বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বে প্রতিনিয়তই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কে ঘটে চলেছে নানা চড়াই-উতরাই। বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ এবং গড়ে উঠছে নানা জোট ও পাল্টা জোট। এ নিয়েই চলতি ঘটনায় থাকছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ নানা প্রশ্ন।
চীন ও তাইওয়ান দ্বিপক্ষীয় ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারত
প্রশ্ন : তাইওয়ানের অবস্থান কোথায়?
উত্তর : চীনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে।
প্রশ্ন : বিশ্বের কয়টি রাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর : মাত্র ১৩টি।
প্রশ্ন :তাইওয়ানের স্বাধীনতা | সমর্থনকারী সংস্থার নাম কী?
উত্তর : তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমােক্রেসি এবং ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড।
প্রশ্ন : কত সালের আইন অনুযায়ী তাইওয়ান দ্বীপের রক্ষা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যতামূলক করা হয়েছে?
উত্তর : ১৯৭৯ সালের আইন।
প্রশ্ন : তাইওয়ানের নতুন ‘দক্ষিণ বন্ধননীতি’র উদ্দেশ্য কী?
উত্তর : তাইপের সঙ্গে আসিয়ান, দক্ষিণ এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের সম্পর্ক দৃঢ় করা।
প্রশ্ন : ২ আগস্ট ২০২২ ন্যান্সি পেলােসি তাইওয়ান সফর করায় চীন কোথায় সামরিক মহড়া পরিচালনা করে?
উত্তর : তাইওয়ান প্রণালিতে।
প্রশ্ন : ২৮ আগষ্ট ২০২২ তাইওয়ান প্রণালিতে মহড়া পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জাহাজ দুটির নাম কী?
উত্তর : মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলর সভিল।
প্রশ্ন :চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘নয়া লং মার্চ’-এর উদ্দেশ্য কী?
উত্তর : চীনের অর্থনৈতিক উন্নয়নের পথে সৃষ্ট সব বাধা মােকাবিলা করা।
দ্বিপক্ষীয় ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র
প্রশ্ন : নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি ইরানের সঙ্গে পারমাণবিক
চুক্তি করেছিল কত সালে?
উত্তর : ২০১৫ সালে।
প্রশ্ন : নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানিকে নিয়ে ছয় জাতির সঙ্গে ইরান যে চুক্তি করে, তার নাম কী?
উত্তর : জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন।
প্রশ্ন : কত সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি কার্যকর হয়?
উত্তর : ২০১৫ সালে।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে বের হয়ে যায় কবে?
উত্তর : ২০১৮ সালে।
প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে জ্বালানি খাতে ইউরেনিয়াম সমৃদ্ধি আহরণের মাত্রা বেঁধে দেয় কত শতাংশ?
উত্তর : ৩ দশমিক ৬৭ শতাংশ।
প্রশ্ন : জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তির বিষয়বস্তু কী?
উত্তর : ইরান পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
প্রশ্ন : ইরানের ওপর যুক্তরাষ্ট্র প্রথম নিষেধাজ্ঞা আরােপ করে কত সালে?
উত্তর : ১৯৭৯ সালে।
প্রশ্ন : ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র কোন দেশের বিদ্রোহীদের সহযােগিতার জন্য ইরানের কাছে অস্ত্র বিক্রি করে?
উত্তর : নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের।
প্রশ্ন :ইরানের কোন প্রেসিডেন্ট ডলারের বিনিময়ে ইরানের তেলসম্পদের মােট মজুতের ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
হাতে তুলে দেয়?
উত্তর : মুহাম্মদ রেজা শাহ পাহলভি।
প্রশ্ন :পশ্চিমা স্বার্থসহায়ক মুহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন কত সালে?
উত্তর : ১৯৫৩ সালে।
প্রশ্ন : কত সালে মুহাম্মদ রেজা শাহ পাহলভির পতন হয়?
উত্তর : ১৯৭৯ সালে।
বাংলাদেশ, মিয়ানমার ও চীন সম্পর্ক
প্রশ্ন : সম্প্রতি যুদ্ধক্ষেত্রে কোন দেশ পােড়ামাটি নীতি গ্রহণ করেছে?
উত্তর : মিয়ানমার।
প্রশ্ন : কত সালে মিয়ানমারের সামরিক জান্তা রােহিঙ্গাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে?
উত্তর : ১৯৮২ সালে।
প্রশ্ন : জাতিগত নিধনের শিকার হয়ে রােহিঙ্গারা প্রথম কত সালে বাংলাদেশে আসে?
উত্তর : ১৯৭৮ সালে।
প্রশ্ন : আট লক্ষাধিক রােহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে কত সালে?
উত্তর : ২০১৭ সালে।
প্রশ্ন : কখন রাখাইনে ক্লিয়ারেন্স অপারেশন চালানাে হয়?
উত্তর : ২০১৭ সালে।
প্রশ্ন : কত তারিখে বাংলাদেশ মিয়ানমার রােহিঙ্গা প্রত্যাবাসন-সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি করে?
উত্তর : ২৩ নভেম্বরের ২০১৭।
প্রশ্ন : রােহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানাের বিষয়ে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামের চুক্তি চূড়ান্ত হয় কত তারিখে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০১৮।
প্রশ্ন : সম্প্রতি মিয়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী কোথায় গােলা ছােড়ে?
উত্তর : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার এলাকায়।
প্রশ্ন : কোন দুটি দেশের মধ্যে মংডু সীমান্ত অবস্থিত?
উত্তর : বাংলাদেশ ও মিয়ানমার।
প্রশ্ন : চীন রাখাইনের কোন স্থানে গভীর সমুদ্রবন্দর গড়ে তুলছে?
উত্তর : কিয়াকফুতে।
প্রশ্ন : কোন প্রজেক্ট ভারতের কলকাতা বন্দরকে রাখাইন রাজ্যের সিটওয়ে (আকিয়াব) বন্দরের সঙ্গে সংযুক্ত করবে?
উত্তর : কালাদান মাল্টিমােডাল ট্রানজিট ট্রান্সপাের্ট প্রজেক্ট।
দ্বিপক্ষীয় ইস্যুতে বাংলাদেশ-ভারত
প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তর : ১৯ মার্চ ১৯৭২।
প্রশ্ন : বাংলাদেশ-ভারত গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬।
প্রশ্ন : বাংলাদেশ-ভারত গঙ্গার পানি চুক্তির মেয়াদ কত বছর?
উত্তর : ৩০ বছর।
প্রশ্ন : বাংলাদেশ-ভারত গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
উত্তর : ২০২৬ সালে।
প্রশ্ন : কত তারিখে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে ছিটমহলের মানবিক সমস্যার সমাধান হয়?
উত্তর : ১ আগস্ট ২০১৫।
প্রশ্ন :ভারত কত তারিখে ও কোন বন্দর দিয়ে ট্রানজিট চুক্তির আওতায় মেঘালয়ে পণ্য পরিবহন শুরু করে?
উত্তর :১০ আগষ্ট ২০২২ তামাবিল স্থলবন্দর দিয়ে।
প্রশ্ন : বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদী কয়টি?
উত্তর : ৫৪টি।
প্রশ্ন : বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন (JRC) গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৭২ সালে।
প্রশ্ন : কোন নদীর ওপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু নির্মিত হয়েছে?
উত্তর : ফেনী নদী।
প্রশ্ন : বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রের দৈর্ঘ্য কত?
উত্তর : ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলােমিটার।
প্রশ্ন : বাংলাদেশ ভারতের কাছ সমুদ্রসীমা জয়লাভ করে কত তারিখে?
উত্তর : ৭ জুলাই ২০১৪।
প্রশ্ন : বাংলাদেশ ভারতের কাছ থেকে কত বর্গকিলােমিটার সমুদ্র এলাকা লাভ করে?
উত্তর : ১৯ হাজার ৪৬৭ বর্গকিলােমিটার।
প্রশ্ন : কোন আদালতের রায়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলােমিটার সমুদ্র এলাকা জয়লাভ করে?
উত্তর : নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালত।
প্রশ্ন : রামপালে সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ উদ্বোধন করেন কে?
উত্তর : ভার্চুয়ালি বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধান।
প্রশ্ন : কত তারিখে রামপালে সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ উদ্বোধন করা হয়?
উত্তর : ৬ সেপ্টেম্বর ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ ও ভারত রামপালে সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎতের কী পরিমাণ পাবে?
উত্তর : ৫০:৫০।
প্রশ্ন : রামপালের সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎকেন্দ্রের মােট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা কত?
উত্তর : ১হাজার ৩২০ মেগাওয়াট।
প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ বাণিজ্যিকভাবে চালু হয়েছে কখন?
উত্তর : ২০২২ সালে।
চীন-ভারত সম্পর্ক
প্রশ্ন : চীনের অর্থনীতির আয়তন ভারতের কত গুণ?
উত্তর : পাঁচ গুণ।
প্রশ্ন : নাথুলা গিরিপথ কোন দুটি দেশকে যুক্ত করেছে?
উত্তর : ভারত ও চীন।
প্রশ্ন : ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ময়দান কোথায় ছিল?
উত্তর : পূর্ব লাদাখ।
প্রশ্ন : ২০২১ সালে কোন দুটি দেশ ভুটানের ডােকলাম মালভূমিতে মুখােমুখি অবস্থান নেয়?
উত্তর : চীন ও ভারত।
প্রশ্ন : ভুটানের ডােকলাম মালভূমিতে ভারত ও চীনা সেনার সংঘর্ষ হয় কত সালে?
উত্তর : ২০১৭ সালে।
প্রশ্ন : গালওয়ান উপত্যকার মালিকানা নিয়ে চীন ও ভারত কবে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়?
উত্তর : ১৫ জুন ২০২০।
প্রশ্ন : দক্ষিণ চীন সাগরে ভারত যুদ্ধজাহাজ মােতায়েন করে কত সালে?
উত্তর : ২০২০ সালে।
প্রশ্ন : প্যাংগং হ্রদের উত্তর পাড়ের পূর্ব লাদাখ অঞ্চলকে কী বলে?
উত্তর : ফিঙ্গার-ফাইভ।
চীন-পার্শ্ববর্তী রাষ্ট্রগুলাের সম্পর্ক
প্রশ্ন : দক্ষিণ চীন সাগরে চীনের ‘গ্রে জোন’ কৌশলটি মূলত কী?
উত্তর : যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের মতাে কর্মকাণ্ড।
প্রশ্ন : দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জ চীনের দখলে থাকলেও মালিকানা দাবি করে কোন দুটি দেশ?
উত্তর : ভিয়েতনাম ও ফিলিপাইন।
প্রশ্ন : কোন দুটি দেশ প্যারাসেল দ্বীপটিকে এখনাে নিজেদের বলে দাবি করে?
উত্তর : ভিয়েতনাম ও চীন।
সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া
প্রশ্ন : বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন কত সালে?
উত্তর : ২০০০ সালে।
প্রশ্ন : ২০১০ সালে তিউনিসিয়ায় আরব বসন্তের সূচনার মধ্য দিয়ে সিরিয়াজুড়ে গণ-আন্দোলন শুরু কত তারিখে?
উত্তর : ১৫ মার্চ ২০১১।
প্রশ্ন : বাথ পার্টি সিরিয়া শাসন করছে কত বছর ধরে?
উত্তর : ৪০ বছর ধরে।
প্রশ্ন : বাশার আল-আসাদ সরকারের সমর্থনে রাশিয়া কবে সিরিয়া যুদ্ধে প্রকাশ্যে জড়িয়ে পড়ে?
উত্তর : ২০১৫ সালে।
প্রশ্ন : কোন দেশের গৃহযুদ্ধ স্মরণকালের সবচেয়ে বড় শরণার্থী সংকটের জন্ম দিয়েছে?
উত্তর : সিরিয়ার গৃহযুদ্ধ।
প্রশ্ন : সিরিয়ায় সামরিক বাহিনীর বিদ্রোহীরা ফ্রি সিরিয়ান আর্মি গঠনের ঘােষণা দেয় কত সালে?
উত্তর : ২০১১ সালে।
প্রশ্ন : ইসলামিক স্টেটে (আইএস) ইরাক ও সিরিয়ার একটা বড় অংশ দখল করে খেলাফত ঘােষণা করে কখন?
উত্তর : ২০১৪ সালে।
প্রশ্ন : তুরস্ক ফ্রি সিরিয়ান বিদ্রোহী আর্মিকে সরাসরি মদদ দেয় কখন?
উত্তর : ২০১১ সালের সেপ্টেম্বর নাগাদ।
প্রশ্ন : ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার পাকাপােক্তভাবে ঘাঁটি গেড়ে বসে কখন?
উত্তর :২০১৬ সালে।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে সন্ত্রাসবিরােধী যুদ্ধ শুরু করে কত সালে?
উত্তর : ২০১৪ সালে।
প্রশ্ন : রাশিয়া কত সালে সরকারবিরােধী বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি ও আইএসকে সন্ত্রাসী গােষ্ঠী হিসেবে অভিহিত করে?
উত্তর : ২০১৫ সালের সেপ্টেম্বরে।
প্রশ্ন : আসাদবিরােধী সিরিয়ান ডেমােক্রেটিক ফোর্সের (এসডিএফ) সাহায্যের জন্য পশ্চিমারা সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে কত সাল থেকে?
উত্তর : ২০১৪ সাল থেকে।
লেবানন, ইসরাইল ও মিসর সম্পর্ক
প্রশ্ন : কত সালে মিসর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৭৮ সালে।
প্রশ্ন :কার মধ্যস্থতায় ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : প্রেসিডেন্ট জিমি কার্টারের।
প্রশ্ন : ক্যাম্প ডেভিড চুক্তি অনুযায়ী প্রতিবছর মিসর মার্কিনদের কাছ থেকে কী পরিমাণ সাহায্য পায়?
উত্তর : প্রায় এক বিলিয়ন ডলার।
প্রশ্ন :ইসরায়েল কখন মিসরের সিনাই উপদ্বীপ, সিরিয়ার গােলান মালভূমি দখল করে নেয়?
উত্তর : ১৯৬৭ সালে।
প্রশ্ন : আব্রাহাম অ্যাকর্ডস কত তারিখে সম্পাদিত?
উত্তর : ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রশ্ন : আব্রাহাম অ্যাকর্ডস কোন দেশগুলাের মধ্য সম্পাদিত হয়?
উত্তর : ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
প্রশ্ন : কোন দেশটির মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডস সম্পাদিত হয়?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : সৌদি আরবসহ আরব | লিগের কয়টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়?
উত্তর : ১৫টি দেশ।
বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্ক
প্রশ্ন : বাংলাদেশ ও নেপালের মধ্যে থাকা করিডরটির নাম কী?
উত্তর : শিলিগুড়ি করিডর।
প্রশ্ন : শিলিগুড়ি করিডরটি কত কিলােমিটার লম্বা?
উত্তর : ৬০ কিলােমিটার।
প্রশ্ন : কোনটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সে যােগাযােগের একমাত্র পথ?
উত্তর : শিলিগুড়ি করিডর।
প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে কোন দেশটি মিয়ানমারে সবচেয়ে বেশি বিনিয়ােগ করেছে?
উত্তর : সিঙ্গাপুর।
প্রশ্ন : ২০২২ সালে আসিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : কম্বােডিয়ায়।
প্রশ্ন : ২০২২ সালে আসিয়ান বৈঠকে কোন দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানাে হয়নি?
উত্তর : মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইংকে।
প্রশ্ন : কোন আঞ্চলিক জোট চীন ও যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধে বাফার জোনের মতাে কাজ করে?
উত্তর : আসিয়ান জোট।
প্রশ্ন : আসিয়ান জোট মিয়ানমারকে বাধাহীন মানবিক প্রবেশাধিকার দিতে কত দফা ঐকমত্যের অঙ্গীকার মেনে চলার জন্য জোর দেয়?
উত্তর : পাঁচ দফা।
প্রশ্ন : কোন আন্তর্জাতিক গ্রুপ মিয়ানমারকে অবনতিশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে?
উত্তর : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
প্রশ্ন : ভারতের সঙ্গে মিয়ানমারের সীমান্ত কত কিলােমিটার?
উত্তর : ১ হাজার ৬০০ কিলােমিটার