ন্যাটো : North Atlantic Treaty Organization (NATO) আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম ইউরােপের দেশগুলাের একটি যৌথ নিরাপত্তা চুক্তি। যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলাে পারস্পরিক সামরিক সহযােগিতা দিতে অঙ্গীকারবদ্ধ।
বর্তমানে ন্যাটো পূর্ব ইউরােপেও তার প্রসার ঘটিয়েছে। ন্যাটো গঠিত হয়েছিল ৪ এপ্রিল ১৯৪৯। তঙ্কালীন সােভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরােপের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত সামরিক জোট ন্যাটো গঠন করা হয়েছিল। বর্তমান ন্যাটোর সদস্যরাষ্ট্রের সংখ্যা ৩০টি।