খেরসন ও মারিউপােল শহরের বাসিন্দাদের পাসপাের্ট দিচ্ছে রাশিয়া

Preparation BD
By -
0

ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মারিউপােল শহরের বাসিন্দাদের পাসপাের্ট দিচ্ছে রুশ সরকার। গত ১১ জুন ২০২২ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতাে খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপাের্ট তুলে দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া।

অভিযানের পর থেকে রাশিয়ার দখলে যাওয়া সব অঞ্চলে রুশ পাসপাের্ট দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন। বিবিসি জানিয়েছে, ক্রিমিয়া ও রুশনিয়ন্ত্রিত লুহানস্ক ও দোনেৎস্কে রুবলের ব্যবহার শুরু করেছে মস্কো।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর ২০১৪ সালে দেশটির ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া। একই বছর পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে ‘প্রজাতন্ত্র হিসেবে ঘােষণা করেন মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এসব অঞ্চলের বাসিন্দাদেরও রুশ পাসপাের্ট দেওয়া শুরু করেছিল রাশিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !