২৮ আগস্ট ২০২২ উদ্বোধন করা হয় দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) অধীনে ৩.৪ একর জমিতে নির্মিত হাসপাতালটি ৭৫০ শয্যা বিশিষ্ট।
১১ তলা বিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। হাসপাতালটির বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার ICU.
জরুরি বিভাগে, রয়েছে ১০০ শয্যা, VVIP কেবিন ৬টি, VIP কেবিন ২৩টি এবং ডিল্যাক্স শয্যা রয়েছে ৩৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে রয়েছে ৮টি করে শয্যা।
এছাড়াও হাসপাতালটিতে রয়েছে এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা। ১৩ সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।