Current Affairs June 2023 কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৩

Preparation BD
By -
0

Current Affairs June 2023 কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৩ থেকে গুরুত্বপুর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!

Current Affairs June 2023 কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৩

বাংলাদেশ বিয়ষাবলী

প্রশ্ন : দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজারের খুরুশকুলে (৬০ মেগাওয়াট)।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার কে?
উত্তর : সারাহ কুক ।

প্রশ্ন : ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে কবে?
উত্তর : ১৪ মে ২০২৩ ।

প্রশ্ন : ২৪ এপ্রিল ২০২৩ কোন প্রতিষ্ঠান একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দেয়?
উত্তর : International Association of Genocide Scholars (IAGS)।

প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে সবুজ কারখানা কতটি?
উত্তর : ১৯৫টি।

প্রশ্ন : দেশের দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হবে কোথায়?
উত্তর : ঢাকার বিমানবন্দর এলাকায়; দৈর্ঘ্য ১.৭ কিলোমিটার।

প্রশ্ন : আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ চূড়ান্ত লাইসেন্স পায় কবে?
উত্তর : ১৭ মে ২০২৩ ।

প্রশ্ন : ‘এগিয়ে যাবে বাংলাদেশ” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ || Current Affairs April 2023

প্রশ্ন : সৈয়দ শামসুল হককে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জলেশ্বরীর বরপুত্র’ পরিচালনা করেন কে?
উত্তর: মো. রাসেল রানা দোজা

প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে ভারতের কয়টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে?
উত্তর : ১৬টি।

প্রশ্ন : দেশে প্রথমবারের মতো ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ৯ জুন ২০২৩।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২৭ এপ্রিল ২০২৩ কতজন জাপানি নাগরিককে ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার দেওয়া হয়?
উত্তর : চারজন ।

প্রশ্ন : ২৩ মে ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি পদক’ প্রাপ্তির কত বছর পালিত হয়?
উত্তর : ৫০তম বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী)।

প্রশ্ন : ১২ এপ্রিল ২০২৩ কোন উপজেলা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হয়?
উত্তর : কুতুবদিয়া, কক্সবাজার ।

প্রশ্ন : ২৬ এপ্রিল ২০২৩ জাপানের সাথে বাংলাদেশের কয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়?
উত্তর : ১টি চুক্তি ও ৭টি সমঝোতা স্মারক।

আন্তর্জাতিক বিয়ষাবলী

প্রশ্ন : ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: বিমল প্যাটেল।

প্রশ্ন : এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার’ কে?
উত্তর : বুশরা আফরিন।

প্রশ্ন : কোন ব্যক্তি সর্বোচ্চ ২৮ বার মাউন্ট এভারেস্ট জয় করেন?
উত্তর : কামি রিতা শেরপা (২৩ মে ২০২৩ পর্যন্ত)

প্রশ্ন : ভারতে প্রথম ক্যাবলভিত্তিক রেল সেতুর নাম কী?
উত্তর : অঞ্জি খাড় সেতু ।

আরো পড়ুন : সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩

প্রশ্ন: ২৩ এপ্রিল ২০২৩ জাপানের ইতিহাসে সবচেয়ে কম বয়সি মেয়র নির্বাচিত হন কে?
উত্তর : রোসুকে তাকাশিমা ।

প্রশ্ন: বিশ্বের শীর্ষ গাড়ি রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর : চীন (দ্বিতীয় জাপান) ।

প্রশ্ন : সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (RSF) প্রধান কে?
উত্তর : জেনারেল মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)।

প্রশ্ন : ‘লিটল ইংল্যান্ড’ নামে খ্যাত কোন দেশ?
উত্তর : বার্বাডোস ।

প্রশ্ন : ইউরোপের সবচেয়ে বড় ও বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক চুল্লি ফিনল্যান্ডের ওলকিলুওতো ৩ (OLO3) থেকে কবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়?
উত্তর : ১৬ এপ্রিল ২০২৩।

প্রশ্ন : ১৯ মে ২০২৩ ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজার থেকে কত রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেয়?
উত্তর : ২,০০০ রুপির।

প্রশ্ন : ৭ মে ২০২৩ কোন দেশ পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরে পায়?
উত্তর : সিরিয়া ।

প্রশ্ন : ১৭ এপ্রিল ২০২৩ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র মোকাবিলায় কোন প্রযুক্তি আনার ঘোষণা দেন ইলন মাস্ক?
উত্তর: ট্রুথজিপিটি ।

প্রশ্ন : তুরস্কের পঞ্চম প্রজন্মের নতুন জাতীয় যুদ্ধ বিমানের নাম কী?
উত্তর : ‘কান’ (KAAN); এটি টিএফ- এক্স নামে পরিচিত।

প্রশ্ন : ১২ মে ২০২৩ নিয়োগপ্রাপ্ত টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এর নাম কী?
উত্তর : লিন্ডা ইয়াকারিনো

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপী ঋণের হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : শ্রীলংকা (দ্বিতীয় বাংলাদেশ)।

প্রশ্ন : প্রথম পাকিস্তানি হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ফেলোশিপ লাভ করেন কে?
উত্তর : নোবেলজয়ী মালালা ইউসুফজাই ।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয় লাভ করেছে?
উত্তর : ৩৪টি ।

প্রশ্ন : তৃতীয়বারের মতো ‘উইজডেন’এর বর্ষসেরা ক্রিকেটার ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার লাভ করেন কে?
উত্তর : বেন স্টোকস (ইংল্যান্ড)।

প্রশ্ন : ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (FWA) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কে?
উত্তর : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)।

প্রশ্ন : পর্তুগিজ অভিধানে বিশেষণ বোঝাতে নতুন কোন শব্দটি যুক্ত হয়?
উত্তর : পেলে; ‘সেরা’ বোঝাতে এ শব্দটি ব্যবহার করা হবে ।

প্রশ্ন : ১৭ মে ২০২৩ বঙ্গবন্ধু চ্যালেঞ্জ ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !