আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিক মুশফিকুর রহিম ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘােষণা দিয়েছেন।
তবে টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে তিনি নিয়মিত খেলবেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম ২০ ওভারের ক্রিকেটে পা রাখেন মুশফিক। ক্রিকেটের এই খুদে সংস্করণে ১৬ বছরের ক্যারিয়ার মুশফিকের। খেলেছেন ১০২টি ম্যাচ।
বাংলাদেশের হয়ে ১০০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩ ক্রিকেটারের একজন মুশফিক। উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ক্যাচের দিক দিয়ে বিশ্বে সপ্তম এই বাংলাদেশি উইকেটরক্ষক। এ ছাড়া তাঁর ৩০টি স্টাম্পিং টি-টোয়েন্টি ইতিহাসে উইকেটরক্ষকদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।