বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) এবং বেসরকারি ব্যাংকে বিভিন্ন পদে নিয়ােগ প্রক্রিয়া চলমান। লিখিত পর্বে উত্তীর্ণ প্রার্থীদের বাংলাদেশ ব্যাংক আয়ােজিত মৌখিক পরীক্ষা সম্পর্কিত প্রস্তুতি-সংযােগ
প্রার্থী | আসতে পারি, স্যার? |
পরীক্ষক | আসুন। |
প্রার্থী | আসসালামু আলাইকুম। |
পরীক্ষক | ওয়ালাইকুম আসসালাম, বসুন। |
প্রার্থী | ধন্যবাদ স্যার। |
পরীক্ষক | Please Introduce yourself. |
প্রার্থী | I am Farhan Islam from Sunamganj.” Including me there are three members in my family. My father is a high school teacher as well my mother is a primary school teacher. I have taken my graduation and post-graduation degree in Sociology from National University. I see myself as a relentless problemsolver and my greatest strength is to work in any kind of situation. |
পরীক্ষক | বাংলাদেশের একজন সমাজবিজ্ঞানীর নাম বলুন। |
প্রার্থী | প্রফেসর ড. এ. কে. নাজমুল করিম। |
পরীক্ষক | আপনি কি উনার লেখা গ্রন্থ পড়েছেন? |
প্রার্থী | জি স্যার। |
পরীক্ষক | আপনি সমাজবিজ্ঞান কেন পছন্দ করেছেন? |
প্রার্থী | সমাজবিজ্ঞান পড়ে শিক্ষার্থীরা সমাজের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলাের ওপর পারদর্শিতা অর্জন করে। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, লােক প্রশাসন, মনােবিজ্ঞান, ভূগােল, ইতিহাস ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকায় সমাজবিজ্ঞান’কে বলা হয় ‘মাদার অব সােশ্যাল সাইন্স’। সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যা মানব সামাজিক সম্পর্ক, সংস্কৃতি এবং সামাজিক সংগঠন প্রভৃতি সম্পর্কে ব্যক্তির সচেতনতার মাধ্যমে একজন শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করে, যা সমাজের সমস্যা চিহ্নিত ও তা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে। |
পরীক্ষক | বলুন টাকশাল কী? |
প্রার্থী | বাংলাদেশের ব্যাংক নােট ছাপায় দ্য সিকিউরিটি প্রিন্টিং করপােরেশন (বাংলাদেশ) লিমিটেড (SPCBL), যার অপর নাম টাকশাল। SPCBL যাত্রা শুরু করে ৭ ডিসেম্বর ১৯৮৯। |
পরীক্ষক | SPCBL কোথায় অবস্থিত? |
প্রার্থী | শিমুলতলী, গাজীপুর। |
পরীক্ষক | বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি? |
প্রার্থী | ৬১টি। সর্বশেষ সিটিজেনস ব্যাংক পিএলসি। |
পরীক্ষক | আপনার জেলা তাে সুনামগঞ্জ। সুনামগঞ্জের কয়েকজন মুক্তিযােদ্ধার নাম বলুন। |
প্রার্থী | মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত এবং মুক্তিবেটি কাঁকন বিবি। |
পরীক্ষক | বলুনতাে কাঁকন বিবি কত তারিখে কোথায় মারা যান? |
প্রার্থী | ২১ মার্চ ২০১৮ সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ৫নং সেক্টরে গুপ্তচরের কাজ করেন। |
পরীক্ষক | মুক্তিযুদ্ধে ৫নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? |
প্রার্থী | মেজর মীর শওকত আলী। |
পরীক্ষক | রিজার্ভ মুদ্রা বলতে কী বােঝায়? |
প্রার্থী | রিজার্ভমুদ্রা হলাে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রক্ষিত নগদ মুদ্রা, ব্যাংক বহির্ভূত বিদেশি মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকে সাথে বাণিজ্যিক ব্যাংকসমূহের আমানত ও অন্যান্য খাতের আমানতের সমষ্টি। |
পরীক্ষক | বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ কত? |
প্রার্থী | ৪১,৮২৬.৭ মিলিয়ন মার্কিন ডলার (জুন ২০২২ পর্যন্ত)। |
পরীক্ষক | বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী? |
প্রার্থী | আব্দুর রউফ তালুকদার। |
পরীক্ষক | তিনি কততম গভর্নর? |
প্রার্থী | ১২তম গভর্নর। |
পরীক্ষক | বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? |
প্রার্থী | এ এন এম হামিদুল্লাহ। |
পরীক্ষক | ব্যাংকিং পেশা কেন পছন্দের শীর্ষে? |
প্রার্থী | যেকোনাে বিষয়ে ডিগ্রিধারীদের ব্যাংকে আসার সুযােগ রয়েছে। দ্রুত, মানসম্মত বেতন, আর্থিক সুবিধা, স্বল্প সুদে গৃহ লােন এবং শীর্ষপদে যাওয়ার সুযােগসহ দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযােগ আছে। |
পরীক্ষক | এ কারণেই কি আপনি এ পেশায় আসতে চান? |
প্রার্থী | জি স্যার। আমার স্বপ্নের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ ব্যাংক। সুযােগ পেলে আমি আমার যােগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে এই ব্যাংকের একজন গর্বিত কর্মী হতে চাই। |
পরীক্ষক | শুভকামনা রইলাে আপনার জন্য। আপনি এখন আসতে পারেন। |
প্রার্থী | ধন্যবাদ স্যার, আস্সালামু আলাইকুম। |
সিংগৃহীত এবং পরিমার্জিত