নাগরিকের কর্তব্য

Preparation BD
By -
0

নাগরিক হিসেবে রাষ্ট্রের দেওয়া অধিকার ভােগ করার সঙ্গে সঙ্গে নাগরিকদের কতগুলাে দায়িত্বও পালন করতে হয়। পৌরনীতিতে নাগরিকের এসব দায়িত্বকে কর্তব্য বলে। নাগরিকদের প্রধান কর্তব্যগুলাে নিচে উল্লেখ করা হল।

১। আনুগত্য : রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা নাগরিকের অন্যতম দায়িত্ব। আনুগত্য বলতে অনুগত থাকা বুঝায়। রাষ্ট্রের প্রয়ােজনে যেকোনাে রকম ত্যাগ স্বীকারেও নাগরিক সর্বদা প্রস্তুত থাকবে। দেশ রক্ষার জন্য সেনাবাহিনীতে যােগদান করা ও যুদ্ধ করা নাগরিকদের দায়িত্ব। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা সরকারি কর্মচারীদের সাহায্য করাও আনুগত্য প্রকাশের অন্তর্গত।

২। আইন মান্য করা : রাষ্ট্রের প্রচলিত সমস্ত আইন মেনে চলা নাগরিকের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে সকলকে আইন মেনে চলতে হবে।

৩। সততার সাথে ভােটদান : ভােটদানের মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করে। সততার সাথে উপযুক্ত ব্যক্তিকে ভােট দিয়ে নির্বাচন না করলে সরকার দুর্বল ও অযােগ্য হবে।

৪। কর প্রদান করা : রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কার্য সম্পাদনের জন্য অর্থের প্রয়ােজন। নিয়মিত কর প্রদান না করলে অর্থাভাবে সরকারের কর্মকাণ্ড ব্যাহত হয়।

৫। সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা : এটি আরেকটি উল্লেখযােগ্য কর্তব্য। নাগরিকদের সুষ্ঠু কাজকর্মের ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে।

৬। সন্তানদের শিক্ষাদান : সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক করে গড়ে তােলা আরেক নাগরিক কর্তব্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সফলতা নির্ভর করে সুশিক্ষিত নাগরিকের ওপর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !