২৪ আগস্ট ২০২২ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সাময়িক বরখাস্ত করে দেশটির সাংবিধানিক আদালত। একজন ব্যক্তি শুধু আট বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন’ সাংবিধানিক এমন বাধ্যবাধকতার বিষয়টি সামনে এনে দেশটির প্রধান বিরােধী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
বিরােধী দলের এ আবেদনের ফলে এখন জবাব দেওয়ার জন্য ১৫ দিনের সময় পাবেন প্রায়ুথ চান ওচা। ২২ মে ২০১৪ সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হন প্রায়ুথ চান ওচা। তখন তিনি ছিলেন সেনাপ্রধান।
পরবর্তীতে ২০১৭ সালে নতুন সংবিধানে প্রধানমন্ত্রীর আট বছরের মেয়াদকালের বিষয়টি যুক্তরা হয়। ২৪ মার্চ ২০১৯ দেশটিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্য দিয়ে একজন বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন প্রায়ুথ চান ওচা। বিভিন্ন সময়ে বিরােধিতার সম্মুখীন হয়ে এখন পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক বার অনাস্থা ভােট হয়।