সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ টিপস নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ!
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ টিপস
প্রশ্ন : জাতীয় সমাজকল্যাণ পরিষদ গঠন করা হয়—
উত্তর : ১৯৬৫ সালে।
প্রশ্ন : বাংলাদেশে সরকারি সমাজসেবা কার্যক্রমের সূত্রপাত ঘটে—
উত্তর : ব্রিটিশ আমলে।
প্রশ্ন : সমাজকল্যাণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৬১ সালে।
প্রশ্ন : গ্রামীণ সমাজসেবার (আরএসএস) কার্যক্রম—
উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন।
প্রশ্ন : গ্রামীণ সমাজসেবা কার্যক্রম চালু হয়—
উত্তর : ১৯৭৪ সালে।
প্রশ্ন : ‘গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বিস্তৃত রয়েছে—
উত্তর : ৪৫৮টি উপজেলায়।
প্রশ্ন : ‘শহর সমাজসেবা কার্যক্রম চালু হয়—
উত্তর : ১৯৫৫ সালে।
প্রশ্ন : UCD- এর পূর্ণ রূপ-
উত্তর : Urban Community Development
প্রশ্ন : বাংলাদেশে – AID কর্মসূচি শুরু হয়েছিল—
উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : ‘গ্রামীণ সমাজসেবা’ নামের প্রকল্পটি প্রাথমিকভাবে শুরু হয়—
উত্তর : ১৯টি জেলায়।
প্রশ্ন : ‘Urban Community Development Project পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল—
উত্তর : ঢাকার কায়েতটুলীতে।
প্রশ্ন : “Urban Community Development Project-এর নাম পরিবর্তন করে কবে রাখা হয়—
উত্তর : Urban Social Service (শহর সমাজসেবা কার্যক্রম)।
প্রশ্ন : ঢাকা মেডিকেল কলেজে ‘চিকিৎসা সমাজকর্ম চালু হয়—
উত্তর : ১৯৫৮ সালে।
প্রশ্ন : সেভ দ্য চিলড্রেন কাজ করে-
উত্তর : কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে।
প্রশ্ন : সামাজিক নিরাপত্তাবেষ্টনীর উদাহরণ—
উত্তর : প্রবীণ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা।
প্রশ্ন : আন্তর্জাতিক প্রবীণ দিবস—
উত্তর : ১ অক্টোবর।
প্রশ্ন : UCEP–এর পূর্ণ রূপ—
উত্তর : Under Privileged Children’s Educational Programmes
প্রশ্ন : আধুনিক সমাজকল্যাণের ভিত্তি—
উত্তর : দানশীলতানির্ভর সমাজকল্যাণ।
প্রশ্ন : ইউসেফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৭২ সালে।
প্রশ্ন : সমাজকর্ম মূলত—
উত্তর : একটি সাহায্যকারী পেশা।
প্রশ্ন : NASW—এর পূর্ণ রূপ
উত্তর : National Association of Social Workers.
প্রশ্ন : সমাজকর্ম শিক্ষার ব্যবহারিক ক্ষেত্র হলাে—
উত্তর : মাঠকর্ম।
প্রশ্ন : পেশাগত সম্পর্ক স্থাপনকে সমাজকর্মের ভাষায় বলে—
উত্তর : Rapport।
নিয়োগ টিপস থেকে আরো কিছু পড়ুন
- বিভিন্ন পরীক্ষায় আসা মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর কার্যালয়ের অডিটর পদের প্রশ্ন সমাধান
- অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি
- অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি
- অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইংরেজি ভাষা ও সাহিত্য
- অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য
- Bangla Grammar Model Test-04 বাংলা ব্যাকরণ মডেল টেস্ট- ০৪
প্রশ্ন : বাংলাদেশে প্রথম শিশু আইন পাস হয়—
উত্তর : ১৯৭৪ সালে।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম যৌতুক নিরােধ আইন পাস হয়—
উত্তর : ১৯৮০ সালে।
প্রশ্ন : জাতীয় কিশাের উন্নয়ন প্রতিষ্ঠানের অবস্থান—
উত্তর : পুলেরহাট, যশাের।
প্রশ্ন : দেশের একমাত্র কিশােরী সংশােধনী প্রতিষ্ঠান অবস্থিত—
উত্তর : কোনাবাড়ী (গাজীপুর)।
প্রশ্ন : স্যার হেনরি ডুনান্ট রেড ক্রিসেন্ট সােসাইটি প্রতিষ্ঠা করেন—
উত্তর : ১৮৬৩ সালে।
প্রশ্ন : চিকিৎসা কার্যক্রমে রেড ক্রিসেন্ট সােসাইটি অনুশীলন করে—
উত্তর : ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি।
প্রশ্ন : ওয়ার্ল্ড ভিশন হচ্ছে—
উত্তর : একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
প্রশ্ন : ওয়ার্ল্ড ভিশন প্রতিষ্ঠিত হয়—
উত্তর : খ্রিষ্টধর্মের আলােকে।
প্রশ্ন : বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের প্রথম যাত্রা শুরু হয়—
উত্তর : ১৯৭০ সালে।
প্রশ্ন : হাসপাতালে রােগীর সঙ্গে সমাজকর্মী যে সম্পর্ক গড়ে তােলেন, তাকে–
উত্তর : Rapport বলে।
প্রশ্ন : AIDS প্রতিরােধে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে—
উত্তর : সচেতনতা সৃষ্টিকারী।
প্রশ্ন : সমাজকল্যাণ দপ্তরকে সমাজসেবা অধিদপ্তরে উন্নীত করা হয়—
উত্তর : ১৯৮৪ সালে।
প্রশ্ন : ‘বিদ্যালয় সমাজকর্ম’ ইউনিট খােলা হয়—
উত্তর : আরমানিটোলা হাইস্কুলে (১৯৫৯ সালে)।
প্রশ্ন : বাংলাদেশে সরকারি সমাজসেবা বলতে—
উত্তর : সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচিকে বােঝায়।
প্রশ্ন : গ্রামীণ এলাকায় দুস্থ-দারিদ্র্য বিমােচনসহ আর্থসামাজিক উন্নয়ন সাধনের সম্পর্কযুক্ত কর্মসূচি
উত্তর : গ্রামীণ সমাজসেবা।
প্রশ্ন : প্রবীণ হিতৈষী সংঘের উদ্ভব ঘটে—
উত্তর : ১৯৬০ সালে।
প্রশ্ন : প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর’ বাংলাদেশে আঘাত হানে—
উত্তর : ২০০৭ সালে।
প্রশ্ন : জাতীয় সমাজসেবা দিবস-
উত্তর : ২ জানুয়ারি।
প্রশ্ন : সমাজসেবা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক—
উত্তর : ড. আবু সালেহ মােস্তফা কামাল।
প্রশ্ন : বাংলাদেশের বর্তমান সমাজকল্যাণমন্ত্রীর নাম—
উত্তর : নুরুজ্জামান আহমেদ।
প্রশ্ন : আন্তসার্ভিস প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়—
উত্তর : ১৯৬৩ সালে।
প্রশ্ন : সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিভক্ত হয়ে
উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নামে দুটি মন্ত্রণালয়ের সৃষ্টি হয়।
প্রশ্ন : আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমােচনের অন্যতম প্রাথমিক শর্ত-
উত্তর : মানবসম্পদ উন্নয়ন।
প্রশ্ন : জাতিসংঘ ‘আন্তর্জাতিক প্রবীণ বর্ষ’ ঘােষণা করে—
উত্তর : ১৯৯১ সালকে।
প্রশ্ন : জনপ্রিয় কার্টুন ছবির ‘মীনা’ প্রচারে অবদান রাখে—
উত্তর : UNICEF।