বাংলাদেশের পাখি তালিকায় যুক্ত হওয়া নতুন পাখির নাম ‘উদয়ী জিরিয়া। লম্বপায়ের এ পাখিটি মূলত সৈকতপাখি। জলাভূমির আশপাশে আপনমনে ঘুরে বেড়ায়।
উদয়ী জিরিয়ার ইংরেজি নাম ‘Oriental Plover’ এবং বৈজ্ঞানিক নাম Charadius vereduis। সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা থেকে এ পাখির ছবিটি তুলে রেকর্ড গড়েন পাখি আলােকচিত্রী সুলতান আহমেদ। এই পাখির জন্ম চীন এবং মঙ্গোলিয়াতে। এই অঞ্চলে বসবাস করে।