জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত ১৪ থেকে ১৭ আগস্ট ২০২২ বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রথমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কোনাে প্রধান ঢাকায় এলেন।
মিশেল ব্যাশেলেত ছিলেন চিলির সাবেক নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট। বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিকভাবে অভূতপূর্ব উন্নতি করেছে। এবং ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটার বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছেন।
ব্যাশেলেত ১৬ আগস্ট ২০২২ কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ৪ এক্সটেনশন মধুরছড়া ক্যাম্প পরিদর্শনে গিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যাবাসন হবে বলে তিনি রােহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন।