৪৬তম বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য পর্ব- ০১ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
বাংলা ভাষা
প্রশ্ন : বাংলা ব্যাকরণে পুরুষ
উত্তর : তিন প্রকার ।
প্রশ্ন : অন্যাদিবাচক সর্বনামের দৃষ্টান্ত
উত্তর : অন্য, অপর এবং পর।
প্রশ্ন : মূল স্বরের বৃদ্ধি হয়েছে যে শব্দে
উত্তর : মধুর+ষ্ণ= মাধুর্য।
প্রশ্ন : অর্থগতভাবে শব্দ তিন প্রকার
উত্তর : যৌগিক, যোগরূঢ় ও রূঢ়ি ।
প্রশ্ন : “যথা ধর্ম তথা জয়।” বাক্যে ‘যথা-তথা’
উত্তর : নিত্য সম্বন্ধীয় অব্যয়।
প্রশ্ন : ‘অ-কারের’বৃদ্ধি হয়ে ‘আ-কার’ হয়েছে যে শব্দে
উত্তর : শান্তি
প্রশ্ন : “ওহে, মাঝি আমাকে পার করো।” বাক্যে ‘ওহে’ হলো
উত্তর : সম্বোধন পদ ।
প্রশ্ন : মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয়যোগে সাধিত হয়
উত্তর : কর্মবাচ্যের ধাতু ।
প্রশ্ন : “আমার যাওয়া হবে না।” বাক্যে ‘আমার’ শব্দটি
উত্তর : ভাববাচ্যের কর্তা ।
প্রশ্ন : ক্রিয়া সংঘটনের ভাব,কাল ও রূপ নির্দেশিত হয়
উত্তর : ক্রিয়া বিশেষণে ।
প্রশ্ন : যে বাক্যে ‘অনুরোধ’ অর্থে অনুজ্ঞা প্রকাশিত হয়েছে
উত্তর : “আমাকে সাহায্য করুন।”
আরো পড়ুন : আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু
প্রশ্ন : ‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে
উত্তর : ঊর্ধ্বমুখিতা ।
প্রশ্ন : ‘গ্রামান্তর’ ও ‘বিরানব্বই’ যে সমাসের দৃষ্টান্ত
উত্তর : নিত্য সমাস ।
প্রশ্ন : সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে বলে
উত্তর : সমস্যমান পদ।
প্রশ্ন : তারিখবাচক শব্দের প্রথম চারটি যে নিয়মে সাধিত
উত্তর : হিন্দি ।
প্রশ্ন : ‘টাপুর টুপুর’ ও ‘ঝনঝনি’ শব্দদ্বয়
উত্তর : ধ্বন্যাত্মক দ্বিরুক্তির দৃষ্টান্ত ।
বাংলা সাহিত্য
প্রশ্ন : বাংলা ও ব্রজবুলি ভাষায় রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যান
উত্তর : ‘সতীময়না লোরচন্দ্রানী’ ।
প্রশ্ন : চর্যাপদের কবি লুইপার গুরু ছিলেন
উত্তর : শবরপা ।
প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক
উত্তর : সৈয়দ হামজা ।
প্রশ্ন : দেবী দুর্গার অন্য নাম হলো
উত্তর : চণ্ডী ।
প্রশ্ন : বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ—
উত্তর : ব্ৰাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ’ ।
প্রশ্ন : ‘কেরী সাহেবের মুন্সী’ নামে পরিচিত
উত্তর : রামরাম বসু ।
প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘করুণার সাগর’ উপাধি প্রদান করেন
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ।
প্রশ্ন : গীতিকা মূলত দুই প্রকার
উত্তর : নাথ গীতিকা ও ময়মনসিংহ গীতিকা ।
প্রশ্ন : বাংলা একাডেমির ত্রৈমাসিক কিশোর সাহিত্য পত্রিকা
উত্তর : ধান শালিকের দেশ।
প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস
উত্তর : ‘আনন্দমঠ’, ‘সীতারাম’ ও ‘দেবী চৌধুরাণী’।
প্রশ্ন : রামমোহন রায় রচিত ‘প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ’ গ্রন্থটি মূলত
উত্তর : সতীদাহ প্রথা বিষয়ক
প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্ত যে ছদ্মনামে ‘নীলদর্পণ’ নাটক অনুবাদ করেন
উত্তর : ‘A Native’।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের পটভূমিতে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক
উত্তর : ‘তরঙ্গভঙ্গ’।
প্রশ্ন : চলিত ভাষারীতি ব্যবহারে রবীন্দ্রনাথ ঠাকুর যে সাহিত্যিক দ্বারা প্রভাবিত হয়েছিলেন
উত্তর : প্রমথ চৌধুরী।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র
উত্তর : ‘ধূপছায়া’।
প্রশ্ন : বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের মুখপত্র ছিল যে পত্রিকা
উত্তর : ক্রান্তি (১৯৪০)।
প্রশ্ন : বিখ্যাত গল্প ‘রেখাচিত্র’ লিখেছেন
উত্তর : বুদ্ধদেব বসু।
প্রশ্ন : তাতারি ও মেহেরজান যে উপন্যাসের চরিত্র
উত্তর : ‘ক্রীতদাসের হাসি’।
প্রশ্ন : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ উপন্যাসের কেন্দ্রভূমি
উত্তর : বিহারের ভাগলপুর ।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রকাশিত ছোটগল্প
উত্তর : ‘ল্যাবরেটরী’।
প্রশ্ন : “হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে।” বিখ্যাত এ পংক্তির রচয়িতা
উত্তর : সুকান্ত ভট্টাচার্য ।