শব্দ নিয়ে শব্দ হােক ভুলেরা সব জব্দ হােক

Preparation BD
By -
0

খুব সহজ বানান সহজেই ভুল করে ফেলি আমরা। ফলে শুধু চাকরির উত্তরপত্র থেকেই নয়, মার্ক কাটা যায় ব্যক্তিত্বের প্রশ্নপত্র থেকেও। একটু যত্নশীল হলে দুটো নম্বরপত্রকেই সুদৃঢ় করা সম্ভব। শব্দগুলাে সচেতনভাবে বার কয়েক পড়ন, বার কয়েক লিখে ফেলুন-

  • » অংশীদারত্ব (অংশীদারিত্ব নয়)
  • » অঙ্গীকার (অঙ্গিকার নয়)
  • » অধ্যয়ন (অধ্যায়ন নয়)।
  • » আমদানি (আমদানী নয়)
  • » আশঙ্কা (আশংকা নয়)
  • » ঈপ্সিত (ইঙ্গিত নয়)।
  • » উচ্ছ্বাস (উচ্ছাস নয়)
  • » উপযুক্ত (উপরােক্ত নয়)
  • » উর্বর (ঊর্বর নয়)
  • » একসঙ্গে (এক সঙ্গে নয়)

ভাষাকে ভালােবাসুন, শব্দকে ভালােবাসুন। নতুন কোনাে শব্দ পেলেই ব্যক্তিগত শব্দের ঝুলিতে ভরে ফেলুন। দৈনন্দিন কথাবার্তায় ব্যবহারের চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে মজা করুন নতুন শেখা শব্দ নিয়ে। ভুলে যাওয়ার সুযােগই পাবেন না!

  • » বিভাবসু— সূর্য
  • » পাণি— হাত
  • » হিমানী— বরফ
  • » জঙ্গম— গতিশীল
  • » ওয়াগন— মালগাড়ি
  • » বহি— নৌকা
  • » অন্ত্যেষ্টিক্রিয়া— মৃতদেহ দাহ/ সৎকার করার কাজ
  • » খপােত— উড়ােজাহাজ
  • » মেখলা— কোমরে পরার গয়না
  • » শম্বর— হরিণ।

ইংরেজি শব্দার্থ। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সুতরাং ভুলে যাওয়াই স্বাভাবিক। দৈনন্দিন কথাবার্তায় ব্যবহারের চেষ্টা করুন। নতুন শেখা শব্দটির সঙ্গে পছন্দমতাে আরেকটি শব্দ জুড়ে জোড়শব্দ বানিয়ে ফেলা যেতে পারে। এভাবে শুরুতে জোড়া বাঁধুন, তারপর ধীরে ধীরে বাক্য গঠনে মনােযােগ দিন।

  • Usurp (অন্যায়ভাবে দখল করা)— usurp the power
  • Radiant (উজ্জ্বল)— radiant energy
  • Serene (শান্ত)— serene face
  • Profane (অপবিত্র)— sacred and profane
  • Infirmary (হাসপাতাল)— the prison infirmary
  • Exotic (বহিরাগত)— exotic birds
  • Flabbergasted (চমকপ্রদ/ বিস্ময়াভিভূত)— flabbergasted expression
  • Specious (আপাতদৃষ্টে ঠিক মনে হলেও আসলে ভুল)— specious argument
  • Vassal (পােষ্য/ সামন্ত)— vassal state
  • Recidivist (অপরাধপ্রবণ ব্যক্তি)— dangerous recidivist
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !