আলােকচিত্র সাংবাদিকতার স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড প্রেস ফটোর সহযােগী হয়েছে বাংলাদেশের দৃক। এখন থেকে এশিয়ার আলােকচিত্র প্রতিযােগিতা ও প্রদর্শনকেন্দ্র হবে বাংলাদেশ।
এশিয়ায় বাংলাদেশকে ওয়ার্ল্ড প্রেস ফটোর আঞ্চলিক কেন্দ্র হিসেবে নির্বাচন একটি আন্তর্জাতিক স্বীকৃতি। ৩ জুলাই ২০২২ পান্থপথের দৃকপাঠ ভবনে এ ঘােষণা দেন দৃকের প্রতিষ্ঠাতা শহিদুল আলম।
দৃক পিকচার লাইব্রেরি ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের এশিয়া মহাদেশের আঞ্চলিক সহযােগী নির্বাচিত হওয়ার কারণে এ অঞ্চলে ছবির প্রতিযােগিতার প্রসার এবং বিচারকাজ করবে যৌথভাবে।
এ ছাড়া ঢাকায় প্রদর্শনী আয়ােজনের দায়িত্বও পালন করবে দৃক। ১৯৮৯ সালে বাংলাদেশি লেখক এবং আলােকচিত্রগ্রাহক শহিদুল আলম এবং লেখিকা ও নৃতত্ত্ববিদ রাহনুমা আহমেদ দৃক গড়ে তােলেন।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, স্থানীয় আলােকচিত্রীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা।