ইউক্রেনে রুশ অভিযানের প্রথম ১০০ দিনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে ৯ হাজার ৮০০ কোটি ডলার আয় করেছে মস্কো। গত ১৩ জুন ২০২২ ফিনল্যান্ডভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সিআরইএর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম ১০০ দিনে রাশিয়ার কাছ থেকে ইউরােপীয় ইউনিয়ন (ইইউ) যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে, তা মস্কোর মােট রপ্তানির ৬১ শতাংশ। এর মূল্য প্রায় ৬,০০০ কোটি মার্কিন ডলার।
- রাশিয়ার জ্বালানির শীর্ষ আমদানিকারক দেশ চীন। দেশটি ১৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে।
- দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। দেশটি রাশিয়ার কাছ থেকে ১২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের জ্বালানি কিনেছে।
- ইতালি কিনেছে ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের জীবাশ্ম জ্বালানি।
- তুরস্ক ৭ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি আমদানি করেছে।
- পােল্যান্ড আমদানি করেছে ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের জীবাশ্ম জ্বালানি।
- ফ্রান্স আমদানি করেছে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি।
- প্রসঙ্গত, জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়া যে আয় করেছে, তার বেশির ভাগই এসেছে অপরিশােধিত তেল রপ্তানি করে। এর মধ্য দিয়ে ৪ হাজার ৮২ কোটি মার্কিন ডলার আয় করেছে দেশটি।