সিরিয়া ও ইয়েমেনে যথাক্রমে বারো বছর ও আট বছর আগে যেসব গৃহযুদ্ধ শুরু হয়, তার প্রেক্ষিতে সৃষ্টি হয়েছে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকট। একসময়ের সমৃদ্ধ সিরিয়া এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত। অন্যদিকে ইয়েমেন ছিল আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। আট বছরের যুদ্ধে খাদের শেষ প্রান্তে চলে গিয়েছে দেশটি। জাতিসংঘের হিসাবে এই দেশ দুটিতে যুদ্ধের ফলে সৃষ্ট বিপর্যয়ের খণ্ডচিত্র এরকম—
- সিরিয়ায় যুদ্ধ শুরুর আগে জনসংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ। তাদের অর্ধেকের বেশি উদ্বাস্তু হয়েছেন। ৭০ লাখ মানুষ প্রাণ বাঁচাতে দেশের ভেতরেই অন্যত্র চলে গেছেন। প্রায় ২০ লাখ মানুষ বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।
- প্রায় ৬৮ লাখ সিরীয় প্রতিবেশী লেবানন, জর্ডান, তুরস্কসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অনেকে ইউরোপে আশ্রয় নিয়েছেন ।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিল । তাদের মধ্যে প্রায় ৫০ লাখ মানুষ চরম সংকটে ভুগছেন।
- সিরিয়ায় প্রতিদিন ১ কোটি ২০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত খাবার পান না। প্রায় ৫ লাখ শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে ।
- ইয়েমেনের ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন ।