বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

Preparation BD
By -
0

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

রাজনীতি

  • ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপােরেশনের মেয়রদের ৭ আগস্ট ২০২২ থেকে নতুন পদমর্যাদা— মন্ত্রী।
  • স্মার্ট বাংলাদেশের টাস্কফোর্সের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের নতুন অধিশাখা— অভিবাসী কূটনীতি।
  • জাতীয় সংসদে ২৯ আগষ্ট ২০২২ পাস হয়— জাতীয় মুক্তিযােদ্ধা কাউন্সিল বিল।
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে অবস্থিত মিয়ানমার।
  • ২৮ আগস্ট ২০২২ শপথ নিলেন নতুন ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য— শামসুল হক।

অর্থনীতি

  • বাংলাদেশের নিজস্ব সংযােজিত বৈদ্যুতিক গাড়ি— পালকি।
  • সম্প্রতি বাংলাদেশ ১৬টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা দেয়— ভুটানকে।
  • বাংলাদেশে বাণিজ্যিক চা উৎপাদিত হয়— ১৬৭টি চা-বাগানে।
  • চা-শ্রমিকদের দৈনিক মজুরি ২৭ আগস্ট ২০২২ থেকে নির্ধারিত হয়েছে— ১৭০ টাকা।
  • ভােলার বােরহানউদ্দিনে টঙ্গী-১ গ্যাসকূপ খনন শুরু করেছে— গাজপ্রম (রাশিয়া)।
  • সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরাের (ইপিবি) প্রতিবেদনে ২০২২ সালের আগস্ট মাসে বিদেশে রপ্তানি হয়েছে— প্রায় ৪৬০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য।
  • সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরাের (ইপিবি) প্রতিবেদনে ২০২২ সালের আগস্টে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি— ৩৬ দশমিক ১৮ শতাংশ।
  • ভ্যাট আদায় গতিশীল করতে ৩১ আগস্ট ২০২২ মন্ত্রিপরিষদ অনুমতি দেয়— ইলেকট্রনিকস ফিসক্যাল ডিভাইস (ইএফডি) যন্ত্র স্থাপনের।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

শিক্ষা

  • ফোর্বসের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের স্টার্টআপ শিখাে কাজ করে— অনলাইন শিক্ষা নিয়ে।
  • দেশের ১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২৪ আগস্ট ২০২২ অনুমােদন পায়— চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনােলজি।
  • বাংলাদেশ ফিশারিজ এডুকেশনের জনক— জাতীয় অধ্যাপক ড. এ কে এম আমিনুল হক।
  • জাতীয় সংসদের স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মনােনয়ন দিয়ে থাকেন— পাঁচজন সদস্যের।

স্বাস্থ্য

  • দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল অবস্থিত— শাহবাগ, ঢাকা।

বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ

  • দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র (মানমন্দির) অবস্থিত শ্রীপুর, গাজীপুর।
  • ব্রেইল থেকে বাংলা টেক্সট রূপান্তর সফটওয়্যার ৩১ আগষ্ট ২০২২ উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্রেইল থেকে বাংলা টেক্সটে রূপান্তর করার সফটওয়্যারের উদ্ভাবক— অধ্যাপক ড. মুহাম্মদ শােয়াইব।
  • ফোর্বসের ৪ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় ১০০ নতুন স্টার্টআপে স্থান পেয়েছে বাংলাদেশের— শিখাে।

পরিবেশ ও কৃষি

  • দেশের প্রথম ধান জাদুঘর (রাইস মিউজিয়াম) অবস্থিত-বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।

যােগাযােগ/অবকাঠামাে

  • পদ্মা সেতুতে রেললাইন বসানাের কাজ শুরু হয়— ২০ আগস্ট ২০২২।
  • দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট কালনা সেতু নির্মিত— মধুমতী নদীর ওপর।
  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুটি অবস্থিত— কচা নদী, পিরােজপুর।
  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুর— দৈর্ঘ্য : ৯৯৮ মিটার, প্রস্থ : ১৩.৪০ মিটার, পিয়ার : ১০টি ও স্প্যান : ৯টি।

খেলাধুলা

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৪ সেপ্টেম্বর ২০২২ অবসরের ঘােষণা দিয়েছেন মুশফিকুর রহিম।
  • সম্প্রতি মালদ্বীপের জাতীয় নারী ক্রিকেট দলের কোচ নির্বাচিত হন বাংলাদেশের নারী ক্রিকেটার–ফাতেমা জোহরা।
  • আইসিসি হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১৪ সেপ্টেম্বর ২০২২ পুনরায় প্রথম হলেন— সাকিব আল হাসান।

রিপাের্ট/সমীক্ষা

  • জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত মানব উন্নয়ন সূচকে (২০২১-২২) বাংলাদেশ— ১২৯তম।
  • DAP (Detailed Area Plan) আয়তন— ১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল।
  • আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ৩১ আগস্ট ২০২২ প্রকাশিত ওয়ার্ল্ড সােশ্যাল প্রটেকশন রিপাের্টে (২০২১-২২) দ. এশিয়ায় বাংলাদেশ— দ্বিতীয়।
  • Lloyd’s List–এর তথ্য অনুসারে চট্টগ্রাম সমুদ্রবন্দর বিশ্বের— ৬৪তম ব্যস্ততম বন্দর।
  • বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ২০২২ সালের আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছে— ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।
  • জাতিসংঘের জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত-ষষ্ঠ।

বৈঠক/সম্মেলন

  • দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকটি— ৩৮তম।

আন্তর্জাতিক সংস্থা

  • বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর— প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • মােহাম্মদ আবদুল মুহিত জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের— ১৬তম স্থায়ী প্রতিনিধি।
  • ইন্টারন্যাশনাল অ্যাসােসিয়েশন অব পুলিশ একাডেমিসের (ইন্টারপা) ১৩ সেপ্টেম্বর ২০২২ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে— বাংলাদেশ।

পুরস্কার/সম্মাননা

  • ফোর্বসের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের স্টার্টআপ শিখাে ২০১৯ সালে চালু করেন— শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়া।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ সেপ্টেম্বর ২০২২ মুক্তিযুদ্ধে হতাহত ১০ ভারতীয় সেনার বংশধরদের প্রদান করেন— মুজিব বৃত্তি।
  • বাংলাদেশ ২৬ আগস্ট ২০২২ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য সদস্যপদ পেয়েছে— কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটিতে।
  • ২০২২ সালে পুলিঞ্জার পুরস্কার লাভ করেন বাংলাদেশি বংশােদ্ভূত চিত্রশিল্পী— ফাহমিদা আজিম।
  • মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩ সেপ্টেম্বর ২০২২ সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র— আদিম (নির্মাতা : যুবরাজ শামীম)।

শীর্ষ/সর্বনিম্ন

  • ফোর্বসের ৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের অবস্থান— ৪২তম।
  • সিঙ্গাপুরের ৪২তম শীর্ষ ধনী বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের প্রতিষ্ঠান— সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কলেজ র‌্যাংঙ্কিং ২০১৮ অনুযায়ী দেশের শীর্ষ বেসরকারি কলেজ— ঢাকা কমার্স কলেজ।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কলেজ র‌্যাংঙ্কিং ২০১৮ অনুযায়ী দেশের শীর্ষ মহিলা কলেজ— লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !