বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

 

বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 

প্রশ্ন : চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন

উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।

 

প্রশ্ন : কবি কঙ্কন কার উপাধি?

উত্তর : মুকুন্দরাম চক্রবর্তী।

 

প্রশ্ন : ‘কবর’ নাটকটির রচয়িতা

উত্তর : মুনীর চৌধুরী।

 

প্রশ্ন : কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

উত্তর : শেষ বিকেলের মেয়ে ।

 

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন—

উত্তর : আনন্দময়ীর আগমনে ।

 

প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মা’ রচনা করেন—

উত্তর : আনিসুল হক

 

প্রশ্ন : ‘আমার দেখা নয়াচীন’-এর প্রকাশকাল—

উত্তর : ২০২০, ফেব্রুয়ারি ।

 

প্রশ্ন : ‘হ’ যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো—

উত্তর : হ্ + ণ ।

 

প্রশ্ন : ‘জিহ্বা’ শব্দের উচ্চারণ—

উত্তর : জিউভা ।

 

আরো পড়তে : সরকারের অধিনস্ত একটি অধিদপ্তর এর ফিল্ড অফিসার পদের সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান

 

প্রশ্ন : ‘একাত্তরের দিনগুলি’ রচনা করেন—

উত্তর : জাহানারা ইমাম ।

 

প্রশ্ন : ‘নয়নচারা’-গল্পের রচয়িতা—

উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ।

 

প্রশ্ন : ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’ চরণদ্বয়ের লেখক

উত্তর : মদনমোহন তর্কালঙ্কার

 

প্রশ্ন : ‘কাজ’ শব্দের তৎসম রূপ—

উত্তর : কার্য ।

 

প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?

উত্তর : শ্বশুর।

 

প্রশ্ন : ‘যদ্যপি আমার গুরু’- প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা

উত্তর : আহমদ ছফা ।

 

প্রশ্ন : ‘লুঙ্গি’ শব্দটি এসেছে যে ভাষা থেকে

উত্তর : বর্মি ।

 

প্রশ্ন : ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ—

উত্তর : অন্তরীক্ষ ।

 

প্রশ্ন : ‘Surgeon’-এর পরিভাষা

উত্তর : শল্য চিকিৎসক।

 

প্রশ্ন : ‘গৌরচন্দ্রিকা’ বাগধারাটির অর্থ

উত্তর : ভূমিকা।

 

প্রশ্ন : ‘প্রাকৃত’ শব্দটির অর্থ?

উত্তর : স্বাভাবিক।

 

প্রশ্ন : ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?

উত্তর : সাধু ।

 

প্রশ্ন : ‘ছেলেমি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর : ছেলে + আমি ।

 

প্রশ্ন : ‘গরু’ কোন শব্দ (লিঙ্গ)?

উত্তর : উভয়লিঙ্গ ।

 

প্রশ্ন : ‘কূলের সমীপে’ এর সংক্ষেপ কি?

উত্তর : উপকূল।

 

প্রশ্ন : ‘অনিল’ শব্দের অর্থ কী?

উত্তর : বাতাস ।

 

প্রশ্ন : ‘ঝোলের লাউ অম্বলের কদু’ বাগধারার অর্থ কী?

উত্তর : সব পক্ষের মন যুগিয়ে চলা ।

 

প্রশ্ন : বাংলাদেশে ইসলামি রেনেসাঁর কবি কাকে বলা হয়?

উত্তর : ফররুখ আহমদ।

 

প্রশ্ন : ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এটি কার উক্তি?

উত্তর : সুফিয়া কামাল ।

 

প্রশ্ন : কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?

উত্তর : কাজেম আল কুরায়শী ।

 

প্রশ্ন : শুদ্ধ বানান কোনটি?

উত্তর : অভ্যন্তরীণ ।

 

প্রশ্ন : “প্রিয় স্বাধীনতা’ কবিতার কবি কে?

উত্তর : শামসুর রাহমান ।

 

প্রশ্ন : ‘জননী’ উপন্যাসের লেখক কে?

উত্তর : শওকত ওসমান ।

 

প্রশ্ন : নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ?

উত্তর : ইতলবিতল।

 

প্রশ্ন : ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ তাকে এক কথায় কী বলে?

উত্তর : বনস্পতি।

 

প্রশ্ন : অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?

উত্তর : অনুসন্ধিৎসা ।

 

প্রশ্ন : কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে?

উত্তর : পাগলে কি না বলে ।

 

প্রশ্ন : ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’- রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

উত্তর : করণে শূন্য ।

 

প্রশ্ন : মৌলিক শব্দ কোনটি?

উত্তর : নাক

 

প্রশ্ন : অর্ধ-তৎসম শব্দ নয় কোনটি?

উত্তর : চাঁদ ।

 

প্রশ্ন : ‘মুখচ্ছবি’ সন্ধি কোন নিয়মে পড়ে?

উত্তর : স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

 

প্রশ্ন : যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?

উত্তর : প্রকৃতি ।

 

প্রশ্ন : তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?

উত্তর : নাম প্রকৃতি ।

 

প্রশ্ন : ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তর : হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে ।

 

প্রশ্ন : বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়—

উত্তর : চর্যাপদে।

 

প্রশ্ন : বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?

উত্তর : বাংলা ।

 

প্রশ্ন : ‘একগুঁয়ে’ কোন সমাস?

উত্তর : সমানাধিকরণ বহুব্রীহি ।

 

প্রশ্ন : আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ি’ কোন কবি অনুবাদ করেন?

উত্তর : দুশান জাজবিভেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !