ক্রিকেটে ‘লাল কার্ড

Preparation BD
By -
0

ক্রিকেটের ইতিহাসে একমাত্র লাল কার্ডের সাক্ষী কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা । ‘আন্ডার আর্ম’ ডেলিভারির কারণে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন আম্পায়ার বিলি বাউডেন ।

নিছক মজার ছলে সেবার লাল কার্ড দেখালেও এবার আনুষ্ঠানিকভাবে ‘লাল কার্ডের’ ব্যবহার হবে ক্রিকেটে । ১৭ আগস্ট ২০২৩ শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)-এর নতুন আসরে মন্থর ওভার রেটের জন্য রাখা হয় এমন শাস্তির বিধান।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় CPL কর্তৃপক্ষ এবার এ উদ্যোগ নেয় । নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড ।

এতে অধিনায়ক তার দলের যেকোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন। তবে তার আগে সতর্ক হওয়ার সুযোগ পাবে দলগুলো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !