বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জোয়ার উঠেছে। টেসলা, রিভিয়ান, এনআইও’র মতাে প্রতিষ্ঠানগুলাে বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব সৃষ্টি করেছে। বাংলাদেশও আর এই সম্ভাবনাময় ক্ষেত্র থেকে পিছিয়ে নেই।
কার্বন নিঃসরণ কমাতে ব্যাটারি তথা বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে আনার কাজ শুরু করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৪ সেপ্টেম্বর ২০২২ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভায় ‘ইলেকট্রিক মােটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত হয়।
বাজারে আসছে ‘পালকি’ নামের বৈদ্যুতিক গাড়ি। বাংলাদেশে অটোমােটিভ ইন্ডাস্ট্রির অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেয় স্বদেশি স্টার্টআপ ‘পালকি মােটরস’। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশে ইতােমধ্যে কারখানাও স্থাপিত হয়েছে চট্টগ্রামের মীরসরাইয়ে, বঙ্গবন্ধু শিল্পনগরে।
চীন, হংকং, দক্ষিণ কোরিয়া ও ইতালিকে অংশীদার করে দ্রুতই দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ি আসবে। বাংলাদেশে গাড়ি তৈরির এ কারখানায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের অংশীদার চীনা প্রতিষ্ঠান ডংফেং মােটর গ্রুপ লিমিটেড। এটি চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতার একটি।