আমাদের আজকের এই সুজলা, সুফলা প্রাণপ্রাচুর্যে ভরপুর পৃথিবীকে দেখে কে বলবে একেবারে গোড়ার দিকে পৃথিবী ছিল একটা প্রকান্ড ও প্রচন্ড উত্তপ্ত গ্যাসের গোলক । প্রাকৃতিক নিয়মে কোন জিনিস চিরকাল গরম থাকে না । এই নিয়মে ক্রমশ পৃথিবী ঠান্ডা হতে থাকে।
তবে এই ঠান্ডা হওয়ার সময়টাও কম নয়— বিশেষজ্ঞদের ধারণা পৃথিবী ঠান্ডা হতে সময় নিয়েছে প্রায় ৫০ কোটি বছর । এইসময় একটি পাকা ফল শুকিয়ে গেলে যেমন তা কুঁকড়ে যায়— পৃথিবীর অবস্থা সেইরকম হলো । ফলে পৃথিবীর কোথাও উঁচু আবার কোথাও নিচু হয়ে গেল। শুরুতে পৃথিবীর অবস্থা এমনই ছিল ।
একেবারে শুরুতে পৃথিবীর উপরিভাগ এইরকম জ্বলন্ত পিণ্ডের মতো ছিল। মাঝে মাঝে ছিল বিশাল ফাটল। সেই ফাটল দিয়ে ক্রমাগত গলিত লাভা আর আগুন বের হতো। কালক্রমে সেই গলিত লাভা ফাটল দিয়ে পৃথিবীর অভ্যন্তরে চলে যায়।