বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি

Preparation BD
By -
0

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রশ্নোত্তর গুলো খুবই সহায়ক হবে। রেলওয়ে যােগাযােগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। রেলওয়ের নিয়ােগ পরীক্ষার্থীদের ভাইভার জন্য সংশ্লিষ্ট বিষয়ের উপর কিছু প্রশ্নাবলি নিচে দেওয়া হলো।

প্রশ্ন : রেললাইন বিশ্বে প্রথম কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর : যুক্তরাজ্যে ।

প্রশ্ন : বিশ্বে কবে প্রথম রেললাইন চালু করা হয়?
উত্তর : ২৭ সেপ্টেম্বর ১৮২৫।

প্রশ্ন : রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
উত্তর : স্টিফেনসন।

প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি কবে গঠন করা হয়?
উত্তর : ১৮৪৪ সালে।

প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে কবে প্রথম রেললাইনের উদ্বোধন করা হয়?
উত্তর : ১৬ এপ্রিল ১৮৫৩।

প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে প্রথম কোথায় রেলপথ উদ্বোধন করা হয়?
উত্তর : মুম্বাই। মুম্বাই থেকে থানে পর্যন্ত।

প্রশ্ন : কোন আইন দ্বারা ভারতীয় উপমহাদেশে রেলওয়ে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : রেলওয়ে আইন, ১৮৯০।

প্রশ্ন : কোন কোম্পানি ভারতীয় উপমহাদেশে প্রথম রেললাইন চালু করে?
উত্তর : গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি।

আরো পড়ুন :

প্রশ্ন : ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের নাম পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে করা হয় কবে?
উত্তর : ১ ফেব্রুয়ারি ১৯৬১।

প্রশ্ন : পাকিস্তান রেল বাের্ড গঠন করা হয় কবে?
উত্তর : ১৯৬২ সালে।

প্রশ্ন : পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের নাম কবে বাংলাদেশ রেলওয়ে করা হয়?
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ চালু হয় কবে, কোথায়?
উত্তর : ১৮৫৪ সালে, হাওড়া থেকে হুগলি পর্যন্ত (৩৮ কিমি)।

প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কোথায়?
উত্তর : দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত (১৫ নভেম্বর ১৮৬২)।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে বাের্ড বিলুপ্ত করা হয় কবে?
উত্তর : ৩ জুন ১৯৮২।

প্রশ্ন : রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর : Ministry of Railways।

প্রশ্ন : BRA’র পূর্ণরূপ কী??
উত্তর : Bangladesh Railway Authority.

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ (BRA) কবে গঠন করা হয়?
উত্তর : ১২ আগস্ট ১৯৯৫।

প্রশ্ন : রেলপথ বিভাগ সৃষ্টি করা হয় কবে?
উত্তর : ২৮ এপ্রিল ২০১১।

প্রশ্ন : রেলপথ বিভাগকে কবে রেলপথ মন্ত্রণালয়’ নামকরণ করা হয়?
উত্তর : ৪ ডিসেম্বর ২০১১।

প্রশ্ন : বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কী?
উত্তর : মাে. নূরুল ইসলাম সুজন।

প্রশ্ন : রেলপথ মন্ত্রণালয়ের অধীন সংস্থা টি বা প্রতিষ্ঠান কী কী?
উত্তর : বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদপ্তর।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত?
উত্তর : দুটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম এ অঞ্চলের সদর দপ্তর কোথায়?
উত্তর : যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী।

প্রশ্ন : বাংলাদেশের আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় কবে?
উত্তর : ১৯৮৬ সালে।

প্রশ্ন : কমলাপুর রেলওয়ে স্টেশনের এ নির্মাণকাজ শুরু হয় কবে?
উত্তর : ১৯৫০ সালে।

প্রশ্ন : কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
উত্তর : ড্যানিয়েল বার্নহ্যাম ও বব বুই।

প্রশ্ন :কমলাপুর রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৭ এপ্রিল ১৯৬৮।

প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর : কমলাপুর, ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি কোথায়?
উত্তর : কমলাপুর, ঢাকা।

প্রশ্ন : রেলওয়ের লােকোমােটিভ কারখানা কতটি?
উত্তর : ৪টি ঢাকা ১টি, পার্বতীপুর ২টি ও চট্টগ্রাম ১টি।

প্রশ্ন : রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানা কতটি?
উত্তর : ২টি চট্টগ্রাম ও সৈয়দপুর।

প্রশ্ন : কত বছর বয়সি শিশু বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণ করতে পারে?
উত্তর : ৩ বছর।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কবে ই-টিকেটিং সিস্টেম চালু করে?
উত্তর : ২৯ মে ২০১২।

প্রশ্ন : বাংলাদেশের ট্রেনগুলাের জ্বালানি কী ধরনের?
উত্তর : ডিজেল।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তর : সৈয়দপুর, নীলফামারী (প্রতিষ্ঠা- ১৮৭০ সালে)।

প্রশ্ন : বর্তমানে দেশে রেলপথ রয়েছে মােট কয়টি জেলায়?
উত্তর : ৪৩টি।

প্রশ্ন : কয়টি বিভাগের সকল জেলা রেল লাইনের আওতায় রয়েছে?
উত্তর : তিনটি রাজশাহী, রংপুর ও সিলেট।

প্রশ্ন : কোন বিভাগে রেললাইন নেই?
উত্তর : বরিশাল।

প্রশ্ন : রেলের মাধ্যমে ঢাকা হতে সর্বোচ্চ দূরত্বের জেলা কোনটি?
উত্তর : পঞ্চগড় (৬৩৯ কিমি)।

প্রশ্ন : রেলপথে ঢাকা থেকে সর্বনিম্ন দূরত্বের জেলা কোনটি?
উত্তর : নারায়ণগঞ্জ (২৩ কিমি)।

প্রশ্ন : ঢাকা বিভাগের কয়টি জেলা এখনাে রেল নেটওয়ার্কে আওতায় আসে নাই?
উত্তর : ৪টি শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও মাদারীপুর।

প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় সর্বশেষ রেল সংযােগ চালু হয়?
উত্তর : টাঙ্গাইল।

প্রশ্ন : কোন জেলার মধ্যে সর্বোচ্চ রেলপথ বিস্তৃত রয়েছে?
উত্তর : চট্টগ্রাম (১৭৮.৪৫ কিমি)।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !