বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর এডমিন অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর এডমিন অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর এডমিন অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধান

1. Fatema is adamant her future plan. — ক) Insistent.

 

2. The police is going to clamp down – drug dealers. — ক) on.

 

3. I waited for my friend until he খ) came.

 

4. Which of the following sentence is correct? — গ) I think of him as my best friend.

 

5. Which of the following is a noun?

ক) widespread

গ) deadliest sympathy

গ) contraction disaster

ঘ) none

 

6. Choose the synonym of ‘compassion’-

খ) compression

ঘ) dislike

 

7. ‘Put up with’ means— খ) tolerate.

 

8. Identify the word which is spelt incorrectly. consciencious

খ) perseverance

গ) convalescence

ঘ) maintenance

 

9. Which word means the opposite of dearth ‘?

ক) lack abundance

গ) poverty

ঘ) shortage

 

10. You may go for a walk if you feel-it.-) like.

 

11. ‘Cut and dry’ means. খ) Already decided.

 

12. What is the verb of the word ‘shortly? – খ) shorten.

 

আরো পড়তে : সরকারের অধিনস্ত একটি অধিদপ্তর এর ফিল্ড অফিসার পদের সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান

 

13. It was I … he wanted to sing to. – গ) whom

 

14. The antonym for ‘Genuine’ is– গ) Erroneous.

 

15. In time of financial crisis, such lavish expenditure should be— ক) curtailed.

 

16. Constitution : Preamble – খ) Book: Preface

 

17. I spent — with the patient. — গ) some time.

 

18. ‘Spill the beans’ means — খ) reveal someone’s secret.

 

19. Choose the correct sentence ? –

ক) They acted in accordance to his advice.

খ) They acted following his advice.

গ) They acted according to his advice.

They acted upon his advice.

 

20. The phrase ‘end in smoke’ means- ক) come to nothing.

 

21. ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান— ক) রংপুর

 

22. ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয় লাভ করেছিল?— গ) ১৬৭ ।

 

23. স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়?— ক) ২ মার্চ ।

 

24. জাতিসংঘের অফিসিয়াল ভাষা— ক) ৬।

 

25. উজবেকিস্তানের মুদ্রার নাম — ঘ) সোম।

 

26. আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি?— ক) ১২৩।

 

প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে?— গ) ২০২১-৪১ ।

 

28. কারাগারের রোজনামচা প্রবন্ধটিতে কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?— ক) ১৯৬৬-৬৮ ।

 

29. প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? — ক) চন্দ্রগুপ্ত মৌর্য।

 

30. আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? — ঘ) চিলি ।

 

31. ‘এভিন কারাগার’ কোন দেশে অবস্থিত? ক) ইরান।

 

32. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়?- খ) ৪ জানুয়ারি, ১৯৭২।

 

33. COP-28 কোথায় অনুষ্ঠিত হবে? — খ) আরব আমিরাত।

 

34. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত?— গ) ময়মনসিংহ।

 

35. বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’ কোন সেক্টরের অধীনে ছিল?— ক) ২।

 

36. ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? – খ) মৃণাল হক

 

37. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে?— ক) ১৯৯১ ।

 

38. সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়?— ঘ) ১০ ডিসেম্বর, ১৯৪৮।

 

39. যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কী ? – খ) লয়েড অস্টিন।

 

40. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? — খ) এ এস এম সায়েম ।

 

41. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ?— ঘ) স্বাভাবিক।

 

42. ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?— খ) সাধু ।

 

43. ‘ছেলেমি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?- গ) ছেলে + আমি ।

 

44. নিম্নের কোনটি শব্দের আগে বসে?

• উপসর্গ

খ) প্রত্যয়

গ) অনুসর্গ

ঘ) বিভক্তি

 

45. ‘গরু’ কোন শব্দ (লিঙ্গ)? — গ) উভয়লিঙ্গ ।

 

46. কোনটি সঠিক নয়?

ক পণ্ডিতবৃন্দ

গ) সুধীবৃন্দ

খ) শিক্ষকবৃন্দ

ঘ) মন্ত্রিবর্গ

 

47. ‘কূলের সমীপে’ এর সংক্ষেপ কি?—গ) উপকূল।

 

48. ‘অনিল’ শব্দের অর্থ কী?— ক) বাতাস ।

 

49. ‘ঝোলের লাউ অম্বলের কদু’ বাগধারার অর্থ কী? – গ) সব পক্ষের মন যুগিয়ে চলা ।

 

50. বাংলাদেশে ইসলামি রেনেসাঁর কবি কাকে বলা হয়?— ক) ফররুখ আহমদ।

 

51. মাটির P মান ৩ এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?— ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ।

 

52. কোনটির অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়?

ক) ফসফরাস

• ক্যালসিয়াম

খ) পটাসিয়াম

ঘ) খনিজলবণ

 

53. অ্যাসিটিক এসিড কি কাজে ব্যবহার করা হয়?— ক) খাদ্যদ্রব্য সংরক্ষণে ।

 

54. জন্মদিনে কেক ফোলানোর জন্য শেহতাজ একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে। উল্লিখিত রাসায়নিক পদার্থটি কি?— ঘ) সোডিয়াম বাইকার্বনেট।

 

55. ভিনাইল ক্লোরাইড নামক, মনোমার থেকে তৈরি খ) পিভিসি পাইপ

 

56. একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে। তাঁর কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?— ক) উত্তল ।

 

57. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কি? গ) ডায়াল্টার ।

 

58. কোমল পানীয়সমূহে কী দ্রবীভূত থাকে?

ক) বেকিং সোডা

খ) এসিটিক এসিড

গ) অক্সালিক এসিড

ঘ) সোডিয়াম ফ্লোরাইড

[Note : কোমল পানীয়তে সাধারণত উচ্চচাপে কাৰ্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে।

 

59. কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?

কোলেস্টেরল

গ) ফ্যাটি এসিড

খ) অ্যামাইনো এসিড

ঘ) গ্লুকোজ

 

60, হাউজ ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রংয়ের তারটি— খ) নিরপেক্ষ।

 

61. . কোন টপোলজিতে প্রথম শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?

i. বাস

ii. রিং

iii. মেশ

গ) ii ও iii |

 

62. কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে?— খ) NIC ।

 

63. কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়?— গ) BCD

 

64. এইচটিএমএল কি?

ক) ওয়েব ব্রাউজার

গ) প্রোগ্রামিং ভাষা

খ) ডেটা উপস্থাপনের ভাষা ঘ) ডাটাবেজ ভাষা

[Note : সঠিক উত্তর : এইচটিএমএল হলো মার্কআপ ল্যাংগুয়েজ যা ওয়েবপেজ তৈরি করতে ব্যবহৃত হয় ।

 

65. ডোমেইন নাম হলো—ক) ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম

 

66. ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত এট্রিবিউট কোনটি? — গ) alt ।

 

67. উৎস প্রোগ্রাম → ? → বস্তু প্রোগ্রাম। (?) প্রশ্নবোধক স্থানে কি হবে?—ক) কম্পাইলার

 

68. সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়?— খ) ইন্টিজার

 

69. ডেটাবেজ এ কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়?— ঘ) এট্রিবিউট ও ফিল্ড।

 

70. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? — খ) ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ।

 

71. . . বার্ষিক শতকরা কতহার সুদে ৪২৫ টাকা ৩ বছরের ** সুদে আসলে ৪৭৬ টাকা হবে?— ঘ) ৪% ।

 

72. ৪টি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রয় করলে কত % লাভ হয়?— ঘ) ৫০% ।

 

73. a+1 = 2 হলে a2 + 2

 

74. a= কত? – খ) 2 । Ifa+b=3and ab = 2, then a3 + b3 =?—ঘ) 9।

 

75. (a – b)2 + 4ab = ? — গ) (a + b)2 ।

 

76. একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যায়?— ঘ) অসংখ্য ।

 

77. If sin 45° =√2 A, then A = ? – খ) 2 1

 

78. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক।

 

78. সমকোণ সন্নিহিত বাহুদ্বয় এর একটি দৈর্ঘ্য: হলে অপরটি কত?— খ) ২৪ একক । ১২ একক

 

79. 2, 4, 5, 8, 7, 12, 4, 15 উপাত্তের মধ্যক কত? — গ) 6।

 

80. তিনটি প্রতিসাম্য রেখা আছে নিচের কোনটির?— খ) সমবাহু ত্রিভুজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !