প্রশ্ন : বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আলাউদ্দীন হুসেন শাহ।
প্রশ্ন : আর্যজাতির আদি বাসস্থান কোথায় অবস্থিত?
উত্তর : ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে।
প্রশ্ন : প্রাচীনকালে প্রাক-আর্য জনগােষ্ঠীর শাখা ছিল চারটি কি কি?
উত্তর : অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভােটচীনীয়।
প্রশ্ন : লর্ড ক্লাইভকে ‘তস্কর চূড়ামণি’ বলে অভিহিত করেন কে?
উত্তর : কার্ল মার্কস।
প্রশ্ন : রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ বাতিলের ঘােষণা দেন কখন ?
উত্তর : ১২ ডিসেম্বর ১৯১১।
প্রশ্ন : ১৩৫০ বঙ্গাব্দে (১৯৪৩ খ্রিষ্টাব্দে) সংঘটিত দুর্ভিক্ষ কি নামে পরিচিত?
উত্তর : পঞ্চাশের মন্বন্তর।
প্রশ্ন : ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সংবিধানের কত নং অনুচ্ছেদে?
উত্তর : ২১৪নং।
প্রশ্ন : একুশের প্রথম গান ‘ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না- এর রচয়িতা কে?
উত্তর : আ ন ম গাজীউল হক।
প্রশ্ন : মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন কে?
উত্তর : আবদুল হামিদ খান ভাসানী।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের সদর দপ্তর ছিল কোথায়?
উত্তর : মাহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত (১০ অক্টোবর ১৯৭১ থেকে)।
প্রশ্ন : পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উত্তর : ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
প্রশ্ন : ছয় দফার ৪র্থ দফা কোনটি?
উত্তর : রাজস্ব, কর শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরােধ গড়ে তােলে কারা?
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : রাইফেল রােটি আওরাত।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি রাজনৈতিক যুদ্ধ অঞ্চলে বিভক্ত করা হয়?
উত্তর : ৪টি।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে সর্বাধিক বীরশ্রেষ্ঠ কোন বাহিনীর?
উত্তর : সেনাবাহিনীর; ৩ জন।
প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরে মােট সার ব্যবহৃত হয় কত?
উত্তর : ৫৬.৯১ লক্ষ মেট্রিক টন। [অর্থনৈতিক সমীক্ষা ২০২২]
প্রশ্ন : শতাব্দী, ইনিয়া-৬৬ ও দোয়েল কিসের নাম?
উত্তর : উন্নত জাতের গম ।
প্রশ্ন : BADC’র পূর্ণরূপ কি?
উত্তর : Bangladesh Agricultural Development Corporation
প্রশ্ন : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : ময়মনসিংহ।
প্রশ্ন : বাংলাদেশে কোন মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়?
উত্তর : বােরাে।
প্রশ্ন : লস্করপুর ভ্যালি কোন জেলায় অবস্থিত?
উত্তর : হবিগঞ্জ।
প্রশ্ন : বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ কোন জেলায় সবচেয়ে বেশি?
উত্তর : রাঙ্গামাটি।
প্রশ্ন : সুন্দরবনের অন্যনাম ‘বাদাবন’এর অর্থ কে?
উত্তর : জলাভূমির বন।
প্রশ্ন : জাতীয় কৃষি কাউন্সিলের বর্তমান সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্ন : রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত?
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।
প্রশ্ন : সার্কভুক্ত দেশে পােল্ট্রি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৩য়।
প্রশ্ন : গৌড়মতি, ইলামতি ও মেহেদী-২ কোন জাতের আম?
উত্তর : নাবী জাতের।
প্রশ্ন : দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৫-২১ জুন ২০২২।
প্রশ্ন : জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.২২।