কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী গুস্তাভাে পেত্রো

Preparation BD
By -
0

কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী রােডলফো হার্নান্ডেজকে হারিয়েছেন বামপন্থী সাবেক গেরিলা নেতা গুস্তাভাে পেত্রো। ১৯ জুন ২০২২ প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভােটের ঘােষিত ফলাফলে পেত্রো সাত লাখ ভােটের ব্যবধানে হার্নান্দেজকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তাঁর রানিংমেট ফ্রান্স মার্কেজ হচ্ছেন কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। ৬২ বছর বয়সী বামপন্থী পেত্রো একটি সংস্কার কর্মসূচিকে সামনে রেখে ভােটে লড়েছিলেন।

তিনি সাবেক এম ১৯ আরবান রেবেল গােষ্ঠীর সদস্য ছিলেন। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র কলম্বিয়া। দেশটির আয়তন ১১ লাখ ৪১ হাজার ৭৪৮ বর্গকিলােমিটার। বােগােটা কলম্বিয়ার বৃহত্তম শহর এবং দেশটির রাজধানী। কলম্বিয়ার সরকারি ভাষা স্প্যানিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !