gerund এর ব্যবহার | One word substitution | Prepositions | Idioms and Phrases

Preparation BD
By -
0

Gerund সম্পর্কে জানার পূর্বে আমাদের Noun সম্পর্কে ভালাে ধারণা প্রয়ােজন।

Noun : কোনাে কিছুকে আলাদাভাবে চেনানাে/পরিচিত করানাের জন্য নামের ব্যবহার শুরু হয়। অর্থাৎ, একটি বস্তু বা বিষয় থেকে অন্য একটি বস্তু বা বিষয়কে আলাদা বা পার্থক্য করার জন্য যে শব্দ ব্যবহৃত হয় তাই Noun যেমন- ছেলে, মেয়ে, ঢাকা, বাংলাদেশ, সাগর, নদী, বাঘ, সিংহ ইত্যাদি। এখানে প্রতিটি শব্দ দ্বারা আমরা আলাদা আলাদা বিষয় বা বস্তুকে বুঝি।

Gerund (verb+ing) : Verb-এর শেষে ing যুক্ত কোনাে শব্দ যখন Noun এর মতাে অর্থ প্রকাশ করে তাই Gerund । যেমন— Smoking is not permitted in the restaurant (রেস্টুরেন্টে ধূমপান নিষেধ)। এখানে smoke+ing = smoking অর্থ ধূমপান। ধূমপান বললে আমরা পানিপান/জুসপান থেকে আলাদা কোনাে বিষয়কে বুঝি। সুতরাং Smoking শব্দটি Noun-এর মতাে অর্থ প্রকাশ করায় তা Gerund। এরূপ— She enjoys shopping, They love playing. Fatima loves studying.

বাক্যে Gerund-এর ব্যবহার :

বাক্য বলতে আমরা বুঝি sub + verb + obj.

1. বাক্যে subject হিসেবে Gerund/Gerund phrase. Walking is a good habit (হাটা ভালাে অভ্যাস)। Reading romantic novels is relaxing (রোমান্টিক উপন্যাস পড়া আনন্দদায়ক)।

2. বাক্যে Direct object হিসেবে Gerund/Gerund phrase. Subject যার মাধ্যমে, যা দিয়ে অথবা যা করে কাজটি করে তাই direct object. Direct objectটি verb এর তাৎক্ষণিক পরে বসে। She loves dancing (সে নাচতে পছন্দ করে)। My sister avoids cooking large dishes (আমার বােন বেশি খাবার রান্না পরিহার করে)।

আরো পড়ুন : BCS Preliminary Preparation English Language Part- 01

3. বাক্যে Indirect object হিসেবে Gerund. ‘Direct object কে বা এর ফলাফলকে যে বা যা গ্রহণ করে তাই indirectobject. Indirect object সাধারণত direct object এর পূর্বে বসে। He teaches us dancing(সে আমাদের নাচ শিক্ষা দেয়)। I made my priority studying (আমার প্রধানতম কাজ পড়াশুনা)।

4. বাক্যে Preposition এর object হিসেবে Gerund. Preposition এর পর gerund বসে। After studying, we took a break (পড়ার পরে, আমরা বিরতি নিয়েছিলাম)। In spite of missing the train, we arrived on time (ট্রেনটি হারানাে সত্ত্বেও আমরা যথাসময়ে পৌছালাম)।

5. বাক্যে Predicate nominative হিসেবে Gerund. বাক্যের মধ্যে subject ছাড়া বাকি অংশকে Predicate বলে। Predicate nominative হলাে বাক্যের মধ্যে subject সম্পর্কে অতিরিক্ত বিবরণ, যা Noun phrase/ clause হতে পারে। Predicate nominative সর্বদা Beverb গ্রহণ করে। আর ঐ Be verb-এর পর Gerund ব্যবহৃত হয়।

  • Shamim’s favorite hobby is gossiping.
  • His occupation is writing.
  • The dog’s worst habit is barking.

6. কতিপয় verb-এর পর সর্বদা Gerund হয়। Verb গুলাে হলাে— admit, appreciate, avoid, burst out, consider, delay, dislike, enjoy, face, feel like, fancy, finish, forgive, give up, can’t help, imagine, keep, mind, mention, resist, risk, suggest, understand, etc.

  • I enjoy travelling.
  • He has finished mending car.
  • They have given up smoking.

One word substitution

  • Study of stars- Astronomy
  • Study of statistics is known as- Demography
  • The study of ancient writing and scriptures- Paleography
  • The study of rocks and soil- Geology
  • The study of evolution of mankind- Anthropology
  • The Practice of writing dictionaries- Lexicography
  • The study of plants- Botany

Prepositions

  • Care for— গ্রাহ্য করা
  • Change into— পরিবর্তিত হওয়া
  • Charge with— অভিযুক্ত করা।
  • Compensate for— ক্ষতিপূরণ করা
  • Competent for— যোগ্য
  • Comply with— সম্মত হওয়া
  • Congenial to— উপযােগী
  • Contrary to— বিপরীত
  • Contribution to— অবদান
  • Count on/upon— নির্ভর করা
  • Congratulate on— অভিনন্দন জ্ঞাপন করা
  • Deal in, with— ব্যবসা করা, আচরণ করা।

Idioms and Phrases

  • Bag and baggage— তল্পিতল্পাসহ
  • Beat about the bush— ঘুরিয়ে বলা, পরােক্ষভাবে বলা, অন্ধকারে ঢিল ছােড়া।
  • Beggar description— অবর্ণনীয় হওয়া
  • Not believes one’s ears— বিস্মিত হওয়া
  • Bill of fare— মেনু, খাদ্য তালিকা

Spellings

CigaretteDehydration
ColleagueDepression
CompulsoryDiabetes
ConsensusDiarrhoea/Diarrhea
DiphtheriaDilemma

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !