বিগত বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বারবার আসা ৫০+ প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

বিগত বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বারবার আসা ৫০+ প্রশ্নোত্তর নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বারবার আসা ৫০+ প্রশ্নোত্তর

প্রশ্ন : ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? (২৭তম, ২৬তম)
উত্তর : ৫৪৩।

প্রশ্ন : Trafalgar Square-এর অবস্থান (৪৩তম, ১২তম)
উত্তর : ইংল্যান্ডে।

প্রশ্ন : হারারে’র পূর্ব নাম কী? (৩১তম, ১১তম)
উত্তর : সলসব্যারী।

প্রশ্ন : ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? (৩১তম, ২৪তম)
উত্তর : ভারত ও পাকিস্তান ।

প্রশ্ন : ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত? (২৫তম, ২৩তম)
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয়’ নগরী কোথায়? (১৯তম, ১০ম)
উত্তর : তুরস্কে।

প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? (৩২তম, ১৯তম)
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? (২১তম, ১৭তম, ১৬তম)
উত্তর : ৪ এপ্রিল ১৯৪৯।

প্রশ্ন : ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? (৪৩তম, ১৪তম)
উত্তর : UNIIMOG

প্রশ্ন : জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? (৩৬তম, ২১তম)
উত্তর : ১৯৪৫।

প্রশ্ন : জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? (২৯তম, ১৯তম)
উত্তর : নিউইয়র্ক।

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন

প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? (২৬তম, ১০ম)
উত্তর : ট্রিগভেলি।

প্রশ্ন : জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? (৪৩তম, ৪০তম)
উত্তর : ১৭।

প্রশ্ন : ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায়? (২২তম, ১০ম)
উত্তর : জেদ্দা।

প্রশ্ন : জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? (২৫তম, ১৭তম)
উত্তর : বেলগ্রেড

প্রশ্ন : NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত? (৩৬তম, ২২তম)
উত্তর : ১২০।

প্রশ্ন : ইউরো মুদ্রা কখন চালু হয়? (২৬তম, ২০তম)
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯।

প্রশ্ন : আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর (৩৬তম, ৩২তম)
উত্তর : জেনেভা।

প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়? (৪৩তম, ২৬তম)
উত্তর : জার্মানি।

প্রশ্ন : বিশ্ব মানবাধিকার দিবস- (৪৩তম, ৩০তম, ২৬তম, ১১তম)
উত্তর : ১০ ডিসেম্বর।

প্রশ্ন : কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? (৩০তম, ২৬তম)
উত্তর : ৫ জুন।

প্রশ্ন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? (৩৪তম, ২৪তম)
উত্তর : লন্ডন ।

প্রশ্ন : World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? (৪৩তম, ৩৭তম)
উত্তর : World Bank।

প্রশ্ন : কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? (১৪তম, ১৩তম)
উত্তর : ১৯৬৬ সালে ।

প্রশ্ন : সার্কের সদর দপ্তর কোথায়? (৩৮তম, ২৯তম)
উত্তর : কাঠমান্ডু।

প্রশ্ন : সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিতহয়? (৩৬তম, ২২তম, ২০তম)
উত্তর : ১৯৮৫ সালে; ঢাকায় ।

প্রশ্ন : পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? (২৫তম, ২৩তম)
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন : ‘শাহনামা’-এর লেখক কে? (২৬তম, ১৮তম)
উত্তর : কবি ফেরদৌসী।

প্রশ্ন : The Lady with the Lamp’ নামে পরিচিত (৪৩তম, ৩৪তম)
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

প্রশ্ন : মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম (৪৩তম)
উত্তর : ন্যাশনাল ইউনিটি সরকার।

প্রশ্ন : কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? (৪৩তম)
উত্তর : কম্বোডিয়া।

প্রশ্ন : জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তর : এডেন উপসাগরের পাশে।

প্রশ্ন : কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war”-এর সমাপ্তি ঘটে? (৪২তম)
উত্তর : ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি, ১৬৪৮।

প্রশ্ন : মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় (৪২তম)
উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন : আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস-এর উন্মেষ ঘটে কোন দেশ হতে? (৪২তম)
উত্তর : চীন।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? (৪১তম)
উত্তর : ১৯৯১।

প্রশ্ন : কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? (৪১তম)
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে? (৪০তম)
উত্তর : অমর্ত্য সেন।

প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি ? (৪১তম)
উত্তর : বাবেল মান্দেব প্রণালি।

প্রশ্ন : নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? (৪১তম)
উত্তর : ভিয়েতনাম ।

প্রশ্ন : ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? (৩৮তম)
উত্তর : মন্ট্রিল প্রটোকল ।

প্রশ্ন : সলোমন দ্বীপপুঞ্জে কোন মহাসাগরে অবস্থিত? (৩৭তম)
উত্তর : প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন : জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে (৩৭তম)
উত্তর : IPCC

প্রশ্ন : ‘Law of the Sea Convention’ অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য? (৩৭তম)
উত্তর : ২০০ নটিক্যাল মাইল ।

প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল (৩৫তম)
উত্তর : ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন ।

প্রশ্ন : ‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল? (৩৫তম)
উত্তর : সাবেক সোভিয়েত ইউনিয়ন।

প্রশ্ন : ‘উইঘুর’ হলো— (৩৫তম)
উত্তর : চীনের একটি সম্প্রদায়ের নাম।

প্রশ্ন : ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? (৩৫তম)
উত্তর : বাংলাদেশ-মিয়ানমার।

প্রশ্ন : ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? (৩৫তম)
উত্তর : ৪।

প্রশ্ন : আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? (৩৪তম)
উত্তর : ভ্যাটিকান।

প্রশ্ন : শ্রীলংকার মুদ্রার নাম কি? (৩৩তম)
উত্তর : রুপি।

প্রশ্ন : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? (৩১তম)
উত্তর : আলজেরিয়া।

প্রশ্ন : আলফ্রেড নোবল কি আবিষ্কার করেন? (৩০তম)
উত্তর : ডিনামাইট।

প্রশ্ন : সামরিক ভাষায় ‘WMD অর্থ কী? (৪১তম)
উত্তর : Weapons of Mass Destruction!

প্রশ্ন : ‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে (৩৭তম)
উত্তর : ১৯৭১ সালে ৷

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? (২৪তম)
উত্তর : মেসোপটেমিয়ায়।

প্রশ্ন : ফলকেটিং (Folketing) কোন দেশের আইন সভা? (৩৯তম)
উত্তর : ডেনমার্ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !