মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

Preparation BD
By -
0

মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ শীর্ষ সম্মেলন, বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, আন্তর্জাতিক অর্থনৈতিক শীর্ষ সম্মেলন, ESCAP বৈঠক, Create The World Without Disease, কলকাতায় বঙ্গবন্ধু, মারমা তইংরাংস্বা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

১ মেমহান মে দিবস প্রতিপাদ্য— শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা।
১ মেবিশ্ব হাসি দিবস (মে মাসের প্রথম রবিবার)। প্রতিপাদ্য— হাসি স্বাস্থ্য ঠিক রাখে।
২ মেবিশ্ব টুনা দিবস।
৩ মেবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিপাদ্য ডিজিটাল শৃঙ্খলে সংবাদমাধ্যম।
৪ মেআন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস।
৫ মেআন্তর্জাতিক মিডওয়াইফারি বা ধাত্রী দিবস।
৫ মেবিশ্ব পর্তুগিজ ভাষা দিবস।
৫ মেবিশ্ব অ্যাজমা দিবস।
৫ মেইউরােপ দিবস।
৭ মেবিশ্ব অ্যাথলেটিকস দিবস। প্রতিপাদ্য- শিশুদের মধ্যে খেলাধুলার আবেদন ছড়িয়ে দিতে হবে, খেলাধুলায় তাদের আগ্রহী করে গড়ে তােলাও দরকার।
৭ মে‘Vesak’, the Day of the Full Moon 

 

৮ মেবিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতিপাদ্য- থ্যালাসেমিয়া : নিজে জানি, যত্নবান হই, অপরকে সচেতন করি।
৮ মেবিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। প্রতিপাদ্য—Be Human Kind
৮ মেবিশ্ব মা দিবস (মে মাসের দ্বিতীয় রবিবার)।
১০ মেInternational Day of Argania 
১২ মেআন্তর্জাতিক নার্স দিবস। প্রতিপাদ্য- স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়ােগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।
১২ মেআন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। 
১৪ মেবিশ্ব পরিযায়ী পাখি দিবস (মে মাসের দ্বিতীয় শনিবার)। প্রতিপাদ্য- রাতে পাখিদের জন্য আলাে ম্লান করাে। 
৫১ মেআন্তর্জাতিক পরিবার দিবস। প্রতিপাদ্য- পরিবার ও নগরায়ন।
১৬ মেফারাক্কা লং মার্চ দিবস বা ঐতিহাসিক ফারাক্কা দিবস। 
১৬ মেশান্তিতে একত্রে থাকার আন্তর্জাতিক দিবস।

 

১৬ মেআন্তর্জাতিক আলােক দিবস। 
১৭ মেবিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। প্রতিপাদ্য- সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘায়ু হােন।
১৭ মেবিশ্ব টেলিযােগাযােগ ও তথ্য সংঘ দিবস। প্রতিপাদ্য বয়ােজ্যেষ্ঠ ব্যক্তি এবং স্বাস্থ্যসম্মত বার্ধক্যের জন্য ডিজিটাল প্রযুক্তি।
১৮ মেআন্তর্জাতিক জাদুঘর দিবস। প্রতিপাদ্য- জাদুঘরের ক্ষমতা।
১৮ মেবিশ্ব এইডস ভ্যাকসিন দিবস।
২০ মেবিশ্ব পরিমাপ দিবস। প্রতিপাদ্য- ডিজিটাল যুগে পরিমাপ।
২০ মেবিশ্ব মৌমাছি দিবস।
২১ মেআন্তর্জাতিক চা দিবস।
২১ মেবিশ্ব প্রবেশগম্যতা সচেতনতা দিবস।
২১ মেবিশ্ব মেডিটেশন দিবস। প্রতিপাদ্য— ভালাে মানুষ ভালাে দেশ স্বর্গভূমি বাংলাদেশ।

 

২১ মেবিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস।
২২ মেআন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। প্রতিপাদ্য- সবার জন্য সুন্দর আগামীর নির্মাণ।
২৩ মেবিশ্ব কচ্ছপ দিবস।
২৩ মেআন্তর্জাতিক ফিস্টুলা দিবস।
২৫ মেবিশ্ব থাইরয়েড দিবস।
২৮ মেবিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।
২৯ মেআন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
৩১ মেবিশ্ব তামাকমুক্ত দিবস।

 

সপ্তাহ

৬-১২ মে : বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ।
১৯-২৬ মে : নৌ নিরাপত্তা সপ্তাহ। প্রতিপাদ্য- প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান নৌ-নিরাপত্তায় রাখবে অবদান।

সম্মেলন-বৈঠক

যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ শীর্ষ সম্মেলন

সময়কাল : ১২-১৩ মে ২০২২।
স্থান : ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলন

আয়ােজন : ৭৫তম।
সময়কাল : ২২-২৮ মে ২০২২।
স্থান : জেনেভা, সুইজারল্যান্ড।

আন্তর্জাতিক অর্থনৈতিক শীর্ষ সম্মেলন

আয়ােজন : ১৩তম।
সময়কাল : ১৯-২১ মে ২০২২।
স্থান : কাজান সিটি, তাতারস্তান, রাশিয়া।

ESCAP বৈঠক

আয়ােজন : ৭৮তম।
সময়কাল : ২৩-২৭ মে ২০২২।
স্থান : ব্যাংকক, থাইল্যান্ড।

সাহিত্য-সংস্কৃতি

Create The World Without Disease :

প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী ডা. মনির হােসেন খানের লেখা গ্রন্থ। গ্রন্থটিতে মানবদেহের অলৌকিক পদ্ধতি সম্পর্কে লেখা হয়েছে।

কলকাতায় বঙ্গবন্ধু :

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতার জীবন পর্দায় তুলে আনার তথ্যচিত্র। নির্মাতা ভারতের। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘােষ।

মারমা তইংরাংস্বা :

মারমা ভাষার প্রথম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক গ্রন্থ। গ্রন্থটির লেখক নুথােয়াই মারমা বারাঙ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !