Current Affairs December 2022 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২

Preparation BD
By -
0

Current Affairs December 2022 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, তারপর আলোচলা করা হয়েছে Current Affairs December 2022 Question and Answer এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ। আশা করি পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Current Affairs December 2022 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ থেকে প্রশ্নোত্তর

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বাংলাদেশে ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলের কতটি আইন চালু রয়েছে?
উত্তর : ৩৬৯টি-এর মধ্যে ব্রিটিশ ভারতের ২২২টি এবং পাকিস্তান আমলের ১৪৭টি।

প্রশ্ন : ‘অপারেশন রুট আউট’ কী?
উত্তর : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে সমন্বিত বিশেষ অভিযান।

প্রশ্ন : প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয় করেন কে?
উত্তর : শায়লা পারভিন বীথি (পিরোজপুর)।

প্রশ্ন : BSMSN’র পূর্ণরূপ কী?
উত্তর : Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar.

প্রশ্ন : রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কবে?
উত্তর : ৭ নভেম্বর ২০২২।

প্রশ্ন : বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনারের নাম কী?
উত্তর : প্রণয় কুমার ভার্মা ।

প্রশ্ন : ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টারের ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর।

প্রশ্ন : হাইকোর্ট কাবিননামায় ‘কুমারী’ শব্দটি বাতিল ঘোষণা করে কবে?
উত্তর : ১৭ নভেম্বর ২০২২ ।

প্রশ্ন : দেশের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিট (BRT)-এর দৈর্ঘ্য কত?
উত্তর : ২০.৫০ কিমি (ভূমিতে ১৬ কিমি ও এলিভেটেড ৪.৫০ কিমি)।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত কতজন ব্যক্তিকে ডক্টর অব লজ ডিগ্রিতে ভূষিত করেছে?
উত্তর : ৫৩ জন ।

প্রশ্ন : দেশের প্রথম টানেলের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের দৈর্ঘ্য কত?
উত্তর : প্রায় ১৩০ কি.মি. ।

প্রশ্ন : ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ৮ ডিসেম্বর ২০২২-৭ জানুয়ারি ২০২৩।

প্রশ্ন : বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়ার নাম কী?
উত্তর : মুজিবপিডিয়া (প্রধান সম্পাদক ড. কামাল চৌধুরী এবং সম্পাদক ফরিদ কবির)।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ৭ নভেম্বর ২০২২ জিম্বাবুয়ে প্রথমবারের মতো কোন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে?
উত্তর : ZimSat-1

প্রশ্ন : ৭ নভেম্বর ২০২২ উগান্ডা প্রথমবারের মতো কোন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে?
উত্তর : PearlAfricaSat-1।

প্রশ্ন : জাতিসংঘ জনসংখ্যা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলকে পৌঁছে কবে?
উত্তর : ১৫ নভেম্বর ২০২২।

প্রশ্ন : হ্যালোইন (Halloween) উৎসব পালন করা হয় কবে?
উত্তর : ৩১ অক্টোবর।

প্রশ্ন : কেমব্রিজ ডিকশনারির ‘ওয়ার্ড অব দ্য ইয়ার-২০২২’ খেতাব পেয়েছে কোন শব্দটি?
উত্তর : হোমার (Homer) ।

প্রশ্ন : রাজীব গান্ধী হত্যাকারীদের একজন নলিনী শ্রীহরণ কোন আত্মঘাতী দলের সদস্য?
উত্তর : এলটিটিই ।

প্রশ্ন : ভারতের সুপ্রিম কোর্ট রাজীব গান্ধীকে হত্যা হামলার সব আসামিকে মুক্তি দেয় কবে?
উত্তর : ১১ নভেম্বর ২০২২ ।

প্রশ্ন : সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে দায়মুক্তি দেয় কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন পদত্যাগ করেন কবে?
উত্তর : ৩০ অক্টোবর ২০২২।

প্রশ্ন : ২০২২ সালের মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বড় দুই জোটের নাম কী?
উত্তর : পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল ।

প্রশ্ন : রিমেমব্রেন্স সানডে ইভেন্ট-২০২২ এর নেতৃত্ব দেন কে?
উত্তর : রাজা ৩য় চার্লস।

প্রশ্ন : অর্থনীতির সঠিক পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে কোন অর্থনীতিবিদের?
উত্তর : নুরিয়েল রুবিনি (তুরস্কে জন্ম নেওয়া মার্কিন অর্থনীতিবিদ)।

প্রশ্ন : ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কে?
উত্তর : সিভি আনন্দ বোস।

খেলাধুলা

প্রশ্ন : সপ্তম নারী ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর : স্পেন (২য় বার) ।

প্রশ্ন : দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ শুরু হয় কোথায়?
উত্তর : মাওলানা ভাসানী স্টেডিয়ামে

প্রশ্ন : কাতার বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হয়?
উত্তর : আল-বায়েত স্টেডিয়াম

প্রশ্ন : কাতার বিশ্বকাপ-২০২২ এর প্রথম গোলদাতা কে?
উত্তর : এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)।

প্রশ্ন : কাতার বিশ্বকাপ-২০২২-এ প্রথম জোড়া গোলের মালিক কে?
উত্তর : এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)।

পুরস্কার

প্রশ্ন : কারকাস সাহিত্য পুরস্কার-২০২২ পান কোন সাহিত্যিক?
উত্তর : তন্বী নন্দিনী ইসলাম ।

প্রশ্ন : কোন বইয়ের জন্য কারকাস সাহিত্য পুরস্কার-২০২২ দেওয়া হয়?
উত্তর : In Sensorium : Notes for My People

প্রশ্ন : জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান করা হয় কতটি সমিতি ও কতজন ব্যক্তিকে?
উত্তর : ৯টি সমবায় সমিতি ও একজন ব্যক্তিকে ।

প্রশ্ন : ২০২২ সালে কোন বাংলাদেশি ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার লাভ করেন?
উত্তর : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

Current Affairs December 2022 Question and Answer

Bangladesh Affairs

Ques: What is the per capita income of Bangladesh according to Bangladesh Bureau of Statistics as of November 2022?
Ans : $2,824

Ques: When is the Armed Forces Day celebrated in Bangladesh?
Ans: 21 November 2022

Ques: Which is the top country in sending female Police on the UN Peacekeeping missions?
Ans: Bangladesh

Ques: When was a Memorandum of Understanding (MoU) signed between Bangladesh and the Gulf Cooperation Council (GCC)?
Ans: 18 November 2022.

Ques: When did the tropical cyclone Sitrang hit Bangladesh?
Ans: 25 October 2022

International Affairs

Ques: Which will be the 11th member state of ASEAN?
Ans: East Timor

Ques: When did Gujarat Morbi bridge tragedy happen?
Ans: 30 October 2022

Ques: Who is the vice president of World Bank for the South Asia region?
Ans: Martin Raiser

Ques: Where is the Climate Change Conference (COP 27) taken place?
Ans: Sharm el-Sheikh, Egypt

Ques: When was Pakistan excluded from the ‘Grey list of Financial Action Task Force (FATF)?
Ans: 21 October 2022

Ques: When did Halloween tragedy in Seoul happen?
Ans: 29 October 2022

Ques: Who has been elected the new prime minister of Israel?
Ans: Benjamin Netanyahu

Ques: When was United States midterm election held?
Ans: 8 November 2022

Ques: Which party has regained control over House of Representatives in the midterm election of USA?
Ans: Republican party

Ques: Who has retained control of the Senate in the midterm election of USA? ·
Ans: Democratic party

Ques: Where was the association. of Southeast Asian Nations (ASEAN) Summit 2022 held?
Ans : Cambodia

Ques: Who has been chaired the ASEAN Summit 2022?
Ans: Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen

Ques: Who has led the Remembrance Sunday event 2022 for the first time?
Ans : King Charles III

Ques: Who has become the first female president of Slovenia?
Ans: Natasa Pirc Musar

Ques: Where is the 17th Group of 20 (G20) summit 2022 taken place?
Ans: Bali, Indonesia

Ques: What is the theme of the 17th Group of 20 (G20) summit 2022?
Ans: ‘Recover Together, Recover Stronger.’

Ques: What is the name of the Hurricane hit in Florida of United States on 4 October 2022?
Ans: Ian

Ques: Grand Mufti Rafi Usmani was the citizen of which country?
Ans : Pakistan

Ques: What is the acronym of DSLR?
Ans: Digital Single-lens Reflex Camera

Ques: When did the Britain’s new Prime Minister Rishi Sunak make his first visit to Kyiv, Ukraine?
Ans: 19 November 2022

Ques: When does Digital Rupee or e-rupee pilot project start in India?
Ans: 1 November 2022

Ques: What is the acronym of TRP?
Ans: Television Rating Point

Reports

Ques: Which is the top-ranked country in the WJP Rule of Law Index 2022?
Ans : Denmark

Ques: Which is the bottom ranked country in the WJP Rule of Law Index 2022?
Ans: Venezuela

Ques: What is the total number of population in the world as of 15 November 2022?
Ans : 8 billion

Ques: Which is the top-ranked marine capture fisheries country according to the State of World Fisheries and Aquaculture-2022?
Ans : China

Ques: Which product is the most responsible for plastic pollution in Bangladesh?
Ans: Coca-cola

Sports

Ques: Which team has become the champion of 8th T20 World Cup 2022?
Ans: England

Ques: Who has taken the highest runs in the 8th T20 world cup 2022?
Ans: Virat Kohli, India (296 runs in 6 matches)

Ques: Who has taken the highest wickets in the 8th T20 world cup 2022?
Ans: Wanindu Hasaranga, Sri Lanka (15 wickets in 8 matches)

Ques: Who has made the first goal in the World Cup football 2022?
Ans: Enner Valencia, Ecuador

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ থেকে ৫০ টি এমসিকিউ

বাংলাদেশ বিষয়াবলী

১. ৩ নভেম্বর ২০২২ কোন বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়?
ক) এয়ার অ্যাস্ট্রা
খ) এয়ার রয়েল
গ) এয়ার পারাবত
ঘ) এয়ার বাংলাদেশ

সঠিক উত্তর : এয়ার অ্যাস্ট্রা

২. দেশে আত্তলেনদেনের সহজ ও স্বাধীন মাধ্যম ‘বিনিময়’ আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে?
ক) ৯ নভেম্বর ২০২২
খ) ১১ নভেম্বর ২০২২
গ) ১৩ নভেম্বর ২০২২
ঘ) ১৮ নভেম্বর ২০২২

সঠিক উত্তর : ১৩ নভেম্বর ২০২২

৩. বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক কে?
ক) কানিজ ফাতেমা রোকসানা
খ) ফারিয়া লারা
গ) নাইমা হক
ঘ) ফাতেমা-তুজ-জোহরা

সঠিক উত্তর : ফাতেমা-তুজ-জোহরা

৪. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
ক) ২০ কিমি
খ) ২৪ কিমি
গ) ২২ কিমি
ঘ) ২৬ কিমি

সঠিক উত্তর : ২৪ কিমি

৫. ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে?
ক) মিয়ানমার
খ) ফিলিপাইন
গ) শ্রীলংকা
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : মিয়ানমার

৬. জাতীয় সংসদে ‘বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, ২০২২’ পাস হয় কবে?
ক) ২ নভেম্বর ২০২২
খ) ৪ নভেম্বর ২০২২
গ) ৬ নভেম্বর ২০২২
ঘ) ৮ নভেম্বর ২০২২

সঠিক উত্তর : ২ নভেম্বর ২০২২

৭. জাতীয় সংসদে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল, ২০২২’ পাস হয় কবে?
ক) ৪ নভেম্বর ২০২২
খ) ৬ নভেম্বর ২০২২
গ) ৮ নভেম্বর ২০২২
ঘ) ১১ নভেম্বর ২০২২

সঠিক উত্তর : ৬ নভেম্বর ২০২২

৮. বেপজা ইজেড (BEPZA EZ) কোথায় অবস্থিত?
ক) মোংলা, বাগেরহাট
খ) মিরসরাই, চট্টগ্রাম
গ) টেকনাফ, কক্সবাজার
ঘ) গজারিয়া, মুন্সীগঞ্জ

সঠিক উত্তর : মিরসরাই, চট্টগ্রাম

৯. জাতীয় সংবিধান দিবস কবে?
ক) ১১ এপ্রিল
খ) ৪ নভেম্বর
গ) ১২ অক্টোবর
ঘ) ১৬ ডিসেম্বর

সঠিক উত্তর : ৪ নভেম্বর

১০. মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৩১ অক্টোবর ২০২২ কাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ (মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা) প্রদান করা হয় ?
ক) প্রণব মুখার্জি
খ) টেড কেনেডি জুনিয়র
গ) এডওয়ার্ড টেড কেনেডি
ঘ) অটল বিহারি বাজপেয়ী

সঠিক উত্তর : এডওয়ার্ড টেড কেনেডি

১১. ১৯ নভেম্বর ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়?
ক) ৫১তম
খ) ৫৩তম
গ) ৫২তম
ঘ) ৫৪তম

সঠিক উত্তর : ৫৩তম

১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়?
ক) অধ্যাপক ড. জাঁ তিরোল
খ) সুং চিং লিং
গ) ড. ফ্রান্সিস গারি
ঘ) ড. ইরিনা বোকোভো

সঠিক উত্তর : অধ্যাপক ড. জাঁ তিরোল

১৩. বাংলাদেশের কোন জেলায় নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে?
ক) গোপালগঞ্জ
খ) রাজবাড়ী
গ) ফরিদপুর
ঘ) মাদারীপুর

সঠিক উত্তর : গোপালগঞ্জ

আন্তর্জাতিক বিষয়াবলী

১৪. ২৭ অক্টোবর ২০২২ কোন দুটি দেশ সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি স্বাক্ষর করে?
ক) রাশিয়া ও ইউক্রেন
খ) বাংলাদেশ ও মিয়ানমার
গ) লেবানন ও ইসরায়েল
ঘ) পাকিস্তান ও ভারত

সঠিক উত্তর : লেবানন ও ইসরায়েল

১৫. জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে শীর্ষে কোন দেশ?
ক) ভারত
খ) সিয়েরা লিওন
গ) বাংলাদেশ
ঘ) পাকিস্তান

সঠিক উত্তর : বাংলাদেশ

১৬. ভারতের সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি কে?
ক) ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়
খ) দ্রৌপদী মুর্মু
গ) ওয়াই ভি চন্দ্রচূড়
ঘ) উদয় উমেশ ললিত

সঠিক উত্তর : ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়

১৭. বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস কবে?
ক) ১০ সেপ্টেম্বর
খ) ২৫ জুলাই
গ) ১৮ নভেম্বর
ঘ) ২৫ নভেম্বর

সঠিক উত্তর : ১৮ নভেম্বর

১৮. বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত মানবদেহে প্রবেশ করানো হয়?
ক) ফ্রান্স
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) যুক্তরাজ্য

সঠিক উত্তর : যুক্তরাজ্য

১৯. টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?
ক) রিচার্ড ব্র্যানসন
খ) ইলন মাস্ক
গ) জেফ বেজোস
ঘ) মার্ক জুকারবার্গ

সঠিক উত্তর : ইলন মাস্ক

২০. ২৯ অক্টোবর ২০২২ কোন দেশ সর্ববৃহৎ দুই কিলোমিটার যাত্রীবাহী ট্রেন চালু করে?
ক) জার্মানি
খ) অস্ট্রেলিয়া
গ) যুক্তরাজ্য
ঘ) সুইজারল্যান্ড

সঠিক উত্তর : সুইজারল্যান্ড

২১. বিশ্বের ৮০০ কোটিতম মানব শিশুর নাম কী ?
ক) ম্যাক রবিনসন
খ) রবার্ট স্মিথ
গ) ভিনিস ম্যাবানস্যাগ
ঘ) উইলিয়াম পিটার

সঠিক উত্তর : ভিনিস ম্যাবানস্যাগ

২২. SVR কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক) যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) ভারত
ঘ) রাশিয়া

সঠিক উত্তর : রাশিয়া

২৩. অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক New Start চুক্তির মেয়াদ শেষ হবে কবে?
ক) ৫ ফেব্রুয়ারি ২০২৪
খ) ৫ ফেব্রুয়ারি ২০২৬
গ) ৫ ফেব্রুয়ারি ২০২৮
ঘ) ৫ ফেব্রুয়ারি ২০৩০

সঠিক উত্তর : ৫ ফেব্রুয়ারি ২০২৬

২৪. পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম কী?
ক) কামার জাভেদ বাজওয়া
খ) মির্জা আসলাম বেগ
গ) আসিম মুনির
ঘ) আব্দুল ওয়াহিদ

সঠিক উত্তর : আসিম মুনির

২৫. ১৫ নভেম্বর ২০২২ কোথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেন?
ক) সিউল, দক্ষিণ কোরিয়া
খ) বালি, ইন্দোনেশিয়া
গ) টোকিও, জাপান
ঘ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : বালি, ইন্দোনেশিয়া

২৬. সম্প্রতি কোন দুটি দেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করে?
ক) রাশিয়া-ভারত
খ) জার্মানি-বাহরাইন
গ) কাতার-চীন
ঘ) সৌদি আরব-যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : কাতার-চীন

২৭. ১৬ নভেম্বর ২০২২ চাঁদের উদ্দেশে যুক্তরাষ্ট্র কোন রকেট উৎক্ষেপণ করে?
ক) Artemis I
খ) Artemis III
গ) Artemis II
ঘ) Artemis IV

সঠিক উত্তর : Artemis I

রাষ্ট্র ও সরকার প্রধান

২৮. ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে?
ক) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
খ) জাইর বলসোনারো
গ) দিলমা রুসেফ
ঘ) মিশেল তেমের

সঠিক উত্তর : লুইজ ইনাসিও লুলা দা সিলভা

২৯. স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক) হাকাবি স্যান্ডার্স
খ) ম্যাগডালেনা অ্যান্ডারসন
গ) নাতাশা পিয়ার্স মুসার
ঘ) একাতিরিনি শাকেরারোপাউলো

সঠিক উত্তর : নাতাশা পিয়ার্স মুসার

৩০. ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে?
ক) ইতামার বেন-গাভির
খ) বেনিয়ামিন নেতানিয়াহু
গ) বেনী গানস
ঘ) ইয়ার লাপিদ

সঠিক উত্তর : বেনিয়ামিন নেতানিয়াহু

৩১. মালয়েশিয়ার দশম প্ৰধানমন্ত্রী কে?
ক) মাহাথির মোহাম্মদ
খ) মুহিউদ্দিন ইয়াসিন
গ) আনোয়ার ইব্রাহিম
ঘ) নাজিব রাজাক

সঠিক উত্তর : আনোয়ার ইব্রাহিম

৩২. পেরুর বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক) পেদ্রো কাস্তিলো
খ) আর্দ্রে আজুলে
গ) বেটসি শাভেজ
ঘ) চার্লস মিশেল

সঠিক উত্তর : বেটসি শাভেজ

সংস্থার প্রধান

৩৩. পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের (ICSID) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ১৫৬টি
খ) ১৫৭টি
গ) ১৫৮টি
ঘ) ১৫৯টি

সঠিক উত্তর : ১৫৮টি

৩৪.২১ অক্টোবর ২০২২ কোন দেশ ICSID’র ১৫৮তম সদস্যপদ লাভ করে ?
ক) উগান্ডা
খ) অ্যাঙ্গোলা
গ) বেনিন
ঘ) পর্তুগাল

সঠিক উত্তর : অ্যাঙ্গোলা

৩৫. আসিয়ানের ১১তম সদস্য দেশ হিসেবে যোগ দেবে কোন দেশ?
ক) চীন
খ) পূর্ব তিমুর
গ) পাপুয়া নিউ গিনি
ঘ) দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর : পূর্ব তিমুর

সম্মেলন

৩৬. ১৭তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক) ৮-৯ নভেম্বর ২০২২
খ) ১১-১২ নভেম্বর ২০২২
গ) ১৩-১৪ নভেম্বর ২০২২
ঘ) ১৫-১৬ নভেম্বর ২০২২

সঠিক উত্তর : ১৫-১৬ নভেম্বর ২০২২

৩৭. ১৭তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) গ্লাসগো, স্কটল্যান্ড
খ) জেনেভা, সুইজারল্যান্ড
গ) বালি, ইন্দোনেশিয়া
ঘ) বন, জার্মানি

সঠিক উত্তর : বালি, ইন্দোনেশিয়া

৩৮. ১৮তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ৯-১০ সেপ্টেম্বর ২০২৩
খ) ৯-১০ অক্টোবর ২০২৩
গ) ৯-১০ নভেম্বর ২০২৩
ঘ) ৯-১০ ডিসেম্বর ২০২৩

সঠিক উত্তর : ৯-১০ সেপ্টেম্বর ২০২৩

৩৯. ১৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ব্রিসবেন, অস্ট্রেলিয়া
খ) রোম, ইতালি
গ) নয়াদিল্লি, ভারত
ঘ) ওসাকা, জাপান

সঠিক উত্তর : নয়াদিল্লি, ভারত

রিপোর্ট-সমীক্ষা

৪০. ২০২২ সালের আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) নরওয়ে
খ) ডেনমার্ক
গ) ফিনল্যান্ড
ঘ) নিউজিল্যান্ড

সঠিক উত্তর : ডেনমার্ক

৪১. ২০২২ সালের আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) সোমালিয়া
খ) আফগানিস্তান
গ) দক্ষিণ সুদান
ঘ) ভেনেজুয়েলা

সঠিক উত্তর : ভেনেজুয়েলা

বৈশ্বিক মৎস্য পরিস্থিতি ২০২২

৪২. স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) ভারত
ঘ) মিয়ানমার

সঠিক উত্তর : ভারত

৪৩. স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

সঠিক উত্তর : তৃতীয়

৪৪. সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) অস্ট্রেলিয়া
গ) পেরু
ঘ) রাশিয়া

সঠিক উত্তর : চীন

৪৫. সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে কততম?
ক) চতুর্থ
খ) ১৫তম
গ) ২০তম
ঘ) ২৫তম

সঠিক উত্তর : ২৫তম

ক্রীড়াঙ্গন

৪৬. ২০২৪ সালের নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
খ) ভারত ও শ্রীলংকা
গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
ঘ) যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড

সঠিক উত্তর : ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র

৪৭. অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) পাকিস্তান
খ) ইংল্যান্ড
গ) নিউজিল্যান্ড
ঘ) ভারত

সঠিক উত্তর : ইংল্যান্ড

৪৮. অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ম্যাচ অব দ্য টর্নামেন্ট হন কে?
ক) জস বাটলার
খ) স্যাম কারেন
গ) ওয়ানিন্দু হাসারাঙ্গা
ঘ) শাহিন আফ্রিদি

সঠিক উত্তর : স্যাম কারেন

৪৯. বিশ্বকাপ ফুটবলের অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেন কে?
ক) রিচার্লিসন
খ) সেস্ক ফ্যাব্রিগাস
গ) পাবলো মার্টিন গাভি
ঘ) আলেহান্দ্রো বালদে

সঠিক উত্তর : পাবলো মার্টিন গাভি

৫০. পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় কে?
ক) ক্রিস্টিয়ানো রোনালদো
খ) লুকা মদ্রিচ
গ) লিওনেল মেসি
ঘ) নেইমার

সঠিক উত্তর : ক্রিস্টিয়ানো রোনালদো

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !