বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-
সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে—
উত্তর : 00C এবং 1000C
প্রশ্ন : পানির সংকেত H2O কিন্তু ভারী পানির সংকেত—
উত্তর : D2O
প্রশ্ন : এরােপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে—
উত্তর : হিলিয়াম (He)
প্রশ্ন : ক্যালসিয়াম (Ca) শিখা পরীক্ষায় যে বর্ণ প্রদর্শন করে—
উত্তর : ইটের মতাে লাল
প্রশ্ন : সর্বাপেক্ষা নিম্ন গলনাঙ্কবিশিষ্ট ধাতু—
উত্তর : পারদ (Hg)
প্রশ্ন : ক্লিনিক্যাল থার্মোমিটারে জ্বর মাপার জন্য ব্যবহার করা হয়—
উত্তর : পারদ
প্রশ্ন : অধাতু হলেও তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম—
উত্তর : গ্রাফাইট
প্রশ্ন : Dry Ice বা শুষ্ক বরফ বলে—
উত্তর : কঠিন কার্বন ডাই-অক্সাইডকে
প্রশ্ন : পচা ডিমের গন্ধের জন্য দায়ী—
উত্তর : হাইড্রোজেন সালফাইড (H2S)
প্রশ্ন : PH হলো—
উত্তর : Pussance of Hydrogen ion অর্থাৎ হাইড্রোজেন আয়নের প্রাবল্য
প্রশ্ন : PH – এর সীমা—
উত্তর : ০-১৪
প্রশ্ন : জারণপ্রক্রিয়ায় কোনাে অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন—
উত্তর : ত্যাগ করে
প্রশ্ন : অ্যাসিটিক অ্যাসিডের (CH3COOH) ৬-১০%-এর জলীয় দ্রবণকে বলে—
উত্তর : ভিনেগার বা সিরকা
প্রশ্ন : পিঁপড়ায় কামড়ালে জ্বালা করে যে অ্যাসিডের কারণে—
উত্তর : ফরসিস অ্যাসিড
প্রশ্ন : Mycology হলাে—
উত্তর : ছত্রাক-সম্পর্কিত বিজ্ঞান
প্রশ্ন : প্রােটিন ফ্যাক্টরি বলা হয়—
উত্তর : রাইবােজোমকে
প্রশ্ন : পাকা ফলের রং জ্যান্ধোফিলের কারণে হলুদ, ক্যারােটিনের জন্য কমলা ও লাইকোপিনের জন্য—
উত্তর : লাল হয়
প্রশ্ন : কলেরা, টাইফয়েড, যক্ষ্মা—
উত্তর : ব্যাকটেরিয়াজনিত রােগ
প্রশ্ন : মূল দ্বারা শােষিত পানি পাতায় যায়—
উত্তর : জাইলেম টিস্যুর মাধ্যমে
প্রশ্ন : পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়—
উত্তর : ফ্লোয়েমের টিস্যু দ্বারা
প্রশ্ন : সালােকসংশ্লেষণের সুবিধাজনক তাপমাত্রা—
উত্তর : ২২-৩৫০ সেলসিয়াস
সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : শ্বসনপ্রক্রিয়ায় উদ্ভিদ—
উত্তর : কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে
প্রশ্ন : ফল পাকানাের জন্য দায়ী—
উত্তর : ইথিলিন
প্রশ্ন : রক্তে রক্তকণিকা থাকে শতকরা—
উত্তর : ৪৫ ভাগ
প্রশ্ন : হিমােগ্লোবিন তৈরিতে প্রয়ােজন হয়—
উত্তর : প্রােটিন ও লৌহ
প্রশ্ন : দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না—
উত্তর : হেপারিন থাকায়
প্রশ্ন : রক্তের সর্বজনীন দাতা বলা হয়—
উত্তর : O+(Ve) গ্রুপকে
প্রশ্ন : হৃৎপিণ্ড প্রকোষ্ঠের প্রসারণকে বলে—
উত্তর : ডায়াস্টোল
প্রশ্ন : মানুষের হৃৎপিণ্ড দ্বিস্তরবিশিষ্ট যে পর্দা দিয়ে আবৃত—
উত্তর : পেরিকার্ডিয়াম
প্রশ্ন : ধমনিতে রক্তের গতি—
উত্তর : হৃৎপিণ্ড হতে দেহের দিকে
প্রশ্ন : প্রােটিন পরিপাককারী ট্রিপসিন নির্গত হয়—
উত্তর : অগ্ন্যাশয় হতে
প্রশ্ন : The Ultimte fate of the Universe—
উত্তর : পদার্থবিদ জামাল নজরুল ইসলামের লেখা
প্রশ্ন : পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে—
উত্তর : ২০৬২ সালে (সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে)
প্রশ্ন : প্রক্সিমা সেন্টারাই একটি—
উত্তর : নক্ষত্র
প্রশ্ন : ভােরের আকাশে শুকতারা ও সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা নামে পরিচিত—
উত্তর : শুক্র গ্রহ
প্রশ্ন : Remote Sensing বা দূর অনুধাবনের জন্য পাঠানাে প্রথম গ্রহ—
উত্তর : Land set-1
প্রশ্ন : অষ্ট্রেলিয়া মহাদেশে উচ্চতম মাস—
উত্তর : জানুয়ারি
প্রশ্ন : রেটিনাতে যে দুই ধরনের আলােক সংবেদী কোষ থাকে—
উত্তর : রডস ও কোনস
প্রশ্ন : রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে—
উত্তর : টেপেটাম নামক রঞ্জক কোষের কারণে
প্রশ্ন : বিদ্যুৎ-প্রবাহ মাপার যন্ত্রের নাম—
উত্তর : অ্যামিটার
প্রশ্ন : একটি মােটা তারের রােধ চিকন তারের রােধের তুলনায়—
উত্তর : কম
প্রশ্ন : বিদ্যুৎশক্তি হঠাৎ চলে যাওয়াকে বলে—
উত্তর : ব্ল্যাক আউট
প্রশ্ন : ডায়ােড সবচেয়ে বেশি ব্যবহার হয়—
উত্তর : রেকটিফায়ার হিসেবে
প্রশ্ন : টিউবলাইটে সাধারণত ব্যবহার করা হয়—
উত্তর : আর্গন
প্রশ্ন : শব্দ রেকর্ডের জন্য ব্যবহৃত হয়—
উত্তর : Phonograph
প্রশ্ন : বস্তুর ভর যে আপেক্ষিক এটি আবিষ্কার করেন—
উত্তর : বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইন
প্রশ্ন : RADAR- এর পূর্ণরূপ—
উত্তর : Radio Detection And Ranging
প্রশ্ন : সৌরকোষে ব্যবহৃত হয়—
উত্তর : সিলিকন
প্রশ্ন : বস্তুর ভর যে আপেক্ষিক এটি আবিষ্কার করেন—
উত্তর : বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইন