আঞ্চলিক বাণিজ্য চুক্তি নীতি

Preparation BD
By -
0

বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক বাণিজ্য চুক্তি বা Regional Trade Agreement (RTA)-এর বিস্তার একটি বাস্তবতা। এই বাস্তবতার সাথে সংগতি রেখে বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্যে দ্বি-পাক্ষিক এবং আঞ্চলিক উদ্যোগসমূহে অংশগ্রহণ করা বাংলাদেশের জন্য অতীব জরুরি।

এতদিন বাংলাদেশে দ্বিপক্ষীয় বা আঞ্চলিক বাণিজ্যচুক্তি করার কোনাে নীতিমালা ছিল না। ২৪ নভেম্বর ২০২৬ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশকে রপ্তানি বাণিজ্যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তির প্রয়ােজনীয়তা দেখা দেয়।

Regional Trade Agreement (RTA) নীতি ২০২২

সব ধরনের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে ৩০ মে ২০২২ মন্ত্রিসভায় আঞ্চলিক বাণিজ্য চুক্তি নীতি অনুমােদন করা হয়। ১২ জুন ২০২২ প্রথমবারের মত আঞ্চলিক বাণিজ্য চুক্তি নীতি জারি করা হয়।

এটি জারি হওয়ায় ২০১০ সালে প্রণীত Policy Guidelines on Free Trade Agreement নীতির নির্দেশিকাটি বাতিল করা হয়। RTA নীতি প্রণয়নের ক্ষেত্রে সীমিত সংখ্যক রপ্তানি পণ্যের ওপর নির্ভরশীলতাহ্রাস করে পণ্য বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ পণ্য ও সেবা খাত বিস্তৃতকরণের ওপর গুরুত্বারােপ করা হয়।

সংজ্ঞা

আঞ্চলিক বাণিজ্য চুক্তি (RTA) বলতে ভৌগােলিক অঞ্চল নির্বিশেষে দুই বা ততােধিক দেশ কিংবা বাণিজ্য জোট-এর মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে বােঝায়।

লক্ষ্য

RTA নীতির লক্ষ্য হলাে চুক্তিতে অংশগ্রহণকারী দেশ বা অঞ্চলসমূহের সাথে বাণিজ্য ও বিনিয়ােগ সম্পর্ক সুগভীরকরণের ক্ষেত্রে বাণিজ্য চুক্তি নেগােসিয়েশন, স্বাক্ষর এবং বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে পণ্য ও সেবার অবাধ বাণিজ্য উৎসাহিত করে জাতীয় অর্থনীতি ও জনকল্যাণে উল্লেখযােগ্য অবদান রাখা।

উদ্দেশ্য

RTA সম্পাদনের লক্ষ্যে দেশ বা বাণিজ্য জোট শনাক্তকরণে অগ্রাধিকার নির্ধারণা নেগােসিয়েশনের জন্য চুক্তিতে অন্তর্ভুক্তিযােগ্য বিষয়াদি এবং এদের পরিধি নির্ধারণা প্রাতিষ্ঠানিক কাঠামাে ও ব্যবস্থাপনা নেগােসিয়েশনের কৌশল নির্ধারণ RTA স্বাক্ষরের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পাদন চুক্তি স্বাক্ষর। RTA বাস্তবায়ন এবং এর অভিঘাত মূল্যায়ন।

বিষয়বস্তু

RTA পার্টনারের সাথে পরামর্শক্রমে Trade Negotiating Committee (TNC) আঞ্চলিক বাণিজ্য চুক্তির বিষয়বস্তুর প্রাসঙ্গিক বিষয়াদি ও পরিধিসহ খসড়া চুক্তি প্রণয়ন করবে। RTA বিষয়বস্তুর মধ্যে প্রধানত, নিম্নবর্ণিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে-

  • পণ্য বাণিজ্য
  • রুলস অব অরিজিন
  • প্রােডাক্ট স্পেসিফিক রুল
  • স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মেজারস
  • বাণিজ্য প্রতিকারমূলক ব্যবস্থা
  • টেকনিক্যাল ব্যারিয়ারস টু ট্রেড
  • বাণিজ্য সহজিকরণ
  • সেবা বাণিজ্য
  • বিনিয়ােগ
  • মেধাস্বত্ব
  • শ্রমশক্তি
  • লিঙ্গ সমতা
  • ই-কমার্স ও ডিজিটাল বাণিজ্য
  • প্রযুক্তিগত সহায়তা
  • প্রতিযােগিতা নীতি
  • সরকারি ক্রয়
  • সহযােগিতা ও উন্নয়ন
  • বিরােধ নিষ্পত্তি
  • পরিবেশ সংরক্ষণ
  • প্রাতিষ্ঠানিক কাঠামাে এবং
  • মূল্য পরিশােধ পদ্ধতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !