত। |
পরীক্ষক | জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? |
প্রার্থী | ২০১১ সালে। |
পরীক্ষক | প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কী? |
প্রার্থী | মাে: জাকির হােসেন। |
পরীক্ষক | বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভিশন ও মিশন কী? |
প্রার্থী | ভিশন-মানসম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা। মিশন প্রাথমিক শিক্ষার সুযােগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণ। |
পরীক্ষক | বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কয়টি? |
প্রার্থী | ৬৫,৫৬৬টি। তথ্যসূত্র : বার্ষিক প্রতিবেদন ২০২০-২০২১ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। |
পরীক্ষক | CRVS’র পূর্ণরূপ কী? |
প্রার্থী | Civil Registration and Vital Statistics. |
পরীক্ষক | প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরাে কবে প্রতিষ্ঠা করা হয়? |
প্রার্থী | ১৪ এপ্রিল ২০০৫। |
পরীক্ষক | ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। |
প্রার্থী | ধন্যবাদ স্যার, আস্সালামু আলাইকুম। |