ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Preparation BD
By -
0

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শাসক বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী। দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। দ্রৌপদী ৬৪ দশমিক শূন্য ৩ শতাংশ ভােট পেয়েছেন।

তাঁর পাওয়া ভােটমূল্য ৬ লাখ ৭০ হাজার। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশােবন্ত সিনহা পেয়েছেন প্রায় ৩৬ শতাংশ ভােট। তার পাওয়া ভােটমূল্য ৩ লাখ ৮০ হাজার।

বিজেপি মনােনীত রাষ্ট্রপতি প্রার্থী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের নারী। এর আগে তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্নর ছিলেন। দ্রৌপদী মুর্মুর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরােধীরা দাঁড় করায় ভারতের সাবেক অর্থমন্ত্রী ও বিজেপির একসময়ের শীর্ষ নেতা যশােবন্ত সিনহাকে। তাঁকে সমর্থন দেয় কংগ্রেসসহ ভারতের ৩৪টি বিরােধী দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !