সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

Preparation BD
By -
0

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

বাংলাদেশ প্রসঙ্গ

প্ৰ : ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাজ্যে কত কোটি মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে?
উ : ৫৩১ কোটি মার্কিন ডলার ।

প্র : দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম নিউজ প্রেজেন্টারের নাম কী?
উ : অপরাজিতা (চ্যানেল ২৪)।

প্র: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে যে তথ্যচিত্রটি নির্মাণ করেছে তার নাম কী?
উ: ‘বিলিয়ন ডলার হাইস্ট’।

প্র : কত তারিখে মহেশখালীর গভীর সমুদ্রে সিঙ্গেল পয়েন্ট মুরিং বয়া থেকে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত জ্বালানি তেল পরীক্ষামূলক খালাসের প্রস্তুতি সম্পন্ন হয়?
উ : ২ জুলাই ২০২৩।

প্র : বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উ : ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান ।

প্র : চট্টগ্রাম-কক্সবাজার সিঙ্গেল রেল লাইন নির্মাণ কাজ শেষ হবে কত সালে?
উ : ২০২৪ সালের ৩০ জুন ।

প্র : অক্টোবরে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কোন বিখ্যাত ব্যক্তিকে ‘মরণোত্তর ডক্টর অব লজ’ সম্মাননা প্রদান করা হবে?
উ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

প্র : ব্যাংক কোম্পানি আইনে বর্তমানে ব্যাংক পরিচালকদের মেয়াদ কত বছর নির্ধারণ করা হয়েছে?
উ : ১২ বছর।

প্র : ১৭ জুলাই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কোনটি নাম রাখা হয়েছে?
উ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয় ।

প্র : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উ : প্রায় ১৬ দশমিক ১৪ লাখ কোটি টাকা ।

প্র : ২৬ জুন কোন চারটি পণ্যকে ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে অনুমোদন দেওয়া হয়?
উ : বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম ।

প্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০ জুলাই উদ্বোধনকৃত দেশের প্রথম ডাবল লাইনের রেলপথ কোথায় অবস্থিত?
উ : আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ ।

প্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া কত তারিখে ঢাকা সফর করেন?
উ : ১১-১৪ জুলাই।

প্র : ৮ জুলাই দেশের কোন ব্যাংক বৈশ্বিক পর্যায়ের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এশিয়া মানি অ্যাওয়ার্ড ২০২৩’ লাভ করে?
উ : ঢাকা ব্যাংক ।

আন্তর্জাতিক প্রসঙ্গ

প্র: যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোন সাবেক কূটনীতিবিদ চীন সফর করেন?
উ : হেনরি কিসিঞ্জার।

প্র : দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে কংগ্রেসসহ ২৬টি দল নিয়ে বিজেপিবিরোধী যে জোট গঠন করা হয় তার নাম কী ?
উ: ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া ।

প্র : ২০২৩ সালের উইম্বলডনে পুরুষ এককে বিজয়ী টেনিস খেলোয়াড়ের নাম কী ?
উ : কার্লোস আলকারাজ (স্পেন)।

প্র : নারী বিশ্বকাপ ফুটবল- ২০২৩- এর আয়োজক দেশ কোনটি?
উ: যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ।

প্র : জাতিসংঘ কবে ১৮ জুলাইকে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ ঘোষণা করে?
উ: ২০০৯ সালে ।

প্ৰ : ১৬১৯ জুলাই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মধ্যপ্রাচ্যের কোন তিনটি দেশ সফর করেন?
উ : সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ।

প্র : ভারতের কোন রাজ্যের অব্যাহত জাতিগত দাঙ্গায় উদ্বেগ জানিয়ে ১৩ জুলাই ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়?
উ : মণিপুর ।

প্র : ২১ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো দেশটির নৌবাহিনীর প্রধান হিসেবে কোন নারীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন?
উ: অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে।

প্র: ৫ অক্টোবর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচ ভারতের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উ : আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷

প্র: ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন- ২০২৩’ অনুযায়ী ২০২২ সালে বিনিয়োগ গ্রহণ ও প্রদানে শীর্ষ দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র ।

প্ৰ : গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্র কয়টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে?
উ : ৪টি (নিকারাগুয়া, গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর)।

প্র : আগস্টে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উ : দক্ষিণ আফ্রিকা ।

প্র : অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারী গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উ : মিশেল বুলক ।

প্র : বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো- সোলার বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে কোন দেশ?
উ : চীন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !