Current Affairs June 2022 || কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২২ [প্রশ্নোত্তর] নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিয়োগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। ইনশাল্লাহ!
Current Affairs June 2022 || কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২২ [প্রশ্নোত্তর]
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু।
প্রশ্ন : পদ্মা সেতু উদ্বোধন করা হবে কবে?
উত্তর : ২৫ জুন ২০২২।
প্রশ্ন : ১৫-২১ জুন ২০২২ কততম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে?
উত্তর : ষষ্ঠ।
প্রশ্ন : ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের নির্মাতা কে?
উত্তর : গৌতম ঘােষ (ভারত)।
প্রশ্ন : ২০২২ সালের বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
উত্তর : অধ্যাপক সিদ্দিকা মাহমুদা।
প্রশ্ন : বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক কে?
উত্তর : জিন লুইস (আয়ারল্যান্ড)।
প্রশ্ন : UNDP-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড চালু করা হবে কবে?
উত্তর : ২০২৩ সালে।
প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি?
উত্তর : ৯টি।
প্রশ্ন : শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত?
উত্তর : সিলেট।
প্রশ্ন : ‘বাঘাশাহী’ কী?
উত্তর : নতুন জাতের আম। উৎপত্তিস্থল রাজশাহীর বাঘা উপজেলার বলিহার গ্রামে।
প্রশ্ন : বাংলাদেশ কোন সংস্থার Sectoral Dialogue Partner হতে চায়?
উত্তর : আসিয়ান।
প্রশ্ন : ২০২২ সালে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তর : তৃতীয়।
প্রশ্ন : TTE’র পূর্ণরূপ কী?
উত্তর : Travelling Ticket Examiner।
প্রশ্ন : বাংলাদেশে তৈরি হেপাটাইটিস-বি ভাইরাসের ওষুধের নাম কী?
উত্তর : ন্যাসভ্যাক।
দারিদ্র্যের মানচিত্র
প্রশ্ন : দারিদ্র্যের হারে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : কুড়িগ্রাম (৭০.৮%)।
প্রশ্ন : দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি?
উত্তর : নারায়ণগঞ্জ (২.৬%)।
প্রশ্ন : দারিদ্র্যের হারে শীর্ষ উপজেলা কোনটি?
উত্তর : চর রাজিবপুর, কুড়িগ্রাম (৭৯.৮%)।
প্রশ্ন : দারিদ্র্যের হারে সর্বনিম্ন থানা কোনটি?
উত্তর : গুলশান, ঢাকা (০.৪%)।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : ২৫ মে ২০২২ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আন্দো।
প্রশ্ন : ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (IPEF) যাত্রা শুরু হয় কবে?
উত্তর : ২৩ মে ২০২২।
প্রশ্ন : কতটি দেশ নিয়ে IPEF’র যাত্রা শুরু হয়?
উত্তর : ১৩টি । যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম কী?
উত্তর : Sky Bridge721 (চেক প্রজাতন্ত্র)।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর নাম কী?
উত্তর : বাক লং সেতু (ভিয়েতনাম)।
প্রশ্ন : সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : শেখ মােহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
প্রশ্ন : ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ওরফে বংবং।
প্রশ্ন : হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর : কাতালিন নােভাক, দায়িত্ব গ্রহণ ১০ মে ২০২২।
প্রশ্ন : অ্যাপলের গান শােনার যন্ত্র iPod যুগের অবসান ঘটে কবে?
উত্তর : ১০ মে ২০২২ (সূচনা হয় ২৩ অক্টোবর ২০০১)।
প্রশ্ন : Monkeypox কোন ধরনের রােগ?
উত্তর : ভাইরাসজনিত।
প্রশ্ন : বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : Starlink।
প্রশ্ন : RAO Nordic কী?
উত্তর : রুশ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।
প্রশ্ন :UNCTAD’র সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের কতটি দেশের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বা তথ্যের গােপনীয়তা সম্পর্কে দেশীয় আইন রয়েছে?
উত্তর : ১৩৭টি।
প্রশ্ন : মূল্যস্ফীতিকে বলা হয়—
উত্তর : অর্থনীতির নীরব ঘাতক।
প্রশ্ন : বর্তমান শ্রীলংকার অর্থমন্ত্রী কে?
উত্তর : প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
প্রশ্ন : ২০২২ সালের International Prize for Arabic Fiction (IPAF) লাভ করেন কে?
উত্তর : মােহাম্মদ আলনাস (লিবিয়া)।
রিপাের্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০২১ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : জাপান।
প্রশ্ন : ২০২১ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : শাদ।
প্রশ্ন : ২০২১ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১০০তম।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী কে?
উত্তর : সুরাে কৃষ্ণ চাকমা।
প্রশ্ন : মেরিলিবােন ক্রিকেট ক্লাবের (MCC) পরবর্তী সভাপতি কে?
উত্তর : স্টিফেন ফ্রাই।
প্রশ্ন : টেস্টে ষষ্ঠ উইকেটে বিশ্বের সর্বোচ্চ জুটি কোনটি?
উত্তর : মুশফিক-লিটন (বাংলাদেশ); ২৫৩ রান।