নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। দেশটির ২৭তম প্রধানমন্ত্রী হিসেবে ২২ জুলাই ২০২২ কলম্বাের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন তিনি।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজনৈতিক দল মহাজনা একসাথ পেরামুনার (এমইপি) সাধারণ সম্পাদক দিনেশ গুনাবর্ধনে। শ্রীলঙ্কার মন্ত্রী ছিলেন দিনেশ। পার্লামেন্টে দলনেতা হিসেবেও ভূমিকা রেখেছেন তিনি।