ন্যাটো কী? কী উদ্দেশ্যে ন্যাটোর সূচনা হয়েছিল? বর্তমানে ন্যাটোর সদস্যসংখ্যা কত?

Preparation BD
By -
0

ন্যাটো : North Atlantic Treaty Organization (NATO) আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম ইউরােপের দেশগুলাের একটি যৌথ নিরাপত্তা চুক্তি। যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলাে পারস্পরিক সামরিক সহযােগিতা দিতে অঙ্গীকারবদ্ধ।

বর্তমানে ন্যাটো পূর্ব ইউরােপেও তার প্রসার ঘটিয়েছে। ন্যাটো গঠিত হয়েছিল ৪ এপ্রিল ১৯৪৯। তঙ্কালীন সােভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরােপের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত সামরিক জোট ন্যাটো গঠন করা হয়েছিল। বর্তমান ন্যাটোর সদস্যরাষ্ট্রের সংখ্যা ৩০টি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !