সাংবিধানিক পদ : যেসব পদের নিয়ােগ, কার্যকাল, কর্মের পরিধি প্রভৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকে, সেসব পদকে সাংবিধানিক পদ বলে। সাংবিধানিক পদ ৯টি।
৫টি সাংবিধানিক পদের নাম নিম্নে দেওয়া হলাে—রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার।